নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি ও লেখক।

কবি রাকিবুল ইসলাম

কবি রাকিবুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ব্যস্ত শহর

২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৫

ব্যস্ত এ শহর,
হঠাত্ জনশূন্য হয়ে যাবার ব্যথা আমার পরিচিত,
নগ্ন নিথর অগ্নিঝড়া মানবশূণ্য পথ।
শশব্যস্ত লোকটির হঠাত্ দৌড় থামিয়ে,
একটি সিগারেটের চিতায় শান্ত চুম্বনে মাতোয়ারা।
দুঃখ জড়া দুচোখ তার আবদ্ধ কালো ফ্রেমে।
দুঃখ তার একান্ত, আপন, নিজস্ব,
পুড়ে যাওয়া ওষ্ঠাধর সাক্ষী তার দুঃখের।
সাক্ষী তার একাকীত্বের।

মানব মেলার ব্যস্ত শহরে,
একাকীত্বের সুখ গড়েছে তাকে জীবন্ত শব।
সমস্ত নিজস্বতা কেবল সিগারেট নামক চিতায়,
কলিজা পোড়ে যাকে আপন ভেবে নির্ঝঞ্ঝাট নির্দ্বিধায়।
না পোড়ালে তা হয় কি খাঁটি কিংবা কোন এক জীবন?
কয়লা যদিও পোড়া লাশ তবু তা হীরক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:৩৫

রক্তিম দিগন্ত বলেছেন:
ব্যস্ততার মাঝেও একাকীত্ব!
অদ্ভুত খুবই।

কিছু টাইপো সমস্যা আছে। পরবর্তীতে ঠিক করে নিবেন এগুলো আশা করছি। :)

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১:০৪

কবি রাকিবুল ইসলাম বলেছেন: কেন ব্যস্ততার মাঝে মানুষ একাকীত্ব বোধহয় করতে পারেনা কি??আর কোন টাইপের সমস্যা বলবেন প্লিজ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.