![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশকে ভালোবাসি, দেশের মানুষগুলোকে ভালোবাসি
অনেকেই হয়তো সিনেপ্লেক্সে গিয়ে LOGAN মুভিটি দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যারা প্রস্তুতি নিচ্ছেন কিংবা যারা নিচ্ছেন না সবার জন্য একটি তথ্য, গতকাল (৩ মার্চ) মুক্তি পেয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক বাংলা চলচ্চিত্র 'ভুবন মাঝি'।
আমি কখনো মুভি রিভিউ লিখি নি, কিংবা কখনো কোন মুভিকে প্রোমোট করার চেষ্টা করি নি। ভুবন মাঝিকে প্রোমোট করার চেষ্টা করছি। কেন?
.
চলচ্চিত্র কর্তৃপক্ষ আমাকে টাকা দিবে?
.
না। প্রোমোট করছি কারন এটা মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র। এটা আমাদের দেশের চলচ্চিত্র। এটা আমাদের ইতিহাস নিয়ে নির্মিত চলচ্চিত্র।
'অজ্ঞাতনামা' মুভিটি দেখার পর অনেকেই বলেছিলেন এটা 'আয়নাবাজী'র থেকেও জোশ মুভি। কিন্তু 'অজ্ঞাতনামা' হল কাঁপাতে পারে নি। কারন?
.
কারন ওরা 'আয়নাবাজী'র মতো প্রচার করতে পারে নি। কর্পোরেট এই যুগে 'প্রচারেই প্রসার' কথাটির মূল্য অনেক বেশি। প্রচারের অভাবে হয়তো 'ভুবন মাঝি'ও অনেক পিছিয়ে থাকবে। কিন্তু আমরা পিছিয়ে থাকতে দিবো না। মুক্তিযুদ্ধের মুভি পিছিয়ে থাকলে পরিচালক কিংবা প্রডিউসার কেউ ই আর মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র নির্মানে সাহস পাবে না। সবাই হয়তো 'সুন্দরবনে শুধু বাঘই থাকে না, সিংহও থাকে' টাইপ মুভি নির্মান নিয়েই বেশি ব্যস্ত থাকবে।
এবার আসা যাক "ভুবন মাঝি" সম্পর্কিত কিছু কথায়। কেমন হয়েছে মুভিটি??
.
এই মুভিতে বাংলা দেশের মুক্তিযুদ্ধকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এই প্রজন্মকেও যে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে, সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। আমাদের সমাজ কিভাবে মুক্তিযোদ্ধাদের অপমান করছে তাও দেখানো হয়েছে। মুভিটির হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু সংলাপ-
.
.
(৭০ এর নির্বাচনের পর)
-আমার ভাবতেই আনন্দ লাগছে, পাকিস্তানের এখন বেশি সংখ্যক সিট আমাদের।
-এখনো পাকিস্তান চাস??
.
.
-দেশের এই সময়ে বীররা যদি রেললাইনে বসে থাকে তাহলে চলবে?
-বীরদের তাহলে কি করতে হবে?
-বীরদের লড়াই করতে হবে।
.
.
-যারা আমাদের শিকড়হীন করেছে, এত এত মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে লড়বেন না?
.
.
-এই দেশ আমার। এই দেশ আমাদের। একে ভালো রাখার দায়িত্বও আমার, আমাদের।
.
.
যাই হোক সবাইকে হলে গিয়ে মুভিটি দেখার অনুরোধ রইলো। আমার এই পোস্ট দেখে যদি অন্তত একজনও হলে যায়, তবে সেটাই বা কম কিসে?
'ভুবন মাঝি'র ব্যাপারে দর্শকদের মতামতের একটা ভিডিও লিংক দেওয়া হলো। চাইলে দেখতে পারেন...
Watch Now
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:১৭
রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: হুম বিতর্কিত আর নেগেটিভ মার্কেটিং খুব দ্রুত ছড়ায়
২| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৪:২০
আলিফ জালালুদ্দিন বলেছেন: ট্রেইলার দেখে তো ভালই লাগলো। আসা করছি ছবিটাও ভালো হবে
০৯ ই মার্চ, ২০১৭ ভোর ৫:৩৭
রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: দেখেই আসুন তাহলে!!!
৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৪:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হিট হবে না। পুরস্কার হয়তো পাবে...
০৯ ই মার্চ, ২০১৭ ভোর ৫:৩৭
রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: হুম
৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
সুমন কর বলেছেন: অজ্ঞাতনামা দেখেছি, এটাও দেখবো।
০৯ ই মার্চ, ২০১৭ ভোর ৫:৩৫
রাকিব উদ্দিন নওশাদ বলেছেন:
৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছবিটি দেখার ইচ্ছা আছে।
০১ লা জুন, ২০১৭ ভোর ৫:১৬
রাকিব উদ্দিন নওশাদ বলেছেন:
৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:০৫
রাজীব নুর বলেছেন: মুভিটি আমি অবশ্যই দেখব।
০১ লা জুন, ২০১৭ ভোর ৫:১৬
রাকিব উদ্দিন নওশাদ বলেছেন:
৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:১১
কালীদাস বলেছেন: দেখে ফেলতে পারি। কিন্তু একটা প্রশ্ন ছিল, আমাদের দেশের ইতিহাসের কথা বলছেন, এবং যতটুকু বুঝলাম এটা জয়েন্ট ভেঞ্চারের সিনামাও না। তাহলে পশ্চিমবঙ্গের লোক লিড রোলে কেন?
(মন চাইলে গালি দিতে পারেন, কিছু কিছু জায়গায় আমার মেন্টালিটি নিম্নমানের )
৮| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৩
মোস্তফা সোহেল বলেছেন: ভাল ছবি যদিও আমাদের দেশে কম চলে। মানে এই ধরনের ছবি। তারপরও আমার এমন ছবি দেখতেই বেশি ভাল লাগে।
০১ লা জুন, ২০১৭ ভোর ৫:১৫
রাকিব উদ্দিন নওশাদ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৪
আরণ্যক রাখাল বলেছেন: যদি বিতর্কিত কিছু থাকতো, হয়তো হিট করে যেত।
বিতর্ক মার্কেটিং জমায় ভাল।