| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব৪৪
আসেন পরিচিত হই।
ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত প্রতিষ্ঠিত হয়েছে পূর্ববঙ্গের সাধারণ মানুষের সন্তানদের জন্য, যারা আর্থিক কারণে কলকাতা গিয়ে পড়ালেখা করতে পারবে না।
.
জানি না, আমার ভুলও হতে পারে। সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ই ভারতের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়।
.
আমি একথা হলফ করে বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় একজন হিন্দু নেতা বা জমিদারের কোনো অবদান ছিল না। বরং তাদের অনেকেই এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন। অনেকেই এটাকে মক্কা বিশ্ববিদ্যালয় বলে ঠাট্টা-মশকরা করেছেন।
.
এমনকি পরম শ্রদ্ধেয় কবিগুরু রবীন্দ্রনাথও এর বিরোধিতা করেছেন। তিনি পূর্ববঙ্গের জমিদার ছিলেন, এখান থেকে খাজনা আদায় করে শান্তি নিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছেন। নিজ জমিদারি এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ও প্রতিষ্ঠা করেননি।
.
কাঙ্গাল হরিনাথের জীবনী পড়ুন, জানতে পারবেন কবিগুরু জমিদার হিসেবে কেমন মানুষ ছিলেন। প্রশান্ত পাল বা প্রভাত কুমার লিখলে কোনো দোষ হয় না। কিন্তু আমরা তাদের গবেষণা থেকে উদ্ধৃতি দিলে বাংলাদেশের রবীন্দ্র পূজারীরা মারমুখো হয়ে ওঠেন। যখন বলি, কোম্পানি আমলের দুই কবি পরিবারের উত্থান ও পতনের ইতিহাস পড়ুন, তখন ভক্তরা বলেন খামোখা ওসব পড়ে কী লাভ। ভারতীয়রা সবাই জানে, কবিগুরু ভারতের রাষ্ট্রভাষা হিসেবে হিন্দিকে সমর্থন করেছিলেন। পাঠকদের সুবিধার্থেই আমি পেছনের কথাগুলো বার বার উল্লেখ করি। কারণ এসব তথ্য বা ইতিহাস আমাদের শিকড় বা ঐতিহ্যের মূল অংশ। এসব আমাদের তরুণ সমাজকে অবশ্যই জানতে হবে।
-এরশাদ মজুমদারের কলম থেকে
©somewhere in net ltd.