![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতি দিন কাব্য করি
কবিতার পাতায় খসে খসে পরে নক্ষত্রের মতো মুখ
জলছাপের মতো ভেসে ওঠে হীম শীতল মর্গে
চুরি যাওয়া বুলেট বিদ্ধ লাশ
বোধের আঙ্গিনায় অকস্মাৎ বজ্রপাতে মৃত্তিকা পান্ডু রঙে বদলে যায়
চেতনার সাগর নিংড়ে ক্যানভাসে ঢেলে দেই বিবর্ন রঙের আল্পনা
কঙ্কোর বিছানো পথে পরে আছে এখনো সবুজ তরুর দল
শিকর উপরাণো ক্ষতাক্ত পত্র পল্লবহীন ফিনকে বেড়িয়ে আসছে
কষ নয়........রক্তের ধারা । ব্যথিত কবিসত্তা
অদৃশ্য অঙ্গারে দগ্ধ বুক ।স্পন্দিত আত্মার আরজি
বসন্তের শ্রেষ্ঠ কাব্য বুঝি আর হলো না
লাল সূর্য আর রক্ত কাব্য অসহায় প্রাণে কে বা ধারণ করে ?
©somewhere in net ltd.