![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃন্ময়িনীর মুগ্ধ চোখের মাদকতা ঘিরে,
সাধ হয় আরও কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকি।
সকল যুদ্ধের অন্তরায় তার চোখের শীতলতায়,
শান্তির মোহে আমি উজ্জীবিত হব বারবার।
যার হাসির ঝঙ্কারে পৃথিবী মাতে উত্তালতায়,
জীবন মৃত্যু সবই অতি তুচ্ছ সে হাসির মহিমায়।
প্রতিটি বাক্যালাপে মৃন্ময়িনীর ঠোঁটের নৃত্যে
জীবনভর করে আমায় তার মোহে বন্দী,
সাধ হয় আমার, কিছুদিন আরও পৃথিবীতে বাঁচি।
১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৬
কবি রাকিবুল ইসলাম বলেছেন: একথা শুনে আরও কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকার সাধ হয়।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:২৫
মোটা ফ্রেমের চশমা বলেছেন: সামুতে এত বেশি কবিতা পাবলিশ হয়, কোনটাই পড়া হয়ে উঠে না। এটাতে চোখ আটকে গেল কেন জানি।
ভালো লেগেছে।