![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গভীর আর্তনাদে মৃত্যু ছেড়ে জেগে,
চোখে পড়ে নারী হত্যার অবশেষ রক্তমাখা পিপাসার্ত দেয়ালে,
নারীর ঠোঁটের নির্লিপ্ত চিতকারের
প্রতিধ্বনিতে কাঁপে চারদেয়াল।
তার ঠোঁট ছিল রক্তমাথা সাদা
ফুলের অন্য এক জীবন্ত প্রতিচ্ছবি।
কবে যেন তারে বলেছিলাম ভালোবাসি,
মৃত্যুর দুয়ারে দাড়িয়ে আজ হাজারো ভুলে ভাসি।
গন্ধহীন গন্ধরাজের অদৃশ্য মায়ার জোয়ার আমাকে করে রঞ্জিত।
ভালোবাসা কিংবা ছলনার ঘৃণায়
তাকে হত্যা করেছিলাম অবশেষে,
মৃত তার অদ্ভুত ঘ্রাণ শয়েছি জড়ানো কালো কেশে।
ভালোবাসার অবশেষ বাজেয়াপ্ত কিছু ঘৃণা,
জীবনকে স্পর্শ করে ছলনাময়ীর কারুময়ী এক হত্যা।
©somewhere in net ltd.