নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রাকিব। আম জনতা রাকিব। তবে আমার থেকে দূরে থাকাই ভালো~

রাকিব উদ্দিন নওশাদ

দেশকে ভালোবাসি, দেশের মানুষগুলোকে ভালোবাসি

রাকিব উদ্দিন নওশাদ › বিস্তারিত পোস্টঃ

মজার ছলে একটি সিরিয়াস বিষয়~

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭



আপনি আর আপনার বন্ধু এক প্যাকেট চিপস, এক প্যাকেট চানাচুর আর ঠোঙ্গাতে করে এক প্যাকেট বাদাম কিনে নিয়ে গিয়ে রমনা পার্কে ঢুকলেন। খাওয়া শেষে চিপস আর চানাচুরের প্যাকেটটিকে কাগজের ঠোঙ্গাতে ভরে ফেলে দিলেন~

একটা কাক এসে ভাবলো এটা কি না কি? কাক প্যাকেটটা ঠোঁটে করে তুলে নিয়ে দেখলো, ধুর এটা কোন খাবার না। জাস্ট একটা কাগজ। কাকটা ভাবলো, থাক এবার একটা নতুন বাসা তৈরি করা যাবে এই কাগজ দিয়ে~

কাকটা কাগজটি তুলে নিয়ে একটা কারখানার ধোঁয়া বের হবার পাইপে রাখলো। ভাবলো এই পাইপের গভীরতা কমিয়ে এখানে বাসা বানিয়ে কাকটা এখানেই থাকবে~

এদিকে কাগজের টুকরা পাইপটি বন্ধ করে দেওয়ার কারনে ওই কারখানার ধোঁয়া বের হতে পারলো না এবং অতিরিক্ত ধোঁয়ার কারনে কারখানায় একটা বিষ্পোরন ঘটল~

সারা বিশ্ব যখন ভাবছে কেন এ বিষ্পোরন? তখন আইএস বললো আমরা করেছি এ হামলা। আমেরিকা বললো বাংলাদেশে অনেক আইএস, আইএস বিরোধী অভিযান করতে হবে~

আমেরিকার আগেই রাশিয়া যুদ্ধবিমান পাঠিয়ে দিল। শুরু হলো হামলা... আমেরিকা বললো আমরাও পাঠাই। যেই ভাবা সেই কাজ। কিন্তু রাশিয়া এবং আমেরিকা একসাথে হামলা করতে গিয়ে আমেরিকা এবং রাশিয়ার দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ হলো~

রাশিয়া বললো আমেরিকা ইচ্ছা করেই এ কাজ করেছে। তারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করলো। রাশিয়ার সাথে চীনও যোগ দিল। অপরদিকে আমেরিকার সাথে যোগ দিল পাকিস্থান। আস্তে আস্তে সারাবিশ্বে যুদ্ধ ছড়িয়ে পড়ল। শুরু হলো তৃতীয় বিশ্বযুদ্ধের। যুদ্ধের শেষে পৃথিবী প্রায় জনশূন্য হয়ে গেল~

আপনার একটি ভুলই সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। তাই যেখানে সেখানে ময়লা ফেলবেন না~

~~ এটা একটা ফান পোস্ট হলেও টপিকটা সিরিয়াস। যেখানে সেখানে ময়লা ফেলে আমরা পরোক্ষভাবে নিজেদের ক্ষতি করছি। আর প্রত্যক্ষ ক্ষতিটা না হয় ভেবেই নিলাম!!! ~~

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮

বিজন রয় বলেছেন: সিরিয়াস।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: সিরিয়াস নয় কি?

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫

শরীফ বিন ঈসমাইল বলেছেন: অসাধরন ভাবে সাধারন একটা উপদেশ ...........!!
খুবই সুন্দর

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০০

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: ধন্যবাদ~ :)

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

নাজরুল ইসলাম পাটওয়ারী বলেছেন: শেষটা পড়ে হাসতে হলো।ধন্যবাদ

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ~

৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩

কাবিল বলেছেন: যুদ্ধ না হয় বাদই দিলাম, প্রত্যক্ষ ক্ষতিটা থেকে তো আগে বাঁচি।

০১ লা মার্চ, ২০১৬ রাত ২:১৩

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: জ্বী সেটাই~

৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ব্যাপক পোস্ট, বক্তব্যের সাথে সহমত। আমাদের জাতিগত শুদ্ধি দরকার এই ব্যাপারটায়।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৪

রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: জ্বী। আমাদের শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তো আমাদেরই!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.