নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রাকিব। আম জনতা রাকিব। তবে আমার থেকে দূরে থাকাই ভালো~

রাকিব উদ্দিন নওশাদ

দেশকে ভালোবাসি, দেশের মানুষগুলোকে ভালোবাসি

রাকিব উদ্দিন নওশাদ › বিস্তারিত পোস্টঃ

গোল্ড লিফ এবং স্লিপিং পিল

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

টেবিলের উপর থেকে 'গোল্ড লিফ' এর প্যাকেট টা নিয়ে একটা সিগারেট ধরালাম। আচ্ছা এক প্যাকেটে কতটা সিগারেট থাকে?? ১০-১৫ টা হবে হয়ত!!! আসলে আজই প্রথম সিগারেট কিনলাম তো... তাও আবার পুরো এক প্যাকেট!!!

এইতো, ৯ টার দিকেই তো নিচ থেকে এক প্যাকেট সিগারেট কিনে এনেছি। মোবাইলের স্ক্রিনে এখন সময় দেখাচ্ছে 10 pm!!! কিছুই ভালো লাগছে না। প্যাকেটে আর মাত্র ৩ টি সিগারেট আছে। ৩ টি সিগারেট দিয়ে কি রাতটা কাটিয়ে দিতে পারব?? অবশ্য সোহান ভাইয়ের ফার্মেসি থেকে ১ পাতা স্লিপিং পিলও এনে রেখেছি~

জানো?? তোমার কথা অনেক মনে পড়ছে। মনে আছে?? একদিন একটা ছেলেকে পার্কে ধুমপান করতে দেখে তুমি বলেছিলে, "আমি ধুমপায়ীদের একদমই সহ্য করতে পারি না। তুমি আমাকে কথা দাও, তুমি কখনও ধুমপান করবা না।" আমি সেদিন বলেছিলাম, "আমি তো তোমার নেশায় নেশাগ্রস্ত। তুমি পাশে থাকলে অন্য নেশাদ্রব্যের কোন দরকারই নেই।" তুমি বলেছিলে, "আমি তোমার সাথেই থাকবো।" কাল সামান্য ফেসবুক জনিত সমস্যা নিয়ে তুমি হঠাৎ করেই ব্রেকআপ করতে পারলা!! তবে সেদিন তুমি অবশ্য সত্যি কথাই বলেছো, এখনও তুমি আমার সাথেই আছো। আমার হৃদয়ে আছো। শুধু পাশে নেই, এই আর কি!!

ধুর কি সব ভাবছি!! এই সব ভেবে এখন আর লাভ আছে?? ঘুমটা মনে হয় পালিয়েছে, রাত ২ টা বাজে তবুও ঘুম আসছে না। শুধু তোমার কথাই মনে পড়ছে। নাহ্ এইভাবে আর চলতে দেয়া যায় না। যে করেই হোক ঘুমাতে হবে~

গুনে গুনে ৭ টা স্লিপিং পিল খুলে খেয়ে নিলাম। চোখ ঝাপসা হয়ে আসছে। লাইটার টা কোথায়?? উঠে বসার শক্তিটাও পাচ্ছি না। টেবিলে হাতড়ে হাতড়ে লাইটারটা খুঁজে নিয়ে আরেকটি সিগারেট ধরালাম। চোখটা বন্ধ হয়ে আসছে। চোখ খুলে রাখার শক্তিটাও পাচ্ছি না। মনে হচ্ছে ভেতর থেকে কেউ চোখের পাতা ধরে টানছে~

কখন যেন ঘুমিয়ে গেছি!! শরীরে কেমন যেন একটা চিনচিনে ব্যাথা অনুভব করছি। স্লিপিং পিল হয়ত চেতনা কেড়ে নিয়েছে। কিসের ব্যাথা বুঝতে পারছি না~

সকাল সকাল আমার বাসায় এত মানুষ কেন!!! ও আচ্ছা এতক্ষনে ঘটনা ক্লিয়ার বুঝতে পারলাম। এইবার আর উল্টাপাল্টা চিন্তা না। নাহ্ আর উল্টাপাল্টা চিন্তা মাথায় আসবেও না। কক্ষনও আসবে না~

তবে কালকের পত্রিকায় হয়ত নিউজ আসবে 'আগুনে দগ্ধ হয়ে রাজধানীতে এক যুবকের মৃত্যু। আগুনের উৎস সিগারেট।'

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০২

কাউন্টার নিশাচর বলেছেন: ভালো লাগলো গল্পটা

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৬

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: ধন্যবাদ~ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.