![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাড়িতে আবৃত পূর্ণাঙ্গ নারীবেশে সজ্জিত তুমি,
এ যেন সাজানো পৃথিবী তোমার নিজের মত।
অলংকারের সাধ্য কি আর যে তোমাকে সাজায়?
যে তোমার রুপ দেখে অহংকার নিজ ভুবনে,
নিদারুণ ভয়ে বন্দী হয়ে থাকে-
তোমার একমাত্র স্পর্শেই তো সমস্ত পৃথিবীর নারী অনুভব পূর্ণাঙ্গ।
এই ছোট মস্তিষ্কে ভাবতে পারিনা আর ভাবতে পারিনা।
২| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৯
ধ্রুবক আলো বলেছেন: ভাবনা আর কত করা যায়
২৭ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৬
কবি রাকিবুল ইসলাম বলেছেন: যায় না ভাবা.....
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:১৯
আশফাক ওশান বলেছেন: এটি সমস্ত ভাবনার উর্ধে!