নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামু কর্তৃপক্ষ'র প্রতি আবেদন, আমি গায়েন রইসউদ্দিন একজন 'নিরাপদ ব্লগার' হিসেবে নির্বাচিত হয়েছিলাম এবং আমার যে-কোনো লেখা প্রথম পাতায় সরাসরি প্রকাশিত হতো। কিন্তু গতকাল থেকে ঠিক কী কারণে আমার পদভ্রংশ ক'রে 'সাধারণ ব্লগার' করা হ'ল, তা আমার সঠিক জানা নেই। ব্লগার হিসেবে আমি অযোগ্য মনে হলে কর্তৃপক্ষ আমার লেখা ব্লগ সম্পূর্ণ বন্ধ ক'রে দিতে পারেন, আমি তাতে একটুও আশ্চর্য হব না। কারণ, উন্নত মানের ব্লগার আমি নই, তা আমি জানি। কিন্তু পদভ্রংশ বা ডেমোশন করা আমার জন্য অপমানসূচক বলে মনে করি। আজ আমার একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ (সব মানুষের ধর্ম এক, স্রষ্টাও এক) প্রকাশিত হয়নি। তাই, সামুর মুক্তির যে আনন্দোল্লাসে, আমার মনে খুশি প্রবাহ থাকলেও, আমি অনেকটা মানসিকভাবে আহত। সামুতে আমার গণতান্ত্রিক ও স্বাধীন মত প্রকাশের অধিকার থাকুক, এই প্রত্যাশা। বাকিটা সামু কর্তৃপক্ষ'র বিবেচনাধীন।
©somewhere in net ltd.