নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা-দীক্ষা দূরে ফেলে—
ধর্ম করিস চাষ—!
দেখ রে চেয়ে, রাম না রহিম—?
গঙ্গায় ভাসে লাশ !!
শিক্ষা-দীক্ষা দূরে ফেলে—
ধর্ম করিস চাষ—!
দেখ রে চেয়ে, রাম না রহিম—?
গঙ্গায় ভাসে লাশ !!
রচনা- রইসউদ্দিন গায়েন।
০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১৪
গায়েন রইসউদ্দিন বলেছেন: দোয়া করবেন ভাই চাঁদগাজী, অনেক কষ্ট বুকে নিয়ে এসব লেখা লিখি-
'শিক্ষা-দীক্ষা দূরে ফেলে—
ধর্ম করিস চাষ—!
দেখ রে চেয়ে, রাম না রহিম—?
গঙ্গায় ভাসে লাশ !!
রচনা- রইসউদ্দিন গায়েন।'
যদি কারও মনে একটু ভাল লাগে, সেই আশায়। মানুষের জন্যই লিখি, কখনও কম কথায়, কখনও অনেক কথার মালা গেঁথে পরিবেশন করি। কেউ ভালবেসে গ্রহণ করে, কেউ করে না। ভাল থাকবেন, আবার আসবেন!
২| ০৬ ই জানুয়ারি, ২০২২ রাত ৩:০২
সোবুজ বলেছেন: এই লাশ কি রাম রহিমের কোন্দলের ফল?যেমন হয়েছিল একাত্তুরে।
০৯ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৩
গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় পাঠক-লেখক বন্ধু, রাম-রহিমের কোন্দল কিনা, জানি না- এ-বিষয়ে কোনও প্রমাণিত সত্য এখনও পর্যন্ত সামনে আসেনি। ভাল থাকবেন! শুভেচ্ছা সর্বক্ষণ!!
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৩
চাঁদগাজীর সমর্থকগোষ্ঠী বলেছেন:
বয়স হলে মানুষ কেমন যেন হয়ে যায়। আপনি কি এই চার লাইনই লিখেছেন?