নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ, আমাকে গ্রহণ কর\"- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

রাকিব আর পি এম সি

একজন মহাকাশপ্রেমী

রাকিব আর পি এম সি › বিস্তারিত পোস্টঃ

জানা-অজানার মহাবিশ্ব ২

১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৩


অামরা জানি পৃথিবী গতিশীল, পৃথিবীর সঙ্গে অামরাও গতিশীল। কিন্তু কতটা দ্রুতগতিতে অামরা মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছি? অামাদের পৃথিবী সূর্যের চরিদিকে প্রতি সেকেন্ডে প্রায় ৩০ কিলোমিটার বেগে ছুটছে। অাবার সূর্য অামাদের অাকাশগঙ্গা ছায়াপথের চারিদিকে প্রতি সেকেন্ডে প্রায় ২৫০ কিলোমিটার বেগে ছুটছে। অন্যদিকে অাকাশগঙ্গা নিজেই প্রতি সেকেন্ডে প্রায় ৬০০ কিলোমিটার বেগে ছুটছে! প্রতিদিন রাতে শান্তির ঘুম শেষে সকালে যখন অামরা জেগে উঠি, প্রকৃতপক্ষে ঘুমের মাঝেই অামরা সূর্যের চারিদিকে গড়ে প্রায় ৮,৬৪,০০০ কিলোমিটার এবং ছায়াপথের কেন্দ্রের চারিদিকে গড়ে প্রায় ১,৭২,৮০,০০০ কিলোমিটার পথ ভ্রমণ করে ফেলেছি! এমনকি অাপনি যখন কোথাও স্থিরভাবে বসে অামার এই লেখাটি পড়ছেন, ঠিক সেই সময়ের মধ্যেই মহাশূন্যে হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছেন নিজের অজান্তেই! এটাই অামাদের মহাবিশ্ব, যেমন অপরূপ, তেমনি রহস্যে ভরপুর। অাপনি যদি একটি ক্ষুদ্র বালুকণাকে অাকাশের দিকে তুলে ধরেন, এই ক্ষুদ্র বালুকণা অাকাশের যতটুকু অংশ দখল করবে, সেই অংশে প্রায় ১০ হাজার ছায়াপথ থাকতে পারে! জানা-অজানার মহাবিশ্বের অাগামী পর্বে অাবার নতুন কোন রহস্য নিয়ে হাজির হবো অাপনাদের সামনে ইনশাআল্লাহ। সবাই ভাল থাকবেন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ রাকিব হাসান মহাবিশ্বের এই তথ্য তুলে ধরার জন্য।

২| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০২

রাকিব আর পি এম সি বলেছেন: অাপনাকেও ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.