![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরে ভাববো বলে আমি ভাবনাগুলি চেপে রাখি চিত্তের সরু বৃত্তে,
একবার গভীর তীক্ষ্ চোখে তোমাকে দেখব বলে
আপাতত ক্লান্তিতে নিষ্পেষিত হয় দুচোখে।
কোন একদিন হৃদয়ের খুব কাছ থেকে আলিঙ্গন করব ভেবে
আপাতত শিহরণে জড়তা নিয়ে মাতালের মত পরে থাকি কোন এক কোণে,
সমস্ত কিছুর পরও মৃত্যুর অপেক্ষা আমাকে দেয়নি সময়,
তেমনি আকস্মিক অপ্রস্তুত একদিন মারা যাই।
©somewhere in net ltd.