নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কাশ্মীর
পৃথিবীর কাছে আমি
এক অনিন্দ্য-সুন্দর
স্নিগ্ধ-শীতল শ্যামলিমা ।
তাই সবাই আমাকে বলে ‘ভূ-স্বর্গ’।
আমার এই সবুজে-শিশিরে ঢাকা
বন-বীথিকার পথে দেখেছি
অগণ্য অচেনা মানুষ।
শুনেছি তাদের অসির ঝনঝনানী,
আর হিংস্র পদধ্বনি !
আমার সন্তানরা ঘুমের ঘোরে
শিউরে শিউরে ওঠে আজও।
ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরে
বলে—মাগো ওরা কা’রা?
উত্তর ছিল না আমার মুখে !
আমার ডান চক্ষুর অশ্রুধারা আজও
অবিরাম বয়ে চলেছে সিন্ধু-নদীর পথে,
আর বাম চক্ষুর অশ্রুধারায় পূর্ণ হয়েছে
গঙ্গা থেকে পদ্মা ।
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৪
সোবুজ বলেছেন: যতদিন তারা পাকিস্তানের সাথে যোগ দিতে চাইবে,ততদিন তাদের সমস্যার কোন সমাধান হবে না।পাকিস্তানের অংশ ও ভারতের অংশ ঐক্যবদ্ধ ভাবে স্বাধীনতার জন্য সংগ্রাম করা দরকার।পাকিস্তানের সামরিক জান্তা এটাকে ইস্যু বানিয়ে রেখেছে ৪৭ সাল থেকে ক্ষমতায় থাকার জন্য।