![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুখে হাসি নেই, নেই চোখে অভিমান,
হৃদয়ে কম্পন অনুপস্থিত। মেঘের
মতো জমানো গুচ্ছ পুচ্ছের ব্যর্থ তান।
নিতান্তই অজান্তে সারা অঙ্গে বিষের,
জাগৃত রং। রঙের ফোয়ারা মৃতের
স্বাদ জমায়। দগ্ধ আমার ধূমপান
বন্দী শূণ্য মন বাক্সে। জ্বলন্ত চোখের
শান্ত অশ্রু। রক্তাক্ত গভীর অভিমান।
চূর্ণ কাঁচের মতন ভেঙে গেছে সব,
বক্ষ বন্দী হৃদয়ে কেবলই যন্ত্রের
কারসাজি। একাধিক মৃত্যুকষ্টে শব,
আজ বন্দী লাশের হিমঘরে। মন্ত্রের
মৃত চিতকারে ঘুমহীন অশ্রুপাত।
জীবন চায় প্রেম পেরিয়ে অন্ধ রাত।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৩:০৪
ভ্রমরের ডানা বলেছেন:
ভাল লেগেছে! শুভকামনা!