নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ, আমাকে গ্রহণ কর\"- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

রাকিব আর পি এম সি

একজন মহাকাশপ্রেমী

রাকিব আর পি এম সি › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন অাইনস্টাইন

১৩ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৬

স্যার অ্যালবার্ট অাইনস্টাইন। এক মহামানবের নাম, যিনি তার জ্ঞান, মেধা অার চিন্তাশক্তির সাহায্যে বিশ্বতত্ত্বের পরিভাষাই পাল্টে দিয়েছিলেন। প্রচলিত চিন্তাধারার বিপরীতে তিনি এমন এক তত্ত্বের বিকাশ ঘটান, যা বিশ্বতত্ত্বের এক নতুন যুগের সূত্রপাত ঘটায়। "অাপেক্ষিকতার তত্ত্ব" শুধু একটি তত্ত্বই নয়, এটি মহাবিশ্বের এক অপরিহার্য সংবিধান। গত প্রায় এক শতাব্দী ধরে বিশ্বের পদার্থবিজ্ঞানীদের গবেষণার কেন্দ্রবিন্দু হয়ে অাছে অাপেক্ষিকতার তত্ত্ব। বাংলাদেশের পদার্থবিজ্ঞানীরাও এর ব্যতিক্রমী ছিলেন না। প্রফেসর জামান নজরুল ইসলাম ছিলেন তাদেরই একজন। তিনি অাপেক্ষিকতার সাধারন তত্ত্ব নিয়ে গবেষণা করেছিলেন। সাম্প্রতিক সময়ে অাপেক্ষিকতার তত্ত্বের অারেকটি গুরুত্বপূর্ণ বিষয় "মহাকর্ষীয় তরঙ্গ" অাবিষ্কারে বাংলাদেশী দুই পদার্থবিজ্ঞানী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তারা হলেন প্রফেসর সেলিম শাহরিয়ার এবং ড. দীপঙ্কর তালুকদার। অাগামীকাল(১৪ই মার্চ) সেই মহামানব, মহাবিজ্ঞানীর জন্মদিন। শুভ জন্মদিন স্যার অাইনস্টাইন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৬

মুক্তধর্ম বলেছেন: এই ধরনের পোস্ট সচরাচর দেখা যায় না।

২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩১

রাকিব আর পি এম সি বলেছেন: ধন্যবাদ

২| ১৩ ই মার্চ, ২০১৭ রাত ৯:২১

সামিউল ইসলাম বাবু বলেছেন: একই পোষ্ট ডাবল কেনো ভাইয়া?

৩| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:১৭

রাকিব আর পি এম সি বলেছেন: সংশোধন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.