![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগের দিনে নারী পুরুষের প্রেম কেমন ছিল তা জানিনা।কিন্তু বর্তমান সময়ের প্রেম যে পুরুষের জন্য বন্দী কারাগার তা বুঝতে বেশী একটা দেরী হয়নি আমার।রাস্তা ঘাটে বেড়োলেই দেখি প্রেমিকাদের কতই না শাসন বারণ।হুম...কয়েকদিন আগে এলিফ্যান্ট রোডে খেয়াল করলাম এক প্রেমিকা তার প্রেমিক কে আচ্ছামতো শাসন করছে।কারণ হলো ছেলেটা মেয়ের কোন এক বান্ধবীর সাথে একটু হেসে কথা বলেছে।কি আশ্চর্য ঐ যুবতীর প্রেম,কি আশ্চর্য বিশ্বাস।তবুও এক অন্তর্নিহিত ভালোবাসা।যাক সেই ঘটনা।
আজো দেখি সেরকম এক ঘটনা।আজকের ঘটনাটা একটু ভিন্ন।আজকে তরুণ তরুণীর কথপকথন শুনে মনে হলো মান অভিমান ভাঙ্গার পর্ব।মনে হয় কাল রাতে ফোনে ছেলেটা মেয়েটার অবাধ্য হয়েছিল আর আজ তার সমাধান পর্ব।ছেলেটার মুখের দিকে তাকিয়ে বেশ মায়া হলো,মনে হলো আহারে প্রেম করে কি অপরাধটাই না করেছে।
মেয়েটার মুখ দেখে মনে হলো আজই একটা বিহিত ঘটাবে তাদের সম্পর্কের।ছেলেটা ঘুরে ফিরে কেবল একটা কথাই বলছে,
সরি সরি সরি।
মেয়েটার কানে বোধহয় এসবের কিছুই ঢুকছিলনা।
হঠাত খেয়াল করলাম মেয়েটা মুচকি মুচকি হাসছে।কি অবাক কান্ড!হঠাত এভাবে হাসার কারণ কি?ছেলেটা একটু আগ্রহে জিজ্ঞেস করতেই মেয়েটা ইশারায় একটা লোককে দেখালো।আমিও সঙ্গে
সঙ্গেই তাকালাম লোকটির দিকে।তারপর যা দেখলাম আর কি বলব?
দেখি এক কোট প্যান্ট পরিহিত ভদ্রলোক মুক্ত আকাশের দিকে তাকিয়ে প্যন্টের পকেটে হাত ঢুকিয়ে নির্দ্বিধায় মুক্তভাবে হাতের বিচরণ ঘটিয়ে চলেছে।আর লোকটা অদ্ভুত এক অনুভূতিতে উদাস হয়ে আছে।
ছেলেটা হঠাত লোকটির দিকে যেতেই মেয়েটা ওর হাত ধরে বলল কোথায় যাচ্ছ?
ছেলেটা বেশ বুঝতে পারলো এখন আর বিন্দুমাত্র অভিমান নেই।
অমনি বলল,ঐ লোকটাকে একবার ধন্যবাদ বলতে যাচ্ছি।কারণ এতক্ষণ ধরে তোমাকে হাসাতে পারলাম না আর উনি এক মূহুর্তেই অসাধ্যকে সাধন করে ফেললেন।
Really he is genious.
মেয়েটা শুধু হাসতে লাগলো।
১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৯
কবি রাকিবুল ইসলাম বলেছেন: পকেটে হাত দিয়ে হাতের মুক্ত বিচরণ...এর বেশি বলাটা সম্ভবপর নয়..
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৫৪
অবনি মণি বলেছেন: শেষটুকু বুঝলামানা?? কেমনে হাসালো?