নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ, আমাকে গ্রহণ কর\"- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

রাকিব আর পি এম সি

একজন মহাকাশপ্রেমী

রাকিব আর পি এম সি › বিস্তারিত পোস্টঃ

জানা-অজানার মহাবিশ্ব ৬

০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৪

ঘনক বা কিউব হলো জ্যামিতিতে বহুল ব্যবহৃত একটি অাকৃতি। প্রাচীন Greek, Babylonian, Mesopotamian সভ্যতায় এর ব্যবহার খুজে পাওয়া যায়। সে তো গেল জ্যামিতির কথা, কিন্তু অামাদের পৃথিবীটাই যদি ঘনক অাকৃতির হতো, তাহলে ব্যাপারটা কেমন হতো?

পৃথিবী ঘনক অাকৃতির না হলেও এধরনের ঘনক অাকৃতির একটি গ্রহ খুজে পাওয়ার দাবী করেছিলেন সুইজারল্যান্ডের এক জ্যোতির্বিজ্ঞানী। ১৮৮৪ সালে Arndt নামের এই জ্যোতির্বিজ্ঞানী দাবী করেন যে তিনি একটি ঘনক অাকৃতির গ্রহ খুজে পেয়েছেন। যদিও তৎকালীন বিজ্ঞানীরা দ্রুতই তার এই দাবীকে খন্ডিত করে দেন।

ঘনক অাকৃতির কোন গ্রহ খুজে পাওয়া না গেলেও পৃথিবীতে কিন্তু এমন একটি ঘনক রয়েছে যাতে পৃথিবীতে প্রাকৃতিকভাবে বিদ্যমান প্রায় সবগুলো মৌলই রয়েছে। Elemental Cube নামের এই ঘনকটি ৬২ টি মৌলের সমন্বয়ে গঠিত।

পৃথিবীতে অারেকটি অালোচিত ঘনক বস্তু রয়েছে যার সঙ্গে কম-বেশি অামরা সবাই পরিচিত। সেটি হলো রুবিক্স কিউব। এই কিউবটি দিয়ে প্রায় ৪৩,২৫২,০০৩,৩৭৪,৪৮৯,৮৫৬,০০০ টি পৃথক বিন্যাস সম্ভব! এই সংখ্যাটি এতই বড় যে অধিকাংশ মানুষই তা পড়ারও চেষ্টা করবে না! মজার ব্যাপার হলো কেউ যদি প্রতি সেকেন্ডে রুবিক্স কিউবের একটি করে বিন্যাস বের করে, সবগুলো বিন্যাসে পৌছতে তার প্রায় ১.৪ ট্রিলিয়ন বছর লেগে যাবে!!

রুবিক্স কিউব ছাড়াও অারেকটি কিউব এর সাথে অামরা মোটামুটি পরিচিত, সেটি হলো "Sugar Cube"। চিনির এই ক্ষুদ্র ঘনকগুলোর ওজন প্রায় ৩ গ্রাম করে হয়ে থাকে।

একটি নিউট্রন নক্ষত্রের উপাদানগুলো এত ঘন ভাবে বিন্যাস্ত থাকে যে তা দিয়ে যদি এরকম ক্ষুদ্র একটি "Sugar Cube" তৈরী করা হতো, তাহলে সেই কিউবের ওজন হতো প্রায় ১০০ মিলিয়ন টন!!!!

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: I love Rubiks Cube....

০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

রাকিব আর পি এম সি বলেছেন: অামিও :)

২| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৮

ফেনা বলেছেন: দারুন কিছু তথ্য জানলাম।
ধন্যবাদ আপনাকে।
ভাল থাকবেন।

০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

রাকিব আর পি এম সি বলেছেন: ধন্যবাদ। অাপনিও ভাল থাকবেন।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর পোষ্ট।

০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪০

রাকিব আর পি এম সি বলেছেন: ধন্যবাদ

৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: মাথা ঘুরায়।

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

রাকিব আর পি এম সি বলেছেন: ;)

৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

ভগবান গণেশ বলেছেন: কঠিন চিন্তা।

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

রাকিব আর পি এম সি বলেছেন: হুমম :)

৬| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

আরোগ্য বলেছেন: ভালো পোস্ট।

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

রাকিব আর পি এম সি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.