নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখ রাঙিয়ে শিশুকে ভয় দেখালো কে? -মাষ্টারমশাই।
লিঙ্গভেদে ভ্রুণহত্যা করলো কে? - পতিদেব।
নিরপরাধ বধূহত্যা কেন? - লোভী পুরুষদের দোষে।
ধর্ষক কা'রা? - মুখোশধারীরা।
পুলিশ কেন দুষ্কৃতির বন্ধু? - পকেট ভরার তাগিদে।
বীর সুভাষ কেন নিরুদ্দেশ? - পন্ডিতের আশীর্বাদে।
ভারত-বিভাজন চত্রান্তকারী কা'রা? - ধর্মবণিকরা।
কাশ্মীর আক্রান্ত কেন? - ধর্মতান্ত্রিক চক্রান্তে।
আফগানিস্তানে ধ্বংসলীলা কেন? -মশা মারতে কামান দাগায়।
ইরাকে মৃত্যুলীলা কেন? - জুতো খাওয়া শয়তানের উপদ্রবে।
ইরান নিয়ে ভূতের মাথাব্যথা কেন? - ভুতুড়ে ধর্ম জীইয়ে রাখার জন্য।
ভারত-পাকিস্তান বৈরিতা কেন? - ইঙ্গো-মার্কিণ কূটকৌশলে।
সাদ্দাম হুসেইন কি আতঙ্কবাদী? - আমেরিকা-ই জানে।
আর জর্জ ডব্লিউ বুশ? - ইবলিসের উপযুক্ত বংশধর।
আসলে,বুঝতে বাকি নেই আমাদের যে,
টপ্ টু বটম্ আতঙ্কবাদীতে ভরা।
তাই,প্রশ্ন করা বৃথা: আতঙ্কবাদী কে? বা কা'রা??
১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৫
গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় পাঠক-লেখক বন্ধু সোহানী, ধন্যবাদ আপনার সুচিন্তিত ইতিবাচক মন্তব্য প্রকাশ করার জন্য! আপনি যে আমার লেখা পড়েন, তাতেই আমি খুশি। আর কোনও বন্ধুর মতামত পেলেই তো মনে আনন্দ ও উৎসাহ অনুভব করাই স্বাভাবিক। ভাল থাকবেন! শুভেচ্ছা সর্বক্ষণ!!
২| ১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:৫৫
নাহল তরকারি বলেছেন: আপনার পোস্ট দেখে ভয় পাচ্ছি।
১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৩
গায়েন রইসউদ্দিন বলেছেন: ভাই পাঠক-লেখক বন্ধু, অপ্রিয় হলেও একটা কথা বলি-- আপনি নকল নাম ছেড়ে দিয়ে আসল নামে পরিচিত হন।দেখবেন আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। আর ভয়? ভয় মানে তো 'শয়তান' আমাদের প্রকাশ্য শত্রু। পরম করুণাময় ও সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন--এই প্রত্যাশা! ভাল থাকবেন!!
৩| ১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন সত্য কথা ভাই
শুভকামনা
১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫১
গায়েন রইসউদ্দিন বলেছেন: প্রিয় বন্ধু কাজী ফাতেমা ছবি, প্রশংসা সর্বশক্তিমান সৃষ্টিকর্তার যিনি আমার সত্যি কথা বলার সাহস দিয়েছেন। আপনার সংক্ষিপ্ত-সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য, আন্তরিক ধন্যবাদ জানাই। ভাল থাকুন! শুভেচ্ছা নিরন্তর!!
৪| ১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৪
আহমেদ জী এস বলেছেন: গায়েন রইসউদ্দিন ,
আতঙ্কে থাকে কে ? - পাবলিক!
১১ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৬
গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ, পাঠক-লেখক বন্ধু আহমেদ জি এস- আপনার মতামত প্রকাশ করার জন্য !
৫| ১১ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: কথাগুলো খুব স্পষ্ট
১১ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০০
গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ, পাঠক-লেখক বন্ধু আপনার প্রশংসনীয় ও ইতিবাচক মন্তব্য প্রকাশ করার জন্য !!
৬| ১১ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:৪৯
রোকসানা লেইস বলেছেন: আতঙ্কগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখালেন
১১ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৩
গায়েন রইসউদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় পাঠক-লেখক বন্ধু রোকসানা লেইস, আপনার সুচিন্তিত মন্তব্য ও নির্ভীক স্পষ্টবাদিতার জন্য!
৭| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সাদ্দাম হোসেন কি একনায়ক ছিলেন না? - তাঁর সময়ে নিহত মানুষগুলোই বলতে পারবে।
৮| ১২ ই জানুয়ারি, ২০২২ রাত ৩:৪৭
নেওয়াজ আলি বলেছেন: ইরাকের মানুষ এখন বলে সাদ্দাম হোসেন ভালোই দেশ চালিয়েছেন
৯| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:২১
রাজীব নুর বলেছেন: আতকংবাদী শুধু দরিদ্র দেশ গুলোতেই থাকে।
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:৫০
সোহানী বলেছেন: হাঁ এটাই সত্য!! আতঙ্কবাদী কারা, সে প্রশ্ন করা অবান্তর বৈকি।
আপনার প্রতিটা লিখার সাথে আমি সহমত। কমেন্টস করার সময় না পেলেও আমি পড়ি আপনার লিখাগুলো।