নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মনে হয় আমার আসলে নিজের সম্পর্কে কিছু বলার নাই। খুব খুব সাধারণ আমি। নিজের সম্পর্কে আফসোস আছে। যা হতে চেয়েছি তা হতে পারিনি, মানুষের লক্ষ্য থাকে অনেক বড়। আমার লক্ষ্য বেশীবড় না। তবে শান্তিতে থাকতে চাই। ঝামেলায় যেতে একদমই ইচ্ছে করে না।

রাজ খান ইমন

রাজ খান ইমন › বিস্তারিত পোস্টঃ

এই হলো বর্তমান পশ্চিমা মিডিয়ার অবস্থা.

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

আমেরিকায় এক লোক দেখলো একটা কুকুর একটা মেয়েকে হামলা চালাতে চলেছে,,,
.
ঐ লোকটি মেয়েটিকে কামড়ের হাত থেকে বাঁচানোর জন্য কুকুরটিকে একটি লাত্থি মারলো এবং তাতে কুকুরটি মারা গেল,, . সংবাদপত্রে খবর প্রচারিত হল একজন সাহসী লোক একটি কুকুরের হাত থেকে একটি মেয়েকে বাঁচিয়েছে,,,
.
লোকটি এটি দেখে বললো
আমি তো আমেরিকান নই,,,
.
তখন সংবাদটিকে এডিট করে বলা হল, একজন বিদেশী একটি মেয়েকে কুকুরের হাত থেকে বাঁচিয়েছে,,
.
এরপর ঐ লোকটি বললো,
আসলে আমি মুসলিম।
.
তখন গণমাধ্যমে ব্রেকিং নিউজ আসলো মুসলিম সন্ত্রাসীর হামলায় একটি নিরীহ কুকুর নিহত,,
.
যা কিনা একটি মেয়ের সাথে খেলা করছিলো"
.
এই হলো বর্তমান পশ্চিমা মিডিয়ার অবস্থা.... আপনারা কি মনে করেন ?

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৪

রাজীব বলেছেন: টাইটেলটি এমন হবে

মুসলিম জংগীর হাত থেকে রেহাই পেল না অবলা কুকুর

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

সাধারন জ্ঞান বলেছেন: ধিক জানাই এমন মডিয়ােক
http://muktomoncho.com

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.