![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশকে ভালোবাসি, দেশের মানুষগুলোকে ভালোবাসি
আপনার ফ্যামিলিতে প্রবলেম। আপনার বাবা নেশা করে। কিংবা আপনার বড় ভাই এলাকার ছেলেদের সাথে মিশে এলাকার মেয়েদের উত্তক্ত করে। আপনার বড় বোন একসাথে অনেকগুলো ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছে~
এইতো গেল অনেক বড় বড় সমস্যা। এইবার আরো ছোট বা একদম পারিবারিক কিছু সমস্যার কথা বলছি~
আপনার বাবা প্রায় সময়ই আপনার মাকে মারধর করে। আপনার বাবা আপনার অন্য ভাই বোনদের তুলনায় আপনাকে তেমন দেখতে পারে না, আপনিও আপনার বাবাকে মনে প্রানে ঘৃণা করেন। আপনার বড় ভাই আপনার মা-বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করে, তাকে আপনি ঘৃণা করেন~
উপরের যেকোনো একটি সমস্যা আপনার সাথে হতেই পারে। আর আপনিও ভদ্র একজন মানুষ হিসেবে সেগুলোকে ঘৃণা করতেই পারেন, হোক সে আপনার আত্মীয়!!
আপনি যখন এগুলোকে ঘৃণা করেন এবং তারা যেহেতু আপনার আত্মীয়, আপনি তাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে তাদের ভালোর পথে ফিরিয়ে আনতে চেষ্টা করতে পারেন~
অনেক চেষ্টা করেও আপনি ব্যার্থ হয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিলেন আই হেট ইউ বাবা অথবা আই হেট ইউ ভাইয়া অথবা আই হেট ইউ আপু। কাজের কাজ কি হলো?
কাল সকালে ঘুম থেকে উঠে দেখবেন তারা ভালো হয়ে গেছে? কক্ষনই না। উল্টা কি হবে জানেন? আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কিছু মানুষ আজ থেকে আপনাকে করুনার চোখে দেখবে। তারা ভাববে ধুর ও একটা বখাটের ভাই/বোন, ধুর তার বাবা নেশাখোর!!
আপনি কি কারো করুনায় বেঁচে থাকতে চান?
শুনেছি দুঃখ শেয়ার করলে দুঃখ কমে, কিন্তু সবার কাছে দুঃখ শেয়ার করে দুঃখ কমানো যায় না, কিছু ক্ষেত্রে উল্টা বাড়ে। পারিবারিক সমস্যাগুলো একটু গোপনই থাকুক, খুব কাছের কিছু বন্ধুর কাছে চাইলে শেয়ার করতে পারেন... কিছু কিছু দুঃখের জন্য শুধু বালিশকেই স্বাক্ষী করে রাখতে হয়~
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৯
রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: ধন্যবাদ
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩
বিজন রয় বলেছেন: শুনেছি দুঃখ শেয়ার করলে দুঃখ কমে, কিন্তু সবার কাছে দুঃখ শেয়ার করে দুঃখ কমানো যায় না, কিছু ক্ষেত্রে উল্টা বাড়ে।
হতে পারে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৫
রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: জ্বী
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৯
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ভালো বলছেন, ভাই।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭
রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: আপনার অনুপ্রেরনা মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২১
জনৈক অচম ভুত বলেছেন: ফেসবুকে এসব দুঃখের কথা শেয়ার করাটা স্রেফ বোকামী।
০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৭
রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: আসলেই!~
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩০
নেয়ামুল নাহিদ বলেছেন: কথা ঠিক, সব কথা সব জায়গায় নয়।