নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

গায়েন রইসউদ্দিন

গায়েন রইসউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

আতঙ্কবাদী কে বা কা\'রা?

১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৩৬


চোখ রাঙিয়ে শিশুকে ভয় দেখালো কে? -মাষ্টারমশাই।



লিঙ্গভেদে ভ্রুণহত্যা করলো কে? - পতিদেব।
নিরপরাধ বধূহত্যা কেন? - লোভী পুরুষদের দোষে।
ধর্ষক কা'রা? - মুখোশধারীরা।


পুলিশ কেন দুষ্কৃতির বন্ধু? - পকেট ভরার তাগিদে।




বীর সুভাষ কেন নিরুদ্দেশ? - পন্ডিতের আশীর্বাদে।
ভারত-বিভাজন চত্রান্তকারী কা'রা? - ধর্মবণিকরা।



কাশ্মীর আক্রান্ত কেন? - ধর্মতান্ত্রিক চক্রান্তে।
আফগানিস্তানে ধ্বংসলীলা কেন? -মশা মারতে কামান দাগায়।
ইরাকে মৃত্যুলীলা কেন? - জুতো খাওয়া শয়তানের উপদ্রবে।
ইরান নিয়ে ভূতের মাথাব্যথা কেন? - ভুতুড়ে ধর্ম জীইয়ে রাখার জন্য।
ভারত-পাকিস্তান বৈরিতা কেন? - ইঙ্গো-মার্কিণ কূটকৌশলে।



সাদ্দাম হুসেইন কি আতঙ্কবাদী? - আমেরিকা-ই জানে।
আর জর্জ ডব্লিউ বুশ? - ইবলিসের উপযুক্ত বংশধর।
আসলে,বুঝতে বাকি নেই আমাদের যে,
টপ্ টু বটম্ আতঙ্কবাদীতে ভরা।
তাই,প্রশ্ন করা বৃথা: আতঙ্কবাদী কে? বা কা'রা??

মন্তব্য ১৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:৫০

সোহানী বলেছেন: হাঁ এটাই সত্য!! আতঙ্কবাদী কারা, সে প্রশ্ন করা অবান্তর বৈকি।

আপনার প্রতিটা লিখার সাথে আমি সহমত। কমেন্টস করার সময় না পেলেও আমি পড়ি আপনার লিখাগুলো।

১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৫

গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় পাঠক-লেখক বন্ধু সোহানী, ধন্যবাদ আপনার সুচিন্তিত ইতিবাচক মন্তব্য প্রকাশ করার জন্য! আপনি যে আমার লেখা পড়েন, তাতেই আমি খুশি। আর কোনও বন্ধুর মতামত পেলেই তো মনে আনন্দ ও উৎসাহ অনুভব করাই স্বাভাবিক। ভাল থাকবেন! শুভেচ্ছা সর্বক্ষণ!!

২| ১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:৫৫

নাহল তরকারি বলেছেন: আপনার পোস্ট দেখে ভয় পাচ্ছি।

১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৩

গায়েন রইসউদ্দিন বলেছেন: ভাই পাঠক-লেখক বন্ধু, অপ্রিয় হলেও একটা কথা বলি-- আপনি নকল নাম ছেড়ে দিয়ে আসল নামে পরিচিত হন।দেখবেন আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। আর ভয়? ভয় মানে তো 'শয়তান' আমাদের প্রকাশ্য শত্রু। পরম করুণাময় ও সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন--এই প্রত্যাশা! ভাল থাকবেন!!

৩| ১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন সত্য কথা ভাই
শুভকামনা

১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫১

গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় বন্ধু কাজী ফাতেমা ছবি, প্রশংসা সর্বশক্তিমান সৃষ্টিকর্তার যিনি আমার সত্যি কথা বলার সাহস দিয়েছেন। আপনার সংক্ষিপ্ত-সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য, আন্তরিক ধন্যবাদ জানাই। ভাল থাকুন! শুভেচ্ছা নিরন্তর!!

৪| ১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৪

আহমেদ জী এস বলেছেন: গায়েন রইসউদ্দিন ,




আতঙ্কে থাকে কে ?
- পাবলিক!

১১ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ, পাঠক-লেখক বন্ধু আহমেদ জি এস- আপনার মতামত প্রকাশ করার জন্য !

৫| ১১ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: কথাগুলো খুব স্পষ্ট

১১ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০০

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ, পাঠক-লেখক বন্ধু আপনার প্রশংসনীয় ও ইতিবাচক মন্তব্য প্রকাশ করার জন্য !!

৬| ১১ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:৪৯

রোকসানা লেইস বলেছেন: আতঙ্কগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখালেন

১১ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৩

গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় পাঠক-লেখক বন্ধু রোকসানা লেইস, আপনার সুচিন্তিত মন্তব্য ও নির্ভীক স্পষ্টবাদিতার জন্য!

৭| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সাদ্দাম হোসেন কি একনায়ক ছিলেন না? - তাঁর সময়ে নিহত মানুষগুলোই বলতে পারবে।

৮| ১২ ই জানুয়ারি, ২০২২ রাত ৩:৪৭

নেওয়াজ আলি বলেছেন: ইরাকের মানুষ এখন বলে সাদ্দাম হোসেন ভালোই দেশ চালিয়েছেন

৯| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: আতকংবাদী শুধু দরিদ্র দেশ গুলোতেই থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.