![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওষ্ঠের চুম্বনে চুম্বনে জীবনের রাঙা উচ্ছ্বাসের সমারোহ,
বেগানা নারীর চোখের দৃষ্টি প্রতিফলনে,
আত্মারা ছুটে ছুটে ক্লান্ত দীর্ঘ এক যুগ,
ঔদাসীন্যেতায় সর্বশান্ত কয়েক জনম।
অস্থির ভাঁজে অযাচিত আবেগের সঞ্চারণ,
অধীর কোন আলোড়নে-
যুগ যুগ অনুভূতির আলিঙ্গনে,
নিষ্প্রাণ সতেজ সঞ্চারিত মন।
©somewhere in net ltd.