নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ, আমাকে গ্রহণ কর\"- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

রাকিব আর পি এম সি

একজন মহাকাশপ্রেমী

রাকিব আর পি এম সি › বিস্তারিত পোস্টঃ

এক মহাবিজ্ঞানীর চিরবিদায়

১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪১


১৯৫৫ সালের অাজকের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী স্যার অালবার্ট অাইনস্টাইন। একটি সাধারণ ইহুদী পরিবারে জন্মগ্রহণকারী এই মহাবিজ্ঞানীকে একসময় ইহুদীবাদী রাষ্ট্র ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার অামন্ত্রণ জানানো হলেও তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তার জীবনের মূল লক্ষ্যই ছিল তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে গবেষণা করা। গণিত অার পদার্থবিজ্ঞানে তার ছিল অসাধারণ দক্ষতা। সেই দক্ষতা অার চিন্তাশক্তিকে কাজে লাগিয়েই তিনি তৈরী করেছিলেন কালজয়ী "ব্যাপক অপেক্ষবাদ" যা বিশ্বব্রহ্মাণ্ডের অবিচ্ছেদ্য এক নীতি। ১৯২১ সালে তিনি "অালোক তড়িৎ ক্রিয়া" অাবিষ্কারের জন্য নোবেল পুরষ্কার পেয়েছিলেন। অাপেক্ষিকতার তত্ত্ব এবং অালোক তড়িৎ ক্রিয়া ছাড়াও তার উল্লেখযোগ্য অাবিষ্কারের মধ্যে ছিল ভর-শক্তির রূপান্তর সমীকরণ, ব্রাউনিয়ান গতি, অাইনস্টাইন ফিল্ড সমীকরণ, বোস-অাইনস্টাইন পরিসংখ্যান, বোস-অাইনস্টাইন কনডেনসেট, মহাকর্ষীয় তরঙ্গ ইত্যাদি।
বিশ্বনন্দিত এই মহাবিজ্ঞানী ৭৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রের প্রিন্সটোন হসপিটালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরে সেই হসপিটালের প্যাথোলজিস্ট থমাস হার্ভে গবেষণার স্বার্থে অাইনস্টাইনের মস্তিষ্ক সংরক্ষণ করেন। বিনম্র শ্রদ্ধা অার ভালবাসায় বিশ্বব্যাপী তার ৬২তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।

মন্তব্য ৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৩

ঋতো আহমেদ বলেছেন: খুব সুন্দর পোষ্ট। ভাল লাগল।

২| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৬

রাকিব আর পি এম সি বলেছেন: ধন্যবাদ।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০১

সায়েল বলেছেন: আইনস্টাইন প্রবাদপুরুষ! চির-শ্রদ্ধেয়জন!

৪| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
বিজ্ঞানী স্যার অালবার্ট অাইনস্টাইন প্রতি বিনম্র শ্রদ্ধা ।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৩

রাকিব আর পি এম সি বলেছেন: ধন্যবাদ।

৬| ১৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মহাবিজ্ঞানী আইনস্টাইনের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

৭| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: একজন মহান বিজ্ঞানী।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.