নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Be Simple

রাকু হাসান

সাদামাটা জীবন পছন্দ । ভালোবাসা ছড়িয়ে দাও ।ভালোবাসো এ দেশ,মানুষ,প্রকৃতি কে ।

রাকু হাসান › বিস্তারিত পোস্টঃ

কে সেই কবি ? যার মন্তব্যে নজরুল সাহায্য প্রক্রিয়া সম্পূর্ণরুপে বন্ধ হয়ে যায় ! :( (নজরুল সাহায্য প্রসঙ্গ-২)

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫২


সাম্য,দ্রোহ,প্রেমের,মানবতার ও গণমানুষের কবি কাজী নজরুল ইসলামের জীবনের শেষ দিনগুলি কেমন গিয়েছিলো তা কম বেশি সকলেই জানি । কিন্তু কবি নজরুলের সাথে এমন কিছু হয়েছে তা আমাদের কল্পনাতীত ।হৃদয়ের রক্তক্ষরণ হওয়ার দিনগুলোতে ঠিক কেমন ছিল নজরুলের চারপাশ । অসুস্থ কবির প্রতি বরেণ্য সাহিত্যকদের ভূমিকাই বা কেমন ছিল । এসব বিষয়বস্তু নিয়েই আজকের পোস্ট।

কাজী নজরুল ইসলামের চিকিৎসার সাহায্য কমিটি হয়েছিলো দুটি । প্রথম কমিটিতে সদস্য ছিল আট জন । এই আট জন হলেন-
শ্যামাপ্রসাধ মুখোপাধ্যায়,কবি তারাশংকর,সত্যেন্দ্রনাথ মজুমদার,চপলাকান্তভট্টচার্য,তুষার কান্তি ঘোষ,গোপাল হালদার,কবিরাজ বিমলানন্দ (তিনি রবীন্দ্রনাথের চিকিৎসা করেছিলেন ,শেষ দিকে বিনামূল্যে নজরুলের চিকিৎসা করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন) এবং সূফি জুলফিকার । বলে রাখা ভালো যে ,কমিটি আরও বড় করার ইচ্ছা ছিল কিন্তু হায়দার সাহেব যাদের মাঝে গিয়েছিলেন তারা কোনো ইতিবাচকভাবে সাড়া দেয় নি । নিরাশ হয়েই আটজনের সংক্ষিপ্ত কমিটি করা হয়েছিল । যেখানে একমাত্র মুসলমান সদস্য ছিলেন লেখক নিজে । সাহায্য সংগ্রহের কাজ শুরু হবার পর নতুন সমস্যা দেখা দিল । মুসলিম সদস্য না থাকায় বাঙালি মুসলমান সমাজের আগ্রহ হারায় নজরুল সাহায্য কমিটি । অবশেষে কমিটির প্রাণ ফিরে পেতে আর তিন জন মুসলিম সদস্য যোগ করা হলো । এই তিনজন হলেন স্যার এ ,এফ রহমান,হুমায়ূন কবির ও সৈয়দ বদরুদ্দোজা সাহেব। অর্থ্যাৎ আগের নয় জনের সাথে আরও তিনজন নিয়ে দ্বিতীয় কমিটি রুপ নেয় ১২ জন সদস্যের । যেখানে আট জন হিন্দু,৪ জন মাত্র মুসলমান ছিলেন । বাঙালি মুসলমানদের এতই অভাব ছিল তখন ।


এই সাহায্য কমিটি থেকে নজরুলের পরিবার কে মাসে ২শ টাকা পাঠাতো । যা ছিল প্রয়োজনের তুলনায় খুব অপ্রতুল । নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র কিনতেই হিমশীম খেতে হতো ।

মানবতার কবির প্রতি অমানবিক ষড়যন্ত্র

উক্ত টাকা, কবি পরিবার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য নিঃসার্থ পরিশ্রম করে গেছেন কবি বন্ধু জুলফিকার ।কবির বাড়ি থেকে চিঠি মারফত জানতে পারছিলেন যে সাহায্য আসছে না ।
সুফি জুলফিকার যুগ্ম সম্পাদক সজনী দা’র কাছে গিয়ে জানালেন-
‘এ মাসের টাকাটা এখনও পাঠানো হয় নি ‘’
সজনী দা রেগে গিয়ে বললেন-
যে কয়েক মাস দেওয়া হয়েছে সেটাই উচিত হয় নি ।আমি মুখার্জি(শ্যামাপ্রসাধ) কে ফোনে বলে দিয়েছি,নজরুলের ব্যাপারে তিনি যেন কারো কাছ থেকে টাকা চেয়ে নিয়ে পাঠাবার চেষ্টা না করেন,’’

শ্রদ্ধেয় জুলফিকারের চোখ তখন জলে টলমল । তিনি জানতেন ,প্রাণের কবি নজরুলের অর্থনৈতিক অবস্থা । উনুনে পাতিল উঠার অবস্থাও ছিল না । এছাড়া অসুস্থ কবি । উনার চিকিৎসা হবে দূরের কথা,ঠিকমতো আহারেই অবস্থা ছিল না।


তিনি বারবার জানতে চাইলেন ,কেন বা কি কারণে এমন অস্বাভাবিক আচরণ । কিছুটা রেগে গিয়ে বলেন-
‘ সজনী দা আপনাকে বলতেই হবে কী হয়েছে ?এমন কি হয়েছে যাতে করে আমার প্রতি আপনি বিরুক্তির সাথে কথা বলছেন ?
সজনীকান্ত:থাম হায়দার,ও সব শুনে তোমার কিছুমাত্র কাজ নেই । বলেই দিলুম ‘নজরুলের ব্যাপারে ডক্টর মুর্খাজির কিংবা আমার কাছে আর এসো না
-আসবো না ,এ অত্যন্ত সত্য কথা । কিন্তু এসেছি যখন আজ,কেন আসবো না তা না শুনে কিছুতেই আমি আপনার অফিস ছেড়ে উঠছি না । আপনাকে বলতেই হবে ।

সজনীকান্ত দাস
-তোমাদেরই একজন খ্যাতনামা কবি এখানে এসে বলে গেলো ‘নজরুলের বাড়িতে আগের মতোই এখনো সেই আশ্রিতে ও আশ্রিতাদের সকাল বিকাল মিঠাই মণ্ডা,চা সন্দেশ চলে । অথচ আমরা পরের কাছ থেকে হাত পেতে, টাকা তুলে নিয়ে সাহায্য করছি । নজরুলের বাড়ীতে তাঁর আশ্রিত-আশ্রিতারা আগের মতো রাজসিক অবস্থায় খানা পিনা চালিয়ে যাচ্ছে ,আর আমরা মানুষের দুয়ারে ধর্না দিয়ে টাকা এনে তাদেরে সাহায্য করবো ,এ আমার দ্বারা কিছুতেই সম্ভব নয় । আমি নিজে যেতে পারিনি ,আমার অফিস থেকে ফোনে মূর্খাজি কে জানিয়ে দিয়েছি । নজরুল কে অর্থ সংগ্রহ করে সাহায্য করার ব্যাপারে আমার বিন্দুমাত্র আগ্রহ কিংবা সহানুভূতি নেই ।অতঃপর ইচ্ছে করলে তুমি নিজে গিয়ে ডক্টর মূখার্জিকে জিজ্ঞেস করতে পারো

দারুণ তো তালি হবে ,তালি দিন :)

লেখক জুলফিকার অনেক কষ্টে কে সেই মুসলিম খ্যাতনামা কবি এসব ঘৃণ্য কাজ করেছিলো ,সেই নামটি জেনেছিলেন । কিন্তু তিনি প্রকাশ করেন নি ‘নজরুল সাহায্য প্রসঙ্গে বইয়ে ।
১৯৬৪ সালে বইটি প্রকাশ হওয়ার পর ,ব্যাপক আলোচিত হয় পাঠক মহলে । আমার কাছে ১৯৮৩ সালের সংস্করণটা আছে । আগের সংস্করণে হয়তো তিনি নামটি প্রকাশ করেছিলেন,চাপে নামটি গোপন রাখতেও বাধ্য হতে পারেন । কে সেই কবি ,নজরুলের মতো কবির সাহায্যের জন্য গঠিত কমিটিতে এইসব কথা বলার ক্ষমতা রাখে ? এর পেছনে উদ্দেশ্যই বা কি !একমাত্র এমন মন্তব্যের জন্যই নজরুল সাহায্য কমিটির সাহায্য করা বন্ধ হয়ে যায় । ভীষণ অর্থ কষ্টে চাঁদা প্রদান কিছুটা হলেও প্রলেপ দিত। এই ঘটনার পর সেই আশায় গুরে বালি হয়ে যায় ।সকল প্রকার সাহায্য প্রদান বন্ধ হয়ে যায় ।
চল্লিশের দশকে হাতেগণা কয়েকজন খ্যাতনামা মুসলিম ছিল। আমার শুধু একজন জনের দিকেই ঘুরে ফিরে আঙ্গুল যাচ্ছে । কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া কিছু বলার ও ক্ষমতা আমার নেই । দেখি কোনো দিন পাই কিনা । অবশ্যই জানতে চাই কে সেই মুসলিম কবি ।কিভাবে একজন কবি হয়ে ,সাহিত্যর ধ্রুবতারার এহেন সংকট কালে এমন কাজ করতে পারে । তিনি কি ক্ষমা করতে পেরে ছিলেন কোনো দিন !

হৃদয়ে রক্তক্ষরণ
আপনি যতো বড় মাপের কবিই হোন না কেন ,এই নজরুল ভক্ত আজীবন ভর্ৎসনা দিয়েই যাবে । এ বিষয়ে শেষ সিদ্ধান্ত নিতে আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে । আপনার কাছে এ ব্যাপারে তথ্য জানা থাকলে অবশ্যই দয়া করে জানাতে ভুলবেন না ।

তথ্যসূত্র:নজরুল জীবনের শেষ অধ্যায়

বিশেষ কৃতজ্ঞতা অত্যন্ত গুণী ,শ্রদ্ধাভাজন জোবাইর ভাইয়ার প্রতি। যিনি মূল্যবান মন্তব্যে আমাকে গঠনশৈলীর দিকটা বললেন। কৃতজ্ঞতা ভাই

লেখাটি উৎসর্গ করলাম ব্লগের শ্রদ্ধাভাজন ‘ল’ ভাইয়া কে ।। অনেক পছন্দের একজন মানুষ আমার । শুভকামনা ও শ্রদ্ধা আপনার প্রতি।

আগের পর্ব-[link|https://www.somewhereinblog.net/blog/Rako12/30262719|কথা দিলাম এই লেখাটি আপনার মন খারাপ করে দিবেই !!নজরুল সাহায্য প্রসঙ্গ-১

চাঙ্কু জেডার :P নির্বাহী আদেশে :P প্রিয় নজরুল সংগীতগুলোর লিংক যুক্ত করে দিলাম ।

বেস্ট অব ফিরোজা বেগম

আমায় নহে গো - ফেরদৌস আরা

কনক চাঁপার জনপ্রিয় নজরুল গীতি

মোহাম্মদ রাফি - সেরা নজরুল গীতি

জনপ্রিয় নজরুলগীতি-Anuradha Pardowal

মোহাম্মদ রাফির সেরা ৫টি নজরুল গীতি


মন্তব্য ৭৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯

সূচরিতা সেন বলেছেন: আপনার জন্য প্রিয় কবি নজরুল সম্পর্কে অনেক কিছু জানা হল। ধন্যবাদ।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৩

রাকু হাসান বলেছেন:

ধন্যবাদ আপনাকেও । প্রথম মন্তব্যে স্বাগতম

২| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯

বলেছেন: ভাই আমার, শেষে এসে নিজের নামে উৎসর্গ দেখে ---!!! আপ্লুত হলাম।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪

রাকু হাসান বলেছেন:

প্রথম দিকেই আপনাকে পেয়ে ভালো লাগছে । একটু শ্রদ্ধা প্রদর্শন আর কি । আশা করছি ভালো আছেন ।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৬

বলেছেন: নজরুল বার বার আঘাতপ্রাপ্ত হয়েছেন এটা জানতাম কিন্তু এমন জঘন্য পঠ তাও মুসলিম নামের একজন কবি ''


একদম চুলচেরা বিশ্লেষণ লেখাটিতে, পাঠকের চোখে জল এসে যায়।

এমন গবেষণামূলক লেখার জন্যে আমার ভাইটিকে হৃদয় থেকে ভালোবাসা।

মন্তব্যে যেমন পারদর্শী লেখায়ও তাই।
প্রাউড অব বাংলাদেশ -- রাকু হাসান।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬

রাকু হাসান বলেছেন:

বিষয়টা খুব দুঃখজনক আমার কাছে । এমন মন্তব্য করে বারবার উৎসাহ দিয়ে আসছেন । অকৃত্রিম । ভালোবাসা রইলো আমারও ।
মন্তব্যে যেমন পারদর্শী লেখায়ও তাই।
প্রাউড অব বাংলাদেশ -- রাকু হাসান। B:-) শুনে অবাক হলাম :)
অনেক শুভেচ্ছা ভাইয়া । শুভকামনা জানবেন । শুভরাত্রি ।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫০

আরোগ্য বলেছেন: সেই তখন থেকে পোস্টের অপেক্ষা করছি। বারবার অফলাইন থেকেই দেখছিলাম। কিন্তু যথাসময়ে দেরি হয়ে গেল।
শিরোনাম অনুযায়ী শুধু মন খারাপ না বরং ঐ কবির কথা চিন্তা করে ভীষণ রাগও হচ্ছে। আমারও মনে হয় তাকেই সন্দেহ হচ্ছে কিন্তু কোন ইংগিত দিতে চাচ্ছি না।
যাই হোক আর কি বলবো। আমাদের প্রিয় কবির পরকালীন মাগফেরাত কামনা করছি।
আল্লাহ বলেছেন, ইন্না মা'আল উ'সরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের পর সুখ আছে।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৯

রাকু হাসান বলেছেন:

একজন পাঠক যখন এবাবে অপেক্ষা করে কোনো লেখার জন্য অপেক্ষা করে ,এর চেয়ে বেশি কি হতে পারে ! আপনি পাঠক থেকেও বেশি কিছু ।
আমারও মনে হয় তাকেই সন্দেহ হচ্ছে কিন্তু কোন ইংগিত দিতে চাচ্ছি না। --আরোগ্য ভাই আমারও একই অবস্থা । চেষ্টা এই তথ্যের সচচেয়ে গভীরে যাওয়া । ইনশাআল্লাহ্ ।
মাগেফেরাম কামনা করছি । নিশ্চয় আল্লাহ্ ক্ষমাশীল ও উত্তম প্রতিদানকারী । আমীন । অনেক ভালো থাকুন । আরোগ্য থাকুন ভাই ।

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: স্নেহের রাকু,

তোমার জন্য নজরুল সম্পর্কে অনেক কিছু জানতে পারি । সত্যিই কবির জীবনটা যে এতটা বেদনার বা এতটা অর্থ কষ্টে কেটেছিল তা তোমার পোস্টগুলো না পড়লে জানতেই পারতাম না। সাহায্য প্রার্থী হয়েও মিলেছিল বঞ্চনার এক দীর্ঘ ইতিহাস । এভাবে চলতেই থাকুক কবিকে নিয়ে তোমার নিরন্তর গবেষণা।। আরো কিছু অজানাকে আগামীতে আমাদের সামনে নিয়ে এস।

পোস্টে লাইক ++++

বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা আমার ছোট্টভাইটিকে ।



১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৮

রাকু হাসান বলেছেন:

কি যে বলো ভাইয়া 8-| ।আসলে নজরুল নিয়ে যেকোনো লেখা দেখলেই সংগ্রহ করে ফেলি । বই কিনতে গিয়ে যদি দেখি ,নজরুল বিষয়ক কোনো বই চোখে আসছে তখন অন্য যেকোনো ধরনের বই কেনা বাদ হয়ে যাই । যা পাই নিয়েই আসি । এমন করতে করতেই একটি অতি মূল্যবান বই পেয়েছিলাম । যাক ,তোমার আন্তরিক মন্তব্য মন ছুঁয়ে গেছে । েএকটা প্রশান্তি পাই তোমার মন্তব্যে ।
সাহায্য প্রার্থী হয়েও মিলেছিল বঞ্চনার এক দীর্ঘ ইতিহাস --আমার জানা নেই ,আরও কোনো কবি এমন বঞ্চনার শিকার হয়েছেন কিনা !!
এভাবে চলতেই থাকুক কবিকে নিয়ে তোমার নিরন্তর গবেষণা।। আরো কিছু অজানাকে আগামীতে আমাদের সামনে নিয়ে এস
স্রষ্টা সহায় হোক । :)
অনেক প্রেরণাদায়ী ,আন্তরিক মন্তব্য । শ্রদ্ধা ও ভালোবাসা রইলো । পরিবারের প্রতি স্নেহ ও শ্রদ্ধা রাখছি ।

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৬

আরোগ্য বলেছেন: আবারও এলাম। উৎসর্গের জন্য (ল) বড় ভাইকে অভিনন্দন। আর রাকু ভাইকেও অনেক ধন্যবাদ।
আশা করি পরবর্তী পোস্ট এতো দেরি হবে না।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৩

রাকু হাসান বলেছেন:
আবারও আসায় স্বাগতম । নিশ্চয় আপনার অভিনন্দন ল ভাই গ্রহণ করবেন । আমি আপনার অভিনন্দন সাদরে গ্রহণ করলাম । ইনশাআল্লাহ্ চেষ্টা থাকবে অল্প অল্প করে হলেও কাজ করে ,পোস্ট আরও কম সময়ে দিতে । কিছুটা লিখলে মনটা ফ্রেশ থাকে । অনেক সকৃতজ্ঞ শুভেচ্ছা আপনার প্রতি ।

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: আমিও তো একটা জিনিস ভুলে গেছি। উৎসর্গ ভালোলাগা ; অভিনন্দন লতিফভাইকে।


দু'জনকেই ভালোবাসা ও শুভকামনা রইল।

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১১

রাকু হাসান বলেছেন:

অনেক ভালোলাগা ভাইয়া আবার মন্তব্যে আসায় । উত্তর দিতে দোয়াতে ক্ষমা প্রার্থী । আশা করছি ভালো আছ । তোমার শেষ পর্বটি মিস করেছি । শীঘ্রই পড়তে পারবো আশা করছি ।

৮| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৮

রাজীব নুর বলেছেন: কবি নজরুলকে নিয়ে আমার একটা ধাবাহিক লেখা লেখার ইচ্ছা আছে।

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১২

রাকু হাসান বলেছেন:

ভাইয়া লিখুন । লিখলে ব্লগে সবচেয়ে বেশি খুশি আমিই হবো নিশ্চয় ।

৯| ১৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৮

নতুন নকিব বলেছেন:



নজরুল রয়েছেন হৃদয়ের গহীনে। তাঁর কষ্টগুলো সত্যি ভাবায়। বড়ই বেদনাদায়ক। যে দেশ এবং জাতির জন্য নিজেকে তিলে তিলে নিঃশেষ করে গড়ে তুলেছেন সাহিত্যের বিশাল ভান্ডার। সমৃদ্ধিতে ভরে দিয়েছেন বাংলা সাহিত্যের আকাশ। সে দেশ ও জাতিই তাকে দুর্দিনে চরমভাবে প্রত্যাখ্যান করে।

দেখি, সেই কবিকে চেনা যায় কি না। খুঁজে পাওয়া খুব কঠিন কিছু মনে হচ্ছে না।

এ বড় বেদনার। এ বড় কষ্টের। আল্লাহ পাক প্রিয় কবিকে জান্নাত দান করুন।

উৎসর্গ ভালো হয়েছে।

পোস্টে +++

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৭

রাকু হাসান বলেছেন:
নজরুল রয়েছেন হৃদয়ের গহীনে--ঠিক আমার ক্ষেত্রেও তাই । অনেক মনে পড়ে কবিকে ।
যে দেশ এবং জাতির জন্য নিজেকে তিলে তিলে নিঃশেষ করে গড়ে তুলেছেন সাহিত্যের বিশাল ভান্ডার।--সুন্দর বলেছেন ভাইয়া । ঠিক এই কারণে তিনি বেঁচে থাকবেন আমাদের মাঝে ।
সে দেশ ও জাতিই তাকে দুর্দিনে চরমভাবে প্রত্যাখ্যান করে।---একজন কবির পাওয়ার রয় ? দিনশেষে মানুষের ভালোবাসায় তো সবকিছু নাকি ? কিন্তু নজরুলের প্রতি এমন অবিচার আমাকে পুড়ায় খুব । নজরুল হয়তো তাঁর সাথে কি হচ্ছে কিছুটা হলেও বুঝেতে পারছিলেন ,তখন যদি লেখে প্রকাশ করার মতো ক্ষমতা থাকতো নিশ্চয় আমরা আর অতি মূল্যবান কিছু পেয়ে যেতাম তার কাছ থেকে ।

নকিব ভাইয়া ,অব্যশই দেখবেন । আমিও দেখছি । কে সেই কবি সেই খোঁজে বের করতে আমার কাছের একজন কবিও নিবিড় পড়াশোনা করার জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন । আশা করছি পেয়ে গেলে শেয়ার করতে ভুলবেন না ।

একটি পূণাঙ্গ মন্তব্য করে কৃতজ্ঞ করলেন । শুভকামনা জানবেন আর সময় মত মন্তব্য না রাখতে পারার জন্য দুঃখিত । ভালো থাকবেন ।

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যাক অবশেষে পেলাম ভাগিনার পোস্ট।

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৬

রাকু হাসান বলেছেন:

মামা কে মিস করে :( , মামা মনে হয় ভীষণ ব্যস্ততায় ! দেখা পেয়ে ভালো লাগছে । তারপর সব কিছু ভালো যাচ্ছে তো ! দোয়া রইলো ।

১১| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

শায়মা বলেছেন: নজরুলের প্রতি দারুন ভালোবাসা বুঝতেই পারছি।

ভাইয়া তুমি কোথায় থাকো আজকাল.....

কম কম দেখি তোমাকে....

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫০

রাকু হাসান বলেছেন:

নজরুল আমার দুর্বলতা । প্রায়ই নজরুলের শিয়রের পাশে সময় কাটাতে ছুটে যাই । 8-| ব্যস্ততা যাচ্ছে তো তাই কম দেখি । আড্ডা মিস করি আমি । তোমার জন্য এই গানটা ;)
যতই ব্যস্ত থাকছি ইনশাআল্লাহ্ তোমাদের ছাড়ছি না । :-B

১২| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম....
বইটা পেলে পড়ার পর আমার মন্তব্য করার যোগ্যতা হবে....
মাঝে শুধু বইটা পাওয়ার অপেক্ষা....

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫২

রাকু হাসান বলেছেন:

আশা করছি দুর্লভ বইটি পাবেন । আমি পেয়েছি ভাগ্যক্রমে । পেলে অবশ্যই জানাবেন আরও অনেক কিছু । শুভকামনা ।

১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: শিরোনামে খুঁজছি হবে...

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৪

রাকু হাসান বলেছেন:

আমার যতটুকু জানি বানানটি ‘খোঁজছি’ হবে । আমার ভুল থাকতে পারে । কেন খুঁজছি হবে দয়া করে বললে খুশি হতাম । যুগান্তর ,সমকাল,এনটিভি সহ বেশ কিছু সুনামধন্য গণমাধ্যম বানানটি ‘খোঁজছি’ ব্যবহার করে আসছে । তাই আমিও এভাবে লিখতে সাহস করলাম । অনেক ধন্যবাদ আপনাকে ।

১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

মনিরা সুলতানা বলেছেন: নজরুল ভক্ত কে ধন্যবাদ ! অনেক কিছুই জানলাম আর ব্যথিত হলাম।

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৭

রাকু হাসান বলেছেন:

ব্যয়িত হওয়া ছাড়া উপায় নেই । :( শ্রদ্ধা জানাচ্ছি । মন্তব্যে ভালো লাগাও জানাচ্ছি । :)

১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: কে সেই ঈর্ষান্বিত কবি? জানার আগ্রহ রইলো। মহাকাল তাকে ক্ষমা করবে না।

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৯

রাকু হাসান বলেছেন:
মহাকাল তাকে ক্ষমা করবে না।
--আমার কাছেও মনে হয় ক্ষমার অযোগ্য অপরাধ । তিনিও মহাকালের পথে চিরযাত্রায় চলে গেছেন । নিশ্চয় মহাকাল উনাকে শাস্তি দিয়েছেন । খুব খারাপ লাগে এই বিষয়টা আমার । মন্তব্যে শুভেচ্ছা জানবেন । ভালো থাকবেন সবাইকে নিয়ে এই আমার কামনা ।

১৬| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০১

প্রামানিক বলেছেন: নজরুলের একটি অজানা কাহিনী জানা হলো। ধন্যবাদ

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০০

রাকু হাসান বলেছেন:

অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় ভাইয়া । বেশ ক’দিন পর আমার ব্লগে পেয়ে ভালো লাগছে । শুভ সন্ধ্যা আপনাকে ।

১৭| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় অপদার্থ সেই নামধারী মুসলিম কবি!
ঘৃনা তার জন্য!

দেখো প্রকৃতির কি বিচার! শত বছর পরও সেই অসহায় নজরুলই আজ সকলের হৃদয়ে শ্রদ্ধা সম্মান আর ধুবতারার আসনে!
আর সেই হীনমন্য ব্যক্তি শত বছর পরো মানুষের ঘৃনাই কুড়িয়ে যাচ্ছে!

নজরুলের মহান আত্মা নিশ্চয়ই তাকে ক্ষমা করে দেবে স্বভাবজাত ঔদার্যে!
কিন্তু আমজনতার ক্ষমা কখনোই পাবেনা ।

অনেক অনেক ধন্যবাদ ভায়া, দারুন গবেষনাধর্মী লিখনিতে।
অজানা হৃদয় খুড়ে কষ্ট জাগানিয়া লেখায় কষ্টের পরো কৃতজ্ঞতা আর শুভেচ্ছা!
এ কষ্টও যে মধুর! জ্ঞানের!

+++++

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৮

রাকু হাসান বলেছেন:


বিদ্রোহী ভৃগু ভাই মহার্ঘ মন্তব্য রেখেছেন আমার ব্লগে । বরাবর এমন মন্তব্যই রাখেন । আপনার মন্তব্যে কাব্যিকভাবে ফুটে উঠছে আমারই মনের কথা । না এটাও বলা ঠিক হবে না ,সকল নজরুল ভক্তেরই মনের কথার প্রতিফলন দেখছি ।
দেখো প্রকৃতির কি বিচার! শত বছর পরও সেই অসহায় নজরুলই আজ সকলের হৃদয়ে শ্রদ্ধা সম্মান আর ধুবতারার আসনে!
আর সেই হীনমন্য ব্যক্তি শত বছর পরো মানুষের ঘৃনাই কুড়িয়ে যাচ্ছে!
--নিশ্চয় প্রকৃতির অমোঘ নিয়ম এটা । আজ বা কাল প্রকৃতি প্রতিশোধ নিবেই । শ্রদ্ধা নজরুলের প্রাপ্য,কোনো করুণা নয় । তিনি থাকবেন নিজ মহিমায় আমাদের হৃদয়াসনে ।
আর একটি খুব সুন্দর কথা বলেছেন ‘নজরুলের মহান আত্মা নিশ্চয়ই তাকে ক্ষমা করে দেবে স্বভাবজাত ঔদার্যে!
কিন্তু আমজনতার ক্ষমা কখনোই পাবেনা ।
---নজরুলের মতো মানুষরাই ক্ষমা করতে পারেন । কারণ তারা নজরুল । আমজনতা বা আমরা নিশ্চয় ক্ষমা করতে পারবো না ।

উক্ত বিষয়বস্তু নিয়ে ব্যাপক পড়াশুনা করা দরকার । প্রয়োজনীয় বইপত্র পাওয়াও অনেক কঠিন । ইচ্ছা যতদূর পারি এটা সুরাহা করার দোয়া রাখবেন আমার জন্য ।
শেষে উৎসাহব্যঞ্জক লাইনের ব্যাপারে আমি কি বা বলতে পারে! গুণী জনের এমন প্রেরণাগুলোই আপনাদের সাথে থাকর শক্তি আমার । থাকতেও চাই । আমি আপনার প্রতি শ্রদ্ধাপ্লুত । ভালো থাকুন সব সময় ।

১৮| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৩

জুন বলেছেন: কবির জীবনের এই সব হেনস্থার কথা জেনে মনটা ব্যাথিত হয়ে উঠলো রাকু হাসান। মুসলমান কবির নামটা জানলে একটু জানাবেন। তার জন্য একরাশ ঘৃনা রইলো।
অনেক তথ্যপুর্ন লেখায় প্লাস।
+

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১১

রাকু হাসান বলেছেন:

জুন আপুর আগমন ,শুভেচ্ছা স্বাগতম :) । হুম অবশ্যই শেয়ার করবো । তার আগে দোয়া করতে হবে যেন এই তথ্যের শেষ পর্যন্ত যেতে পারি আমি । প্লাসে অনুপ্রেরণা পেয়েছি । শান্তিতে সুখে কাটুক দিবস ও রজনী । শুভকামনা আমার ।

১৯| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




কবিকে নিয়ে আমার বলার কিছুই নেই । তার শেষ জীবন কেমন গিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না । অথচ তখন চাইলেই অনেক কিছু করা যেতো । কিন্তু সেটা পর্যবেক্ষন না করে । তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে ।

আমিও সেই কবির নাম জানতে চাই ।

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৪

রাকু হাসান বলেছেন:


কি আমজনতা ,বা সুশীল সমাজ কেউ নজরুলকে প্রাপ্য সম্মানটুকুও দেয় না ।েএটা পরিষ্কার আমি ,আপনি যতই প্রতিভাবান বা সম্পদশালী হই না কেন ,নিজের যন্ত্র ঠিক ভাবে কাজ করলে বুঝা যাবে অবহেল কত প্রকার । আপনার সাথে একমত ,অনেক কিছু করার সুযোগ ছিলো অবশ্যই । B:-)
আমার শুভেচ্ছা গ্রহণ করুন অপু ভাইয়া । ধন্যবাদ ।

২০| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৩

নীলপরি বলেছেন: মনটা খারাপ লাগলো , এসব তথ্য জেনে ।

এই তথ্যভিত্তিক পোষ্টের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৫

রাকু হাসান বলেছেন:

আগরে পোস্টেও আমার সহব্লগারদের মন করেছি । এটাতেও তাই । আসলে সত্য এমনই নির্মম । পড়ার জন্য অনেক ধন্যবাদ নীলপরি আপু । কবিতা পড়া হচ্ছে না কয়েকদিন । শুভেচ্ছা রইলো ।

২১| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৭

জাহিদ অনিক বলেছেন:
সত্যিই দুঃখজনক জীবন দুখুমিয়ার

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৭

রাকু হাসান বলেছেন:

হুম কবি ,সত্যিই খুব দুঃখজনক ব্যাপার । দুখু মিয়া দুঃখের মাঝেই কাটিয়ে দিলেন সারা জীবন । অনেক দিনপর ভাইয়া কে পেলাম । শুভকামনা জানাচ্ছি । অনেক ধন্যবাদ ।

২২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৩

নজসু বলেছেন:





আপনার আগের পোষ্টে নজরুলের প্রতি অমানবিকতার তালিকায় কবি জসীম উদ্‌দীনের নামটা দেখে খুবই বিস্মিত হয়েছিলাম।
শেরে বাংলা ফজলুল হককে কত না শ্রদ্ধার সাথে হৃদয়ে লালন করতাম।
সেই হক সাহেব কবিকে পাগল বলে দায় এড়িয়ে চললেন।

আজকের পোষ্টটা মনটা আরও ভারাক্রান্ত করে দিলো।

সেই মুসলিম খ্যাতনামা কবি সত্যি কি মুসলিম ছিলেন?
তাহলে তার অন্তরে দয়া মায়া নেই কেন?
উপকার করতে না পারুক, পাশে দাঁড়াতে না পারুক
তাই বলে মিথ্যা বলার কি দরকার ছিলো?

নজরুল বঙ্গভারতের জন্য একজন অপরিহার্য কবি।
বহুবার পাঠ করেছি, বহুজনে বলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরে সবচেয়ে
যে নামটি উচ্চারিত হয় তা হলো কাজী নজরুল ইসলামের নাম।
এ জন্যই তারা কবি নজরুলকে ঈর্ষা করতেন।

ঈর্ষা জিনিসটা খুব খারাপ।

নজরুল ইসলামের দুখু মিয়া নামটা সার্থক।

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২

রাকু হাসান বলেছেন:


নজসু ভাই কেমন আছেন ? আশা রাখছি সব মিলিয়ে খুব ভালো আছেন । আপনার ব্লগে করা মন্তব্যগুলো খুব টানে আমায় । ভালো লাগে । পড়ি যতদূর সম্ভন কি লিখছেন । এমন মন্তব্যকারী নিশ্চয় আপনার মর্যাদা বাড়াচ্ছে । যাক আজকের প্রসঙ্গে আসি ।

আপনি যেমনটি অবাক হয়েছেন । বিস্ময়ে চোখদ্বয় অবিশ্বাস্য ভঙ্গি করেছে ,চিন্তিত মনে বারবার আঘাত করেছে নামগুলো ঘুরে ফিরে । ঠিক আমারও হয়েছে । আমি প্রথম যখন পড়ি ,কয়েকদিন খারাপ যাচ্ছিলো । কোনো কিছুতেই মেনে নিতে পারছিলাম । তারপর অন্য কিছু বইয়ের সাথে এসবের মিল ,খোঁজে পাওয়ার জন্যি এবং লেখকের সমালোচনার জবাব দেখে বিশ্বাস করতে দ্বিধা করিনি । ফজলুল হক সাহেব কে আমিও খুব শ্রদ্ধা করি ,তাঁর অবদানও কম না । দিয়েছেন অনেক । কিন্তু এই যে নজরুলের প্রতি অবমাননা ,তা মেনে নিতে পারিনি ।পল্লি কবির ও আমি খুব ভক্ত ।
রবীন্দ্রনাথ ঠাকুরের একচেটিয়া বাজারে নজরুল স্ব মহিমায় উজ্জ্বল ছিলেন সব সময় । রবীন্দ্রনাথের পর নজরুলের অবস্থান যে তা তো দিনের আলোর মতো পরিষ্কার । হ্যাঁ,ঈর্ষা ! এই কারণে এ কাজ করা অস্বাভাবিক না । কেননা নজরুলের ধারে কাছে কেউ আসতেই পারেনি । কি গান ,গজল,উপন্যাস । দিনশেষে সত্য প্রকাশ হবেই আজ আর কাল । ভালো কাজ করে গেলে প্রাপ্য সম্মান পাবেই । যেমন টা নজরুল কে সম্মান দিচ্ছেন । কবির নামটি জানতে হবে অবশ্যই ।

এই তথ্যের শেষ পর্যন্ত গিয়ে একটি সিদ্ধান্তে উপনীত হতে সময় লাগেবে । নিবিড় গবেষণা দরকার,এখানে অনেক প্রসঙ্গ আসবে ,তা যাচাই বাচাই করে যদি একটি সবার গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিতে পারলেই শান্তি পাব । । দোয়া রাখবেন ।

আপনার এমন মন্তব্যে শ্রদ্ধা বাড়লো আপনার প্রতি । আমার সকৃতজ্ঞ সালাম ও শুভেচ্ছা নিতে ভুলবেন না । শুভ সন্ধ্যা ।

২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৪

শিখা রহমান বলেছেন: তথ্যবহুল ও মন আর্দ্র করা একটি লেখা। বিদ্রোহী কবির বিষয়ে অনেক অজানা তথ্য জানতে পারলাম।

পোষ্টটার জন্য অনেক ধন্যবাদ। পোস্টে লাইক ও লেখককে শুভকামনা।

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৫

রাকু হাসান বলেছেন:

আরি গরিবের বাড়ি হাতির পা যে :P B-)) । তোমারেও ধনিয়াবাদ দিলাম ;) । ইদানীং তোমার কবিতার হাত আরও শানিত হচ্ছে বলে মনে হয় ,ক্ষুদ্র পাঠকের ধারণা । শুভকামনা ও শুভসন্ধ্যা ।

২৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৯

কাওসার চৌধুরী বলেছেন:



কেমন আছেন, প্রিয় রাকু ভাই? বিদ্রোহী কবিকে নিয়ে আপনার মমত্ববোধ আর সম্মান দেখে খুব ভাল লাগে। জীবিত থাকতে সমসাময়িক কবি ও সাহিত্যিকদের একটি বড় অংশের অবহেলার শিকার হয়েছিলেন কবি। এটা খুবই বেদনাদায়ক। কবিকে নিয়ে ধর্মীয় বিভিন্ন প্রপাগাণ্ডাও ছিল তখন। অথচ, এখন সবাই তাঁকে নিয়ে নাচানাচি করে। রাষ্ট্রীয় ভাবে তখন কবির ভরণ পোষণ আর সম্মানজনক জীবনের নিশ্চয়তা দেওয়া উচিৎ ছিল; কিন্তু তা হয়নি। পড়ে কষ্ট পেলাম।

শুভ রাত্রি। প্রিয় রাকু হাসান ভাই। দেখা হবে বইমেলায়।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৪

রাকু হাসান বলেছেন:


আপনার জন্যই যেন আমি অপেক্ষা করছিলাম । বেশ কিছু গুণী ব্লগার তাদের মূল্যবান মন্তব্য রেখেছেন । অবশেষে আপনার জ্ঞানগর্ব মন্তব্য পেয়ে আনন্দিত হয়েছি । আমার প্রতি আপনার ইতিবাচক ধারণা জানতে পেরে আমারও ভালো লাগা কাজ করছে ।
কবিকে নিয়ে ধর্মীয় বিভিন্ন প্রপাগাণ্ডাও ছিল তখন। অথচ, এখন সবাই তাঁকে নিয়ে নাচানাচি করে --আপনি যথার্থ বলেছেন । আপনার সাথে দ্বিমত পোষণ করার সুযোগ একদমই নেই । হ্যাঁ এখন কত অনুষ্ঠান, স্বরণ করার প্রক্রিয়া । দেখলে হাসিও পাই । আমার প্রশ্ন কবিকে নিয়ে লোক দেখানো ,দ্বায়সাড়া নানান কিছু হচ্ছে । কবিকে কতটুকু ধারণ করছি আমরা ? সে প্রশ্ন তো এসেই যায় । যদি আমরা কবির আর্দশকে ধারণ করতাম তাহলে তো ভিন্ন কিছু হতে পারতো । ফলাফল ও দেখতে পারতাম । কোনো কিছুর সাথে মিল খোঁজে পাই না । যেখানে ফজলুল হক সাহেবদের মতো মানুষের কাছ থেকে মহান কবি অবহেলিত হতে পারে ,সেখানে কি বা বলার থাকে ? জীবনে কম বেশি যে সব বই পড়েছি ,সেগুলো যতটা পীড়া দেয় তার চেয়ে শতগুণ বেশি কষ্ট দেয় যখন এগুলো পড়া হয় ।

শ্রদ্ধাভাজন কাওসার ভাইয়া ,আমার মতো মানুষের আপনাদের মতো গুণী মানুষের সানিধ্যে আসলে বা দেখা হলে সেটা সৌভ্যাগের বিষয় হবে । অপেক্ষায় ইনশাআল্লাহ্ । অনেক ভালো থাকুন । ইদানীং আপনিও ব্লগিং কমিয়ে দিচ্ছেন দেখছি । নিশ্চয় ব্যস্ততা আপনাকেও পেয়ে বসছে ! পরিশেষে বলবো খুব বেশি ভালো থাকুন ,সুখে থাকুন । শ্রদ্ধা ও শুভরাত্রি ভাইয়া ।

২৫| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৩

জোবাইর বলেছেন:
ব্লগে নিয়মিত আসা হয় না। তাছাড়া শত শত হাবিজাবি পোস্টের জোয়ারের স্রোতে গুটি কয়েক ভালো লেখাও দ্রুত হারিয়ে যায়। তাই আপনার লেখাগুলো নিয়মিত পড়া হয়নি। নজরুল সম্পর্কে আপনার অসীম আগ্রহ ও খুঁটিনাটি তথ্য জেনে ভালো লেগেছে। অসুস্থ নজরুলের অর্থনৈতিক দুরাবস্থার এত নাটকীয়তা সম্পর্কে জানা ছিল না। পোস্টের জন্য ধন্যবাদ। তবে শুধুমাত্র একজন লেখকের একটি বই পড়ে কোনো তথ্য সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া ঠিক না। এজন্য আরো সাপোর্টিং তথ্য থাকলে ভালো হতো।

লেখা নিয়ে কিছু কথা
আপনার লেখার সবদিক ভালো লেগেছে। তবে আমার মনে হয় লেখার গঠনশৈলী সম্পর্কে আরেকটু যত্নবান হলে আপনার লেখার মান আরো বাড়বে। এ সম্পর্কে এখানে আমার কিছু ধারণা উল্লেখ করলাম। এটি একান্ত আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে শুধু আপনার জন্য। তাই পোস্ট প্রকাশের দুদিন পরে কমেন্টে দিলাম যাতে অন্য পাঠকের দৃষ্টি এড়িয়ে যায়।

শিরোনাম: শিরোনাম হবে এক বাক্যের এবং লেখার মূল বিষয়ের সাথে সম্পর্কিত। শিরোনামে শব্দ যত কম ব্যবহার করা যায় ততই ভালো। শিরোনামে এমনভাবে শব্দ নির্বাচন করতে হবে যাতে কম কথায় বেশি অর্থ বুঝানো যায়।

ছবি: ছবি ও লেখার বিষয়বস্তুর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক থাকতে হবে। সজনী কান্ত দাসের ছবি ঠিক আছে, তবে এর বদলে সুফি জুলফিকারের ছবি দিতে পারলে মনে হয় আরো ভালো হতো।

লেখার প্রথম প্যারাটি (অনুচ্ছেদ) হবে অনেকটা ভূমিকা বা সার সংক্ষেপ। অর্থাৎ পাঠক ১ম প্যারাটি পড়ে লেখার বিষয়বস্তু সম্পর্কে সামান্য ধারণা পাবে এবং বিস্তারিত পড়ার জন্য উৎসাহিত হবে। যেমন:
[বাংলা সাহিত্যের ব্যতিক্রমধর্মী কান্ডারী কাজী নজরুল ইসলাম মধ্যবয়সে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে তাঁর পারিবারিক জীবনে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে। কবির এই দূরাবস্থায় সাহিত্য জগতের বন্ধুবান্ধবসহ অনেকেই সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছিলেন। সন্মিলিতভাবে সাহায্য করার সুবিধার্থে তাঁরা পরপর দুটি কমিটিও গঠন করেছিলেন। আবার সমসাময়িক নীচুমনের কিছু কবি-সাহিত্যিক নজরুলের এই দুরবস্থায় সাহায্য করা দূরে থাক বিপদগ্রস্থ কবিকে আরো বিপদে ফেলার চেষ্টা করেছিলেন। এমনই নোংরা মন-মানসিকতার মুসলিম খ্যাতনামা এক কবির অমানবিক ও নিষ্ঠুর এক ষড়যন্ত্রের প্রসঙ্গ নিয়ে এই লেখা।]

প্রথম কমিটি
[এখানে কাদের উদ্যেগে এবং কী উদ্দ্যেশে কখন প্রথম কমিটি গঠন হয়েছিল তার উল্লেখ থাকবে। এরপর কমিটির সদস্যদের নামের তালিকা থাকবে। শেষে কখন কী কারণে কমিটি ভেঙ্গে গিয়েছিল তার উল্লেখ থাকবে।]

দ্বিতীয় কমিটি
[দ্বিতীয় কমিটি সম্পর্কে সব লিখেছেন - এটা ঠিক আছে। তবে ঠিকভাবে প্যারাতে ভাগ হয় নাই। কোনোখানে দুই লাইন পরে ফাঁক, কোনোখানে এক লাইন পরে ফাঁক!
এখানে লেখাকে দুই প্যারাতে লেখা সঠিক।
১ম প্যারা ঠিক আছে - যার মধ্যে কমিটির তালিকা ও বি:দ্র: অন্তর্ভুক্ত।
২য় প্যারায় কমিটি কিভাবে কতটাকা কার মারফতে পাঠাতো এবং সুফি জুলফিকার সম্পর্কে সামান্য পরিচিতি এগুলো থাকবে, কোনো লাইনের মাঝখানে কোনো ফাঁক থাকবে না।
]

মানবতার কবির প্রতি অমানবিক ষড়যন্ত্র
[এখানে সজনী কান্ত ও সুফি জুলফিকারের সংলাপসহ সেই মুসলিম কবির যে ঘটনাটি উল্লেখ করেছেন সেটি থাকবে।]

হৃদয়ে রক্তক্ষরণ
[আপনার লেখার শেষের প্যারাটি এখানে হবে। অর্থাৎ আপনার অনুভূতি, প্রতিক্রিয়া, সহানুভূতি উল্লেখ থাকবে এবং সেই মুসলিম কবির প্রতি ধিক্কার জানিয়ে লেখাটির পরিসমাপ্তি হবে।]

তথ্যসূত্র:
নজরুল জীবনের শেষ অধ্যায় - সুফি জুলফিকার হায়দার
[এটি লেখার শেষে উল্লেখ থাকবে।]

------------
পুনশ্চ : কাউকে পরামর্শ বা জ্ঞান দেওয়ার মতো মেধা বা বিদ্যা আমার নেই। আপনার শুভার্থী হিসাবে আপনার লেখা নিয়ে আমার ভাবনাটুকু জানালাম। আমার লেখায় মন্তব্যে আপনি আমাকে 'ভাইয়া' বলে সন্বোধন করেছেন। 'ভাইয়া' শব্দটির সাথে সন্মান ও দায়িত্ববোধ ওতপ্রোতভাবে জড়িত এবং সেই দায়িত্ববোধ থেকেই আপনার লেখা নিয়ে আমার কিছু কথা। শুভ কামনা রইলো।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৯

রাকু হাসান বলেছেন:


ভাইয়া,আপনার এই মন্তব্য কতটা যে আমাকে খুশি করেছে তা লিখে প্রকাশ করার মতো না । আমি অত্যন্ত খুশি হয়েছি । আমি বরাবরেই প্রতি গঠনশৈলীর দিকে উদাসীন । বিষয় নির্বাচন ভাবতে গিয়ে এই দিকটা খেয়ালই করি নি । অথচ এটাই খুব গুরুত্বপূর্ণ দিক । ব্লগিংয়ে তো একদম নতুনও না এখন । নতুনের খোলশ তো চিরদিন থাকবে না । কিছু শিখতে না পারলো হলো না । ঠিক তখনই শেখার সুযোগ হয় ,যখন কেউ এভাবে বলে । হ্যাঁ,অন্যেরটা দেখেও শেখা যায় কিন্তু সে ক্ষেত্রে আমি ভিন্ন রকম । বানানে প্রচুর সমস্যা আমার । গুণী ব্লগাররা বিষয়টা জানালে বানান নিয়ে কাজ শুরু করি । যদিও আমি বানানে এখনও শক্ত অবস্থান তৈরী করতে পারিনি । তবে চেষ্টা চলছেই । তারপর বানান নিয়ে দারুণ পোস্ট করলাম । কেন বললাম এ কথাগুলো ভাইয়া । এই কারণেই যেহেতু, আপনি হাতে কলমে শিখিয়ে দিয়েছেন একজন নিত্য শুভার্থী হিসাবে ,আমি কাজ করবো এ নিয়ে । সেটা আমি ইতিবাচক ভাবে নিয়েছি । ইনশাআল্লাহ্ আমার চেষ্টা থাকবে ভালো করার ।

ভাইয়া' শব্দটির সাথে সন্মান ও দায়িত্ববোধ ওতপ্রোতভাবে জড়িত এবং সেই দায়িত্ববোধ থেকেই আপনার লেখা নিয়ে আমার কিছু কথা--- এই লাইনটি আমি কম করে হলেও এখন পর্যন্ত ২০ বার পড়েছি আর সারাদিন এটা কত বার মনে পড়েছে তা বলতে পারবো না । আপনার অতি মূল্যবান মন্তব্যটি আমি সকালেই দেখার সুযোগ হয়েছে । তাড়াহুড়া করে উত্তর সকালে দিই নি । কেননা এই মন্তব্য ছোট করে ,দ্বায় এড়ানো টাইপ মন্তব্যের উত্তর দেওয়া কখনই সম্ভব নয় । আপনি ব্যস্ত থাকেন । আমার লেখাটি পড়ে এবং মন্তব্যটি তৈরী করতে অনন্ত ১৫-২০ মিনিট সময় লাগারই কথা । আরও বেশি লাগতে পারে । শুধু একটা দোয়াই চাই আপনার এই মন্তব্য করতে যে শ্রম ব্যয় হয়েছে সেটা যেন সার্থক হয় ।আপনি বলেছেন দেরিতে মন্তব্য করছেন যেন পাঠকের চোখ কিছুটা হলেও এড়ায় । আমার মতো মানুষকে আপনার এভাবে সম্মান প্রদর্শন লজ্জা দিলো । আমার পোস্টে এসব ভাবার দরকার নেই । যখন যা বলার প্রয়োজন তখনই বলে ফেলার অনুরোধ । আপনি অনেক ভালো জানেন কেমন গঠনমূলক মন্তব্য ব্লগে আসে । এগুলো রত্ন ভাইয়া ।বড় ভাইয়ার স্থানটা আরও শক্ত হলো । এই দায়িত্ববোধ থাকুক সব সময় ব্লগিয় যাত্রায় । সকৃতজ্ঞ সালাম ও কৃতজ্ঞতা আমার । অবশ্যই আমার অকৃত্রিম শ্রদ্ধা নিতে ভুলবেন না । শুভরাত্রি ।

২৬| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৩

আখেনাটেন বলেছেন: চমৎকার একটি বিষয় সামনে তুলে এনেছেন ব্লগার রাকু হাসান।

নজরুলের কবিতা ও গান ব্রিটিশদের হালুয়া-রুটি খাওয়া কিছু মানুষের আঁতে ঘা দিয়েছিল বিংশ শতকের শুরুতেই। আর নজরুল যেহেতু কুলিন শ্রেণির কেউ ছিল না, তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপদের সময় মুখ ফিরিয়ে নিয়েছিল। তার মেধার কোনো মূল্যায়ন করা হয় নি।

যেমনটা আমাদের অন্যতম সেরা পটুয়া এস এম সুলতানও মুখোমুখি হয়েছিল।


২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০২

রাকু হাসান বলেছেন:



আর নজরুল যেহেতু কুলিন শ্রেণির কেউ ছিল না, তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপদের সময় মুখ ফিরিয়ে নিয়েছিল। তার মেধার কোনো মূল্যায়ন করা হয় নি।
--ভাইয়া আপনার সাথে শতভাগ একমত । একমাত্র নজরুলই ব্রিটিশদের মনে কাঁপন ধরাতে পেরেছিল । তাই তো লিখেছেন কোনো স্বরাজ টরাজ মানি না ,স্বাধীনতা চাই । এসএম সুলতানের ব্যাপারে তেমনটা জানি না । শেয়ার করার অনুরোধ রাখছি ভাইয়া । অনেক শুভকামনা করি । আপনার মন্তব্য ভালো লাগছে । শুভরাত্রি ।

২৭| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৪

খায়রুল আহসান বলেছেন: ভালবাসার কবি, মানবতার কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলাম কে নিয়ে লেখা আপনার এ পোস্টের অনেক তথ্যই আম পাঠকের অজানা ছিল। আপনার দেয়া তথ্য পড়ে তাই অনেকেই মর্মাহত হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন এবং সেটা তাদের মন্তব্যে প্রকাশ করেছেনও। তবে আমি সান্ত্বনা লাভ করি এ কথা ভেবে যে আমরা, এপারের বাঙালিরা এ দুখী কবিকে যথাযোগ্য শ্রদ্ধা ও ভালবাসার সাথে তার জীবনের শেষ দিনগুলোতে এ বাঙলার জলে, বাঙলার ভূমিতে পরম মমতাভরে ধারণ করেছিলাম, লালন করেছিলাম। আর এ জন্য সর্বপ্রথমে যাকে আমি কৃতিত্ব দেব, তিনি হচ্ছেন আরেক উদার হৃদয়ের বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে।
গঠনমূলক এবং অগ্রজসুলভ মন্তব্যের জন্য (২৫ নং) জোবাইরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর সে মন্তব্যকে সঠিকভাবে, অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করার জন্য আপনাকেও সাধুবাদ।

২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

রাকু হাসান বলেছেন:

স্যার যে দিন থেকে বলেছিলেন ,আপনার কাজী নজরুল ইসলামের জানাযা পড়ছেন সেই দিন আপনার প্রতি শ্রদ্ধা আরও অনেক বেড়ে গেছে আমার । আপনাকে দেখলেই মনে হয় । এমনিতেও মনে হয় প্রাণের কবির কথা ।।

আর এ জন্য সর্বপ্রথমে যাকে আমি কৃতিত্ব দেব, তিনি হচ্ছেন আরেক উদার হৃদয়ের বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে---আমিও সেই কৃতিত্ব দিব । প্রাপ্যও তিনি । বেলাশেষের দিনগুলোতে কিছুটা হলেও বাকরুদ্ধ নজরুল শান্তি পেয়েছেন। আর সেটার কৃতিত্ব মুজিব সাহেবই করতে পারে এপার ও অপার বাংলা মিলিয়ে ।

আশা করছি । শ্রদ্ধেয় জোবাইয়ের ভাইয়ের অগ্রজসুলভ মন্তব্যের প্রতিদান দিতে পারবো । সেই জন্য সহায় হোক স্রষ্টা আমার প্রতি । আপনার মন্তব্যে অনুপ্রাণিত হয়েছি । আগমেন স্বাগতম স্যার । ভালো থাকুন । দেরিতে উত্তর দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি ।

২৮| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৩

স্রাঞ্জি সে বলেছেন:
আরে রাকু ভাই, তোমার পোস্টে আমার প্রথম লাইক কিন্তু। আর তুমিও দেখতেছি আমাকে লাইক দিয়ে চলে আসছো। তাই ভাবলাম, আর কি।

এবার পোস্টের ব্যাপারে আসি। প্রথমে যে কথাটা হাত থেকে বের হচ্ছে, তা হলো এই মর্মান্তিক প্রবন্ধটা পড়ে মনটা বিষাদে বিষাক্ত হয়ে গেছে। হয়তো আপনার এই গবেষণালব্দি লেখাটি পাঠ করে পাঠকেরা খুঁজে বেড়াচ্ছে ঐ পাষাণ্ড পশুটাকে। যে একটা ঘৃণ্যতার কাজ করে মজা নিয়েছে। তবে আদৌ কি তিনি কাজটা ভাল করেছেন। পেয়েছেন কি ওপার পাড়ের শান্তিতে থাকতে। আজীবন নজরুল প্রেমীদের ঘৃণ্য ব্যক্তি হয়ে দাঁড়িয়েছেন।

একটা টাইপো না ধরলে কি হয়। =p~ কল্পনীত < কল্পনাতীত হবে।

অনিঃশেষ শুভকামনা। ভাল থাকবেন।

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৮

রাকু হাসান বলেছেন:
জ্বি সাঞ্জি ভাইয়া । আপনার পোস্ট পড়েছি আমি। ;) । লাইক দিয়ে চলেও এসেছি । আপনি মনে হয় ব্যস্ত খুব । মন্তব্যের উত্তর দেওয়ার সুযোগ হয় না :(
যে একটা ঘৃণ্যতার কাজ করে মজা নিয়েছে। তবে আদৌ কি তিনি কাজটা ভাল করেছেন। পেয়েছেন কি ওপার পাড়ের শান্তিতে থাকতে। আজীবন নজরুল প্রেমীদের ঘৃণ্য ব্যক্তি হয়ে দাঁড়িয়েছেন--ভাই ,এমনই আমার মনোভাব । দারুণ মন্তব্যে ভালো লাগা ।

হাহাহাহা এই পোস্টে বানান নিয়ে কেউ কিছু বলছে না ,ভাবছিলাম তাহলে কি ভুল করিনি :|| । আপনি ধরা দিলেন =p~

প্রাণবন্ধ মন্তব্য করেছেন সাঞ্জি সাহেব । শুভকামনা । ভালো থাকবেন আপনিও ।

২৯| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩১

সোহানী বলেছেন: সামুতে আপনাদের মত কিছু লেখক বরাবরেই সমৃদ্ধ করে চলছে। নজরুল আমার অসম্ভব পছন্দের কবি। কোনভাবেই তাঁকে আমরা সন্মানীত করতে পারিনি। আপনার লিখাটা অনেক ভাবনার খোরাক। আমি খুব ভালোভাবে পড়িনি, তাই আবারো আসবো আগের পর্ব পড়ে। আর হাঁ, আমার ভুলও হতে পারে….. সেই কবি ছিলেন সম্ভবত কবি জসিম উদ্দীন। আমি অনেক আগে এ নিয়ে কোন বই বা আর্টিকেল পড়েছিলাম। কিন্তু এতো আগে পড়েছিলাম যে কিছুই মনে করতে পারছি না।

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৯

রাকু হাসান বলেছেন:


শ্রদ্ধেয়া সোহানী আপু :) । আামার ব্লগে স্বাগতম । আপনি একজন গুণী ব্লগার ও পাঠক। প্রায় এক বছর হয়ে যাচ্ছে আমার ব্লগে আগমন কিন্তু আপনাকে খুব সম্ভবত মন্তব্যে পাই নি আপনাকে । তাই মনে মনে ভিন্ন অনুভূতি তৈরী হতো । মনে হতো হয়তো মান সম্মত বা আগ্রহ সৃষ্টি করার মতো কিছু লিখছি না ,আসছেন না । আজ এসেছেন সেই আক্ষেপ ঘুছে গেল আমার । আপনার জন্য আমার ফুলেল শুভেচ্ছা ও স্বাগতম


মন্তব্যে একটি তথ্যে চমকে গিয়েছি । যেন কোনো কিছুর নিকটে যাচ্ছি মনে হচ্ছে । প্রমাণ ছাড়া আমিও নামটি উচ্চারণ করতে চাই না । আমি অনেক উপকৃত হবো । যতি আপনার পড়া বই বা আর্টিকেলটির কোনো না কোনো ক্লু পাই । খুব দরকার এসব তথ্য বা বই । আপনার আবার আগমনের অপেক্ষায় আছি । জেনে ভালো লাগছে যে আপনিও একজন নজরুল প্রেমি । শুভকামনা জানবেন । শুভ সন্ধ্যা।

৩০| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৪

সোহানী বলেছেন: আই'ম সরি দেরী করে মন্তব্যের জন্য। আসলে এতো কম সময় ব্লগে উকিঁ দেই দেই যে ইচ্ছে থাকলে সব লিখা পড়তে পারি না। আর ইদানিং লক্ষ করছি এতো গুনী সব লেখক সামুতে আসছে যাদের লিখার মান অসাধারন। সব লিখাই পড়তে ইচ্ছে করে কিন্তু ওই যে সময়ের টানাটানি। আসলে কোন বিষয় যখন পছন্দের সাথে মিলে যায় তখনই ক্লিক করি। আর অফিসে যেতে আসতে পড়ি বলে মন্তব্যটা কম করা হয়। অসংখ্য ধন্যবাদ ফলের জন্য্। শেয়ার করি, আমার প্রিয় ফুল বেলী।

এবার প্রসঙ্গে আসি। আমার কলেজেন বাংলার শিক্ষক ছিলেন একজন কবি ও লেখক। উনি নজরুল গবেষনা কাজে হাত দিয়ে ছিলেন। উনার আগহেই আমি নজরুল সম্পর্কে অনেক কিছু জানি। তাই উনার কল্যানেই তখন বেশ কিছু বই পড়েছিলাম। তবে উনি উনার কাজ শেষ করে যেতে পারেননি। তার আগেই উনি আমাদের ছেড়ে চির বিদায় নিয়েছেন। এরপর বিশ্ববিদ্যালয় জীবনে নিজের পড়া নিয়ে এতো বিজি ছিলাম যে উনার সে গবেষনা বা কাজের অবস্থার খোঁজ নিতে পারিনি। তবে কবি জসীম উদ্দিন নিয়ে উনি প্রায় রেগে যেতেন। বলতেন খুব স্বার্থপর। যাহোক এ বিষয়ে যেহেতু কম জ্ঞান তাই এত বড় কবি নিয়ে মম্তব্য করার আগে সত্য যাচাই করা উচিত। তবে আপনি বাংলা একাডেমীতে এ নিয়ে সাহায্য পেতে পারেন। এখনো অনেকে আছেন যারা সে সময়ে এর সাথে জড়িত ছিল।

আগ্রহ থাকলো আরো কিছু জানার।

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২২

রাকু হাসান বলেছেন:

এটাই বাস্তবতা । অনেক সময় ,অনেক মূল্যবান লেখা হারিয়েও ফেলি পড়তে । আমার কাছেও মনে হয়েছে ইদানীং ব্লগে ভালো লেখা আসছে । ভালো লাগে সিনিয়র কিছু ব্লগার লিখছে । আমার মতো হাঁটতে থাকা ব্লগারদের জন্য দারুণ ব্যাপার ।
আসলে কোন বিষয় যখন পছন্দের সাথে মিলে যায় তখনই ক্লিক করি--এটিই হওয়ার কথা । প্রথমত তো ভালো লাগতে হবে । আপনি এভাবে কারণ দর্শানোর জন্য বিব্রত অনুভূব করছি ।

আপনার শিক্ষকের ব্যাপারে যা শেয়ার করলেন ,তা শুনে অবাক ও ব্যয়িত হলাম । এমন একজন মানুষ দরকার । স্রষ্টা যদি উনার কাজ করার তাওফীকটা দিতেন নিশ্চয় আমরা ভালো কিছু পেতাম । আপনার কথা শুনে বুঝলাম তিনি জানতেন অনেক কিছুই ভেতরের । পড়াশুনাও প্রচুর ছিল । আামার আরও আগ্রহ তৈরী হলো । আপনি খুব ভালো পরামর্শ দিয়েছেন । এবারে বাংলা একাডেমীতে গিয়ে তথ্য সহায়তা চাইতে পারি । অথবা নজরুল গবেষক দের সাথে আলাপ করা আশু প্রয়োজন । যা প্রয়োজন তা করবো ইনশাআল্লাহ্ ।
আপনাদের আগ্রহটাই হলো আমার জ্বালানী । শুভকামনা জানবেন । ভালো লাগছে আপনার প্রিয় ফুল বেলি দিয়ে শুভেচ্ছা জানাতে পারছি বলে । অনেক সকৃতজ্ঞ ধন্যবাদ সোহানী আপু । :) িএই নামটিও খুব পছন্দের আমার ;) শুভরাত্রি ।

৩১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৩১

অন্তরন্তর বলেছেন: নজরুলকে নিয়ে যেকোন লিখা ভাল পাই। আপনার সত্যসন্ধানী পোস্টটি অনেক কিছু জানতে সাহায্য করেছে। সেই কবির নাম জানতে ইচ্ছে করছে খুব যদিও সোহানি আপু একজনের নাম বলেছেন যদিও কনফার্ম না। আপনি জানতে পারলে জানাবেন অবশ্যই। শুভ কামনা রাকু হাসান।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০২

রাকু হাসান বলেছেন:

অনেক দিন পর আপনার দেকো পেলাম । খুব সুন্দর মন্তব্য রেখেছেন । পোস্টটি কিছু জানতে সাহায্য করায় সার্থকতা পেলাম লেখার । অব্যশই অন্তরন্তর ভাই জানাবো ,আমি চেষ্টা অব্যাহত রাখছি এবং রাখবোই । শুভকামনা জানবেন ।

৩২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আগের পর্ব পড়েছি। সেখানে জসীম উদ্দিন বিষয়ে যা লিখেছেন, এবং তা থেকে আমার যে ধারনা হয়েছে তার সাথে সোহানি আপুর কথা গুলি মিলে যাচ্ছে এবং তা সঠিক বলে মনে হচ্ছে ।
চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ নিন জনাব।

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৬

রাকু হাসান বলেছেন:

মান্যবর গিয়াস উদ্দিন ভাই ! আপনার ধন্যবাদ আন্তরিকতার সহিত গৃহিত হলো । আমিও উনার ব্যাপারে নেতিবাচক কিছু জেনেছি । এবং সেই কথাই বললেন সোহানী আপু । তথ্য প্রমাণ হলেই একটি সিদ্ধান্ত নিতে পারবো । আপনার সুন্দর মন্তব্য । শুভকামনা জানবেন । অনে......ক বেশি ভালো থাকুন ।

৩৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯

আরোগ্য বলেছেন: এই পোস্টটা মনে হলো সবার পড়া উচিত
রাকু ভাই নতুন লেখা কবে পাবো? কবিতা দিবেন কবে? না দিলেও সমস্যা নেই, ঐ কবিতা আমার জন্য যথেষ্ট। হা হা হা।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৩

রাকু হাসান বলেছেন:


ভাই আরোগ্য চাঁদগাজী স্যারের পোস্ট ও মন্তব্য পেলাম । ব্যস্ততার আড়ালে পোস্টটি মিস করতে পারতাম । কিন্তু আপনি লিংক দেওয়াতে অনেকটাই সহজ হয়ে গেল । কবিতার কথা বলেছেন। :( ,কবিতা মাথায় আসছে না ,কবিতার ভাবনার জন্য সময়টাই পাচ্ছি না :( । তবে অবশ্যই লিখবো যেমনই পারি।আপনি ও আপনাদের কথা তো রাখবোই ইনশাআল্লাহ্ ।নতুন লেখা একটু একটু করে লিখছি । যখন শেষ হবে তখনই দেওয়ার চেষ্টা থাকবে ভাই । জেনে ভালো লাগছে ,আপনি ভালো আছেন । আমিও ভালো আছি । ভালো থাকবেন । শুভরাত্রি ।

৩৪| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:৫২

অর্থনীতিবিদ বলেছেন: কবি নজরুলের সারা জীবনই কষ্টে কেটেছে। বোধহয় এটাই ছিলো তার নিয়তি।

৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

রাকু হাসান বলেছেন:

শ্রদ্ধেয় অর্থনীতিবিদ ভাই ,আপনার সাথে অনেক দিন পর দেখা । মিস করেছি । আশা করছি ভালো আছেন । নিয়তির কাছে হেরে গেছে নজরুল । বেদনায় নীল করে গেছে ভক্তদের । শুভকামনা জনবেন । ভালো থাকুন অনেক ।

৩৫| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৫

চাঙ্কু বলেছেন: আহ!! এত প্রতিভাবান কবির কি নিদারুন অর্থ-কষ্টে কেটেছে জীবন। জসীম উদ্দিন কে নিয়ে কিছু রটনা আছে তবে কোন সলিড প্রমান নাই।

যাইহোক, গত কয়েকদিন যাবত এই নজরুল সংগীতটা শুনতেছি। মাথা থেকে যাচ্ছেই না। তোমার পোষ্টে কয়েকটা নজরুল সংগীত এর লিঙ্ক এড করে দাও। মাঝে মাঝে এসে শুনে যাব।

৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

রাকু হাসান বলেছেন:

জেডা সলীড প্রমাণের খোঁজে আছি । যদি পাই অনেক ভালো লাগবে ।জেডা ঠিক আমার এমন হয় । কোনো একটা গানের প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে যাই । বারবার শুনতেই থাকি। অদ্ভুদ ভালো লাগা । এই ভালো লাগা শেষ হয়নি । এই সংগীতটি আমারও খুব পছন্দের জেডা । গান পাগল জেডাকে খুব ভাল্লাগে ;)

আরও গান এড করবো নে জেডা। আমিও একটি গানে জমে আছি সেটা আবার রবীন্দ্র সংগীত । view this link

৩৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৭

চাঙ্কু বলেছেন: নির্বাহী আদেশ - শব্দদুটো শুনলেইতো ভয়ে আমার হাত-পা ...খালি মনে কখন নাকি জানি ট্রাম্প বাবাজি এসে আমার চারপাশে ওয়াল তুলে দেয় :(

অনেকগুলো প্রিয় নজরুল সংগীত পোষ্টে এড করার জন্য তুমাকে এক-বস্তা বন্যবাদ। এখন নজরুল সংগীত শুনতে ইচ্ছা করলেই তোমার পোষ্টে এসে ঢু মারা যাবে!

সলিড প্রমানের জন্য কোন নজরুল গবেষকের সাথে কথা বলে দেখতে পার!

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন - গানটার এই ভার্সনটা শুনে দেখতে পার। কান্না চলে আসে :(

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২১

রাকু হাসান বলেছেন:

টেরাম মিয়া জেডার সাথে বেইল নাই B-) । কেন এক বস্তাই বন্যবাদ হইবে ,এক টনও হইবার পারে ;)
এখন নজরুল সংগীত শুনতে ইচ্ছা করলেই তোমার পোষ্টে এসে ঢু মারা যাবে! --হুম জেডা নজরুল ও সংগীত নিয়ে আড্ডা হবে :D
হুম জেডা গবেষকদের সাথে কথা বলবো । খুব শীঘ্রই নিশ্চয় সেই সুযোগ ও হয়ে যাবে । এই গানটি কিছু দিন আগে আমার এক ফ্রেন্ড শেয়ার করেছিলো ।আগে জানতাম না ,আজ আপনিও করলেনে জেডা । সত্যিই কান্না চলে আসার মতোই । যে কেউ কে ইমোশনাল বানিয়ে দিবে গানটি । এই গানটি অনন্ত পাঁচজন সিংগারের শুনি । খুব ভালো লাগে । :)

৩৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: স্নেহের রাকু,

অনেকদিন ব্লগে তোমাকে দেখছি না। সেবার বলেছিলে সামনের দিনগুলিতে প্রচন্ড ব্যস্ত থাকবে। তাহলে কি তোমার ব্যস্ততা এখনো কাটেনি ? কাজের মধ্যে আছি যখন ভালো থেকো ।
আজ ভাগ্যিস তোমার খোঁজ নিতে এসেছিলাম । নইলে জোবাইর ভাইয়ের এমন সুন্দর মন্তব্যটা দেখতে পেতাম না। এরকম গঠনমূলক মন্তব্যের জন্যই সামু ব্লগের এত কদর।

শুভকামনা ও ভালোবাসা জেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০১

রাকু হাসান বলেছেন:


হুম ভাইয়া :( ,আসলে ব্যস্ততা কে ধরে রাখছি বলেই ব্যস্ততা রয়ে যাচ্ছে । থাক না আরও কিছুদিন । না ভাইয়া ব্যস্ততা শেষ হয়নি । এই বছরটা আমার ব্যস্ততায় যাবে । তবে ইনশাআল্লাহ্ অবশ্যই ফাঁকে ফাঁকে ব্লগিংও হবে :) জোবাইয়র ভাই মহামূল্যবান মন্তব্য করেছে । এই দিকটা বরাবরাই উপেক্ষো করে আসছি কিন্তু ভালো লিখতে হলে নিশ্চয় সঠিক ,সুখপাঠ্য গঠনশৈলী দরকার খুব করে । তোমার পোস্টের মন্তব্যের উত্তরের অপেক্ষা থাকলাম । অনেক বেশি ভালো থাক সবাই কে নিয়ে ,শুভকামনা জানবে ও শ্রদ্ধা ।

৩৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪০

করুণাধারা বলেছেন:

 নজরুল সাহায্য প্রসঙ্গ এর আগের পর্ব পড়ে মন খারাপ হয়েছিল, তাই সেই পর্বে কিছু বলিনি। এই পর্ব পড়ে আরো মন খারাপ হয়েছিল। যার লেখা পড়ে মুগ্ধ হয়ে থাকি, তারপর তার মনের কদাকার রূপ প্রকাশ পায়, তাহলে নিজেকেই খুব ছোট মনে হয়। পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়; দারিদ্র অসহায়ত্ব আর অসুস্থতা নিয়ে নজরুল যেমন চলে গেছেন তেমনি সেই কবি ও চলে গেছেন পরপারে, হয়ত খ্যাতি এবং অর্থবিত্ত নিয়ে; দিনশেষে দুজনেই কিন্তু ধুলোয় মিশে গেছেন। মৃত্যুকালে তার মন কি একবারও সংকুচিত হয়েছিল, একজন অসহায় মানুষকে নিয়ে নিজের মিথ্যাচার ও নীচতার কথা ভেবে!! 

প্রমাণ ছাড়া কারু নাম বলা যাবে না, কিন্তু মন্তব্য পড়ার আগে আপনার পোস্ট পড়তে পড়তেই আমি সমসাময়িক বড় মুসলিম কবিদের কথা ভাবছিলাম; কবি কায়কোবাদ আর জসিম উদ্দিন। কবি কায়কোবাদ কে বাদ দিলাম, থাকলেন শুধু জসিম উদ্দিন!!! পরে মন্তব্য পড়ে দেখলাম আমার ধারণার সাথে মিলে যাচ্ছে...........

 সত্য উন্মোচিত হওয়া খুব প্রয়োজন। আশা করি নজরুল গবেষক কেউ এগিয়ে আসবেন এ ব্যাপারে।

এই পোস্ট পড়ার আগে আমি এ ঘটনা জানতাম না, জেনে মন খারাপ হয়েছিল; তাই আগে মন্তব্য করিনি। আপনাকে অনেক ধন্যবাদ, প্রিয় কবিকে নিয়ে এমন তথ্য সমৃদ্ধ একটা লেখা লেখবার জন্য। 



১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৭

রাকু হাসান বলেছেন:

আমি জানতাম এ বিষয়ে লিখতে গেলে পড়ে অনেকেরই মন খারাপ হবে কিন্তু কিছু করার ও ছিল না । সত্য খুব বেদনাদায়ক । যখন এসব বিষয়ে পড়েছিলাম কতটা মন খারাপ হয়েছিল তা বলে প্রকাশ করার মতো না ।
যার লেখা পড়ে মুগ্ধ হয়ে থাকি, তারপর তার মনের কদাকার রূপ প্রকাশ পায়, তাহলে নিজেকেই খুব ছোট মনে হয়।---বাহ চমৎকার আপনার ভাবনা । ভালো লাগলো ।
মৃত্যুকালে তার মন কি একবারও সংকুচিত হয়েছিল, একজন অসহায় মানুষকে নিয়ে নিজের মিথ্যাচার ও নীচতার কথা ভেবে!!--আমার মনে হয় সেই সময়ে সেই ব্যক্তি পুড়েছেন বিবেকের দংশনে । প্রকৃতি তো কেউ কে মুক্তি দেয় না ।নিশ্চয় সেই প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে ।

হ্যাঁ,প্রমাণ ছাড়া কারও নাম বলা ঠিক নয় । বরং বির্তক তৈরী হবে । তাই আমিও প্রকাশ করি নাই । তবে অবশ্যই কারও না কারো নাম মনে ভাসছে বারংবার । আপনি বলেছেন যখন পড়েছেন তখনও একজনের নাম মনে আসছে ,ঠিক তেমনই সোহানী আপুরও মনে হয়েছিল । উনার গবেষক শিক্ষক এসব নিয়ে অনেক কথাই বলতেন এবং তিনি গবেষণামূলক কাজেও হাত দিয়েছিলেন । ভাগ্য তাঁকে সেই সুযোগ দেয় িন দিলে হয়তো আমরা ভালো কিছু পেলেও পেতে পারতাম । আপনার মনেও একই প্রশ্ন লক্ষ্য করলাম ।

আপনার সাথে এক মত আমি । অবশ্যই নজরুল গবেষকদের এগিয়ে আসা উচিত । একজন পাঠক হিসাবে অবশ্যই চাইবো এই রহস্য উন্মোচন হোক । এসব প্রশ্নের উত্তর িচাই আমি । প্রাণবন্ধ মন্তব্য করেছেন করুণাধারা আপু ।

কৃতজ্ঞতা স্বীকার :
আপনার পোস্টে অতিমূল্যবান প্রতি উত্তর করে আমাকে বেশ ধারণা দিয়েছে । কাজে লাগবে আশা করি । সব মিলিয়ে ছোটদের বই কেমন পড়তে হবে,পড়া উচিত বা কাদের ,এমন ধারাণা পেলাম ।

অনেক ভালো থাকুন আপনি সেই কামনা করি । শ্রদ্ধা রইলো আপনার প্রতি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.