নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ, আমাকে গ্রহণ কর\"- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

রাকিব আর পি এম সি

একজন মহাকাশপ্রেমী

রাকিব আর পি এম সি › বিস্তারিত পোস্টঃ

জানা-অজানার মহাবিশ্ব ৩

১৩ ই মে, ২০১৭ বিকাল ৩:৪২


মহাবিশ্বের সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক মজার মজার ঘটনা যা হয়ত অনেকেরই অজানা। গত পর্বগুলোর ধারাবাহিকতায় অাজকের পর্বেও থাকছে কিছু মজার ঘটনা। তাহলে চলুন জেনে নেয়া যাক সেই ঘটনাগুলো।
১) এটা সবাই জানি যে একটি ফোটনের গতিবেগ সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার। সেই হিসেবে একটি ফোটনের সূর্য থেকে পৃথিবীতে অাসতে সময় লাগে প্রায় ৮ মিনিট ১৯ সেকেন্ড। কিন্তু অাপনি কি জানেন এই ফোটনটির সূর্যের কেন্দ্র থেকে তার পৃষ্ঠে অাসতে কত সময় লেগেছে? শুনলে রীতিমত চমকে উঠবেন। একটি ফোটনের সূর্যের কেন্দ্রে উৎপন্ন হয়ে সূর্যের পৃষ্ঠে পৌছতেই সময় লাগে প্রায় ১০,০০০ থেকে ১,৭০,০০০ বছর!!! তারপর এটি প্রায় ৮ মিনিট ১৯ সেকেন্ডে পৃথিবীতে পৌছায়। সূর্যের কেন্দ্রে উৎপন্ন হওয়ার পর ফোটনগুলো সূর্যের প্লাজমা দ্বারা শোষিত হয় এবং অাবার নিন্মশক্তিতে বিকিরিত হয়। এটি একটি চলমান প্রক্রিয়া যা বার বার ঘটতে থাকে, হাজার হাজার এমনকি লক্ষ বছর ধরে। যার ফলে ফোটনের সূর্যের পৃষ্টে পৌছতে এত সময় লাগে।

২) অামাদের কাছে ফোটনের গতিবেগ অনেক বেশি মনে হলেও মহাবিশ্বের বিশালতার কাছে তা খুবই সামান্য। উদাহরণস্বরূপ, একটি ফোটন কণার অামাদের মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌছতে প্রায় ১ লক্ষ বছর সময় লাগে! শক্তিশালী টেলিস্কোপ দিয়ে বিজ্ঞানীরা শত শত কোটি অালোকবর্ষ দূরের নক্ষত্রও পর্যবেক্ষণ করে থাকেন। মজার বিষয় হলো টেলিস্কোপে নক্ষত্রগুলোর যে চিত্র ধরা পড়ে তা কিন্তু শত শত কোটি বছর অাগের। বর্তমান রূপটি অামাদের কাছে অজানাই। এই দৈর্ঘ্য সময় ফোটনগুলো মহাবিশ্বের দৈর্ঘ্য পথ পাড়ি দিয়ে অবশেষে পৃথিবীতে পৌছছে। প্রতিটি নক্ষত্রের ক্ষেত্রেই এই ঘটনা ঘটে, শুধু দূরত্বের তারতম্য রয়েছে। কাজেই প্রতি রাতে অামরা নক্ষত্রসজ্জিত যেই সুন্দর অাকাশটি প্রত্যক্ষ করি, তা অতিতের প্রতিচ্ছবি মাত্র।

সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাঅাল্লাহ অাগামী পর্বে অাবার অাপনাদের সামনে মহাবিশ্বের অন্য কোন মজার বিষয় নিয়ে হাজির হবো।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


"কাজেই প্রতি রাতে অামরা নক্ষত্রসজ্জিত যেই সুন্দর অাকাশটি প্রত্যক্ষ করি, তা অতিতের প্রতিচ্ছবি মাত্র। "

-ইন্টারেস্টিং ব্যাপার।

২| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৭

রাকিব আর পি এম সি বলেছেন: হুমম

৩| ১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০১

শাহরিয়ার কবীর বলেছেন:
এগুলো কোথায় থেকে পেলেন ??? একটু তথ্যসুত্র দিলে ভালো হতো !! ;)

৪| ১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

রাকিব আর পি এম সি বলেছেন: তেমন কোন "তথ্যসূত্র" নেই, তবে "১০,০০০ থেকে ১,৭০,০০০ বছর", এই মানটি উইকিপিডিয়া থেকে সংগৃহীত কারন এর বিভিন্নতা অাছে, কেউ মনে করে কয়েক হাজার বছর, অাবার কেউ বলেন কয়েক লক্ষ বছর। বাকি তথ্যগুলো মহাবিশ্বের সাধারন বিষয়।

৫| ১৩ ই মে, ২০১৭ রাত ৮:৩৬

আহমেদ জী এস বলেছেন: RakibRpmc ,




শেয়ার করার জন্যে ধন্যবাদ ।
আপনিও ভালো থাকুন ।

৬| ১৩ ই মে, ২০১৭ রাত ৮:৪৯

রাকিব আর পি এম সি বলেছেন: :)

৭| ১৩ ই মে, ২০১৭ রাত ১০:০০

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর পোস্ট ++++ ভালো লেগেছে

গত পোস্টের লিঙ্ক গুলো যদি সংযুক্ত করে দিতে তাহলে উপকার হতো।

৮| ১৩ ই মে, ২০১৭ রাত ১০:২৭

রাকিব আর পি এম সি বলেছেন: ধন্যবাদ অাপনাকে। অামার নামের উপর ক্লিক করুন, তাহলেই অামার সবগুলো পোস্ট চলে অাসবে। খুব সহজেই গত পোস্টগুলোও পেয়ে যাবেন :)

৯| ১৩ ই মে, ২০১৭ রাত ১০:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: তথ্যগুলো খুব আকর্ষণীয়।

ছবিগুলোও সুন্দর। আপনার হাতের ক্যামেরা খুবই শক্তিশালী মনে হয়! :)

১০| ১৩ ই মে, ২০১৭ রাত ১১:১০

রাকিব আর পি এম সি বলেছেন: ছবিগুলো গুগলের অাশির্বাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.