নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি ও লেখক।

কবি রাকিবুল ইসলাম

কবি রাকিবুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে করে

১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৬

ইচ্ছে করে বুকের পৃষ্ঠ ছিঁড়ে সমস্ত যন্ত্রণাকে টেনে বের করি,
উন্নত যোগাযোগের এ যুগেও
সমস্ত দিন কাটাকুটি করে তোমার উদ্দেশ্যে বেনামি একটি পত্র লিখি।
ইচ্ছে করে সমস্ত রৌদ্র প্রখর দুপুর তোমার নাম করে উত্তাপে ছোটাছুটি করি,
একদন্ড বসে মুহূর্তকাল তোমাকে ভাবি।
ইচ্ছে করে তোমার অগোচরে রক্তাক্ত একদিন তীব্র যন্ত্রণায় ছটফটিয়ে মরি,
তোমাকে ভেবে শুণ্যতায় ঘরে ফিরি।
ইচ্ছে করে তোমার চোখে তামসী রাতের জোত্সনা দেখি,
পৃথিবীকে একদিন তোমার মতো করে শিখি।
ইচ্ছে করে , ইচ্ছে করে
একদিন গভীর অভিমানে মৃত্যুকে স্পর্শ করি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৪

মোস্তফা সোহেল বলেছেন: অভিমান কমান একটু। কবিতা মোটামুটি। সামনে আশা করি আরও ভাল হবে।

১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৯

কবি রাকিবুল ইসলাম বলেছেন: কোন অভিমানের কথা বলছেন ভাই?

২| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৮

ধ্রুবক আলো বলেছেন: ইচ্ছে করে
একদিন গভীর অভিমানে মৃত্যুকে স্পর্শ করি।।
দুঃসাহসী ইচ্ছে!

১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১১

কবি রাকিবুল ইসলাম বলেছেন: ইচ্ছেরা বরাবরই দুঃসাহসিক হয়। ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.