নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রাকিব। আম জনতা রাকিব। তবে আমার থেকে দূরে থাকাই ভালো~

রাকিব উদ্দিন নওশাদ

দেশকে ভালোবাসি, দেশের মানুষগুলোকে ভালোবাসি

রাকিব উদ্দিন নওশাদ › বিস্তারিত পোস্টঃ

ভালোলাগা এবং ভালোবাসা~

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২০

রিয়া কাকে যেন খুঁজছে। বারবার চারদিকে তাকাচ্ছে। রিয়ার চোখে মুখে বিরক্তির চাপ। মনে মনে ভাবছে "কই গেল সোহান? আশে পাশে দেখা যাচ্ছে না। কই যে থাকে এই ছেলেটা!! আচ্ছা সোহান কি কিছু বুঝতে পারে না? নাকি বুঝেও না বোঝার ভান করে? আচ্ছা ও কি আমাকে একটুও পছন্দ করে না? কিন্তু মাঝে মধ্যে সোহানের আচরন দেখে তো মনে হয় সোহানও আমাকে পছন্দ করে। আচ্ছা পছন্দ করলে ও আমাকে এত এড়িয়ে চলে কেন?"

রিয়া নিজেকে নিজে প্রশ্ন করে যায়। কিন্তু কোন উত্তর পায় না। উত্তরহীন প্রশ্ন করে সে নিজেই বিব্রতবোধ করে~

"আচ্ছা আমি না হয় একটু খারাপ ছাত্র, তাই বলে কি আমাকে সঙ্গে রাখা যায় না? ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথেই রিয়া, সায়েম, তানিয়া ওরা কোথায় যেন চলে গেল!! আজ আর কোন ক্লাস না থাকলেও ২ ঘন্টা পর একটা এসাইনমেন্ট জমা দিতে হবে। ততক্ষন পর্যন্ত সবাই ভার্সিটিতেই আছে। একা একা ভালো লাগছে না। রিয়া কাছে থাকলে
ভালো হত। কি যে করি!! একবার মন চায় রিয়াকে বলেই দিই আমি তোমাকে ভালোবাসি। কিন্তু রিয়া? কি ভাববে ও? ও কি আমাকে প্রত্যাখান করবে? নাকি মুচকি হেসে বলবে, আমিও তোমাকে ভালোবাসি। রিয়াও কি আমাকে অনেক বেশি ভালোবাসবে?" এসব ভেবে ভেবে সোহান নিজেই একটা মুচকি হাসি দেয়~

সোহান রিয়া দুজনই দুজনকে পছন্দ করে। কিন্তু কেউ কাউকে বলতে পারছে না। একজন সাহস করে বললেই হয়ত তাদের সম্পর্কটা ফ্রেন্ড থেকে অন্য কিছু হতে পারত! কিন্তু ভয় বা অন্য কোন কারনে একজনও বলতে পারছে না~

এ রকম শত শত সোহান রিয়ারা যুগে যুগে দুরে চলে যায় শুধুমাত্র একটু সাহসের অভাবে। হয়ত সাহস করতে পারলেও কোন না কোন সমস্যা বাঁধা হয়ে দাঁড়ায়। ওই সমস্যাই তাদের মনের কথাগুলোকে প্রকাশ করতে দেয় না~

মনের কথাগুলোও আর জানা হয়ে উঠে না। একবার মনের কথাগুলো জানানোর পর, কেউই তার প্রিয় মানুষটিকে হারাতে চায় না। হয়ত ভালোবাসাকে চুপিচুপি হারতে দেওয়া কষ্টকর, কিন্তু ভালোবাসার কথা জানার পর প্রকাশ্যে হারতে দেওয়া আরো বেশি কষ্টকর~

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.