| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
মদখোর: মদ খাইতে বড় মজা আমি কাহারে বুঝাই!
            এই বোতলডা অমৃতের ভান্ড, আর তো কিছু নাই॥
 
 
গাঁজাখোর:  গাঁজা খাইতে কী যে মজা, কারে বা বুঝাই!
               আমি এক টানেতে এই পৃথিবীর রাজা হইয়া যাই॥
 
 
মদখোর: হুইস্কী,  ব্রান্ডী যতই খাইনা,
              জংলী শরাব চাই বাবা-
    (আমি) কাচড়ার মধ্যি শুইয়া খাহি,
              কুত্তায় আইস্যা দেয় থাবা।
                    হালায় গরম জল ছিডায়,
                    আমার নেশার ব্যাঘাত হয়-
          (আবার) পুলিশ ব্যাডার কাজ-কাম নাই,আমারে গুঁতায়॥
 
 
গাঁজাখোর:  (আমি) গাঁজা খাইয়া সোজা হইয়া,
                         চলি বা না চলি তায়-
              (আমার)  অ্যাজমা হোক আর হাঁপানী হোক, 
                           কার বাপের কি আসে যায়?
                           নেশায় সুস্থ থাহে মন, আমার গোঁসাই বাবা কন্
                           আর, গায়েন ব্যাডা জানে কিডা, ও এক নরাধম!!
 
০৩ রা জানুয়ারি, ২০২২  সকাল ৮:১৬
গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ, আপনার মন্তব্য প্রকাশের জন্য! মাদকদ্রব্য সম্পর্কিত, কবিতার অন্তর্নিহিত অর্থ উপলব্ধি না করতে পারার জন্য আপনার প্রতি দোষারোপ করা যায় না। ভাল থাকবেন!!
২| 
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৩৭
সোবুজ বলেছেন: জংঙ্গী গাঁজা একবার খাইলে আর ভুলতে পারবেন না।
 
০৩ রা জানুয়ারি, ২০২২  সকাল ৮:২০
গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ, আপনার মতামতের জন্য! জানতে ইচ্ছে করে-- আপনি কি তাহলে 'জঙ্গী গাঁজা' খাচ্ছেন বা খেয়েছেন? তা না হলে ভুলতে না পারার কথা কীভাবে বলছেন? ভাল থাকবেন !!
৩| 
০৩ রা জানুয়ারি, ২০২২  সকাল ৮:৪২
গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রসঙ্গক্রমে আজ ফেসবুকে প্রকাশিত 'সুমন সেনগুপ্ত'-র ব্যাঙ্গ-কবিতাটি এখানে পাঠক বন্ধুদের জন্য তুলে ধরলাম--                            'ক্লাবগুলি সব উল্টে গেলেও,
গ্লাসগুলি থাক সোজা।
পানীয় দেশকে সচল রাখে,
শিক্ষা সেখানে বোঝা।
পাঠশালা বন্ধ থাকুক,
পানশালা থাক খোলা। 
শিক্ষার থেকে জরুরী বেশি,
ভিজিয়ে নেওয়া গলা।'
৪| 
০৩ রা জানুয়ারি, ২০২২  সকাল ১১:৪৩
সোবুজ বলেছেন: অবশ্যই খেয়েছি।সব রকমের অভিজ্ঞতাই থাকতে হয়।তা না হলে বুঝবেন কি ভাবে।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:২৯
রাজীব নুর বলেছেন: অতি নিম্ম মানের পোষ্ট।