![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুচোখে ওঠে ভেসে তোমার ছবি বিদেশিনী,
রুপে তুমি উষসী,স্বভাবে নিশ্চুপ উদাসীনী।
দুচোখ তোমার যেন পদ্মরাগ মণি।
ধরণী জুড়ে তুমি মায়া জাগানো এক কাল্পনিক পরী।
অলক জুড়ে তোমার,ভরা গোধুলির আলোক মাখা,
ঠোঁটে,মুখে চেয়ে বাড়ে এ মনে প্রেমের আরতি,
মন ভরা শুধু তোমার ঐ যশস্বী রুপের প্রীতি,
বুকে জাগে বেখেয়ালে তোমার মায়ার প্রবৃত্তি।
চেয়ে রই আমি তোমার চোখে অনিমেখে,
সাঁজের স্ফুট আঁকন মূহুর্তে করে আমায়,
প্রেম কাঙাল।আমি হই যাযাবর,অনিকেত।
#রাকিবুল_ইসলাম
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১১:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শব্দ চয়ন রবীন্দ্রযুগীয়।