নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

গায়েন রইসউদ্দিন

গায়েন রইসউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

মদখোর ও গাঁজাখোর

০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৭


মদখোর: মদ খাইতে বড় মজা আমি কাহারে বুঝাই!
এই বোতলডা অমৃতের ভান্ড, আর তো কিছু নাই॥




গাঁজাখোর: গাঁজা খাইতে কী যে মজা, কারে বা বুঝাই!
আমি এক টানেতে এই পৃথিবীর রাজা হইয়া যাই॥




মদখোর: হুইস্কী, ব্রান্ডী যতই খাইনা,
জংলী শরাব চাই বাবা-
(আমি) কাচড়ার মধ্যি শুইয়া খাহি,
কুত্তায় আইস্যা দেয় থাবা।
হালায় গরম জল ছিডায়,
আমার নেশার ব্যাঘাত হয়-
(আবার) পুলিশ ব্যাডার কাজ-কাম নাই,আমারে গুঁতায়॥



গাঁজাখোর: (আমি) গাঁজা খাইয়া সোজা হইয়া,
চলি বা না চলি তায়-
(আমার) অ্যাজমা হোক আর হাঁপানী হোক,
কার বাপের কি আসে যায়?
নেশায় সুস্থ থাহে মন, আমার গোঁসাই বাবা কন্
আর, গায়েন ব্যাডা জানে কিডা, ও এক নরাধম!!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১:২৯

রাজীব নুর বলেছেন: অতি নিম্ম মানের পোষ্ট।

০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ৮:১৬

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ, আপনার মন্তব্য প্রকাশের জন্য! মাদকদ্রব্য সম্পর্কিত, কবিতার অন্তর্নিহিত অর্থ উপলব্ধি না করতে পারার জন্য আপনার প্রতি দোষারোপ করা যায় না। ভাল থাকবেন!!

২| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১:৩৭

সোবুজ বলেছেন: জংঙ্গী গাঁজা একবার খাইলে আর ভুলতে পারবেন না।

০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ৮:২০

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ, আপনার মতামতের জন্য! জানতে ইচ্ছে করে-- আপনি কি তাহলে 'জঙ্গী গাঁজা' খাচ্ছেন বা খেয়েছেন? তা না হলে ভুলতে না পারার কথা কীভাবে বলছেন? ভাল থাকবেন !!

৩| ০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ৮:৪২

গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রসঙ্গক্রমে আজ ফেসবুকে প্রকাশিত 'সুমন সেনগুপ্ত'-র ব্যাঙ্গ-কবিতাটি এখানে পাঠক বন্ধুদের জন্য তুলে ধরলাম-- 'ক্লাবগুলি সব উল্টে গেলেও,
গ্লাসগুলি থাক সোজা।
পানীয় দেশকে সচল রাখে,
শিক্ষা সেখানে বোঝা।
পাঠশালা বন্ধ থাকুক,
পানশালা থাক খোলা।
শিক্ষার থেকে জরুরী বেশি,
ভিজিয়ে নেওয়া গলা।'

৪| ০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৩

সোবুজ বলেছেন: অবশ্যই খেয়েছি।সব রকমের অভিজ্ঞতাই থাকতে হয়।তা না হলে বুঝবেন কি ভাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.