নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

গায়েন রইসউদ্দিন

গায়েন রইসউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

একটা বিশ্বাস

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:২৯



একটা বিশ্বাসের আশ্রয়--
অনেকটা পরাশ্রয়ের মতো।
আত্ম-প্রত্ময়ের জানলার ফাঁক দিয়ে
একদিন চোখে পড়ল- নতুন আলোর রূপরেখা।
বেরিয়ে পড়লাম সেপথ ধ’রে।
নদী-সাগর-পাহাড়-বনজঙ্গল পেরিয়ে
একদিন পৌঁছলাম নতুন ঠিকানায়।
কিন্তু মানুষজন সব অচেনা, অজানা।
সংশয় কাটল, তারাও নাকি আমার মতো
আশ্রয়-সন্ধানী।
এক বিশ্বাস থেকে আর এক বিশ্বাস।
বিশ্বাস-নির্ভর না হয়ে উপায় ছিল না।
পৃথিবীটা যে খুব ছোট নয়, তখনও বুঝিনি।
আবার বেরিয়ে পড়তে হ’ল,
আরেক বিশ্বাসের জাল থেকে।
সজীবের রূপ, রস, গন্ধ তো একই
তবে আরও কী ?
বুঝতে বাকি রইল না যে
এই বিশ্বাসের বাইরেও একটা জগত আছে,
মুক্তির জগত, মুক্ত চিন্তার জগত।
পথ চলতে চলতে মধ্য দুপুর পেরিয়ে
আশ্রয়, এক অতিথি ভবনে।
বহূরূপী বিশ্বাস এখনও আমার পিছু পিছু—
তবে বুঝতে পারি, এই অতি পুরাতন বিশ্বাসের
বিদায়-বাঁশি আমার কানে বাজছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১২:২৭

সোবুজ বলেছেন: এক বিশ্বাস থেকে আরেক বিশ্বাসের অন্ধ কানাগলিতে ঘুরা ঘুরি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.