![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমার যুদ্ধে যাওয়া বড় বেমানান,
চোখে আজ নেই বিন্দুমাত্রও রাগের চিহ্ন।
মৃত্যুতে আজ নেই ভয় আর,
মৃত্যু আমার অনিবার্য।
চোখে আজ লেগে আছে, তোমার হাসির সুখীনৃত্য।
এমন চক্ষুসুখে রক্ত দেখা অতৃপ্তি,
মৃত্যু তথা যন্ত্রণা দেখা পাপ,
বক্ষবন্দী যন্ত্রে আজ ভালোবাসার দিন
যুদ্ধে যাওয়া বড় বেমানান ।
©somewhere in net ltd.