নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন্ত্রীর মায়ের কুলখানির ছবি ।
সোনালু বিকেলে হঠাৎ মেঘ-নীলের খেলা,
কাক শালিকগুলো একে একে দলে যোগ দিচ্ছে।
নয়না নয়নে দেখছে ,বয়ে নেওয়া বিষাদের ভেলা ।
নিস্তব্ধতার অসহায়ত্বের দৃষ্টি ফেলে দেখছে ওরা নয়নমুদে।।
অশ্রুহীন মলিন পথ চলায়,হাঁটছিলাম অবলীলায়।
ভুল সময়ে খসে পড়া ফুল ,
ওজরহীন ওজনে নুয়ে পড়িনি,
যেন এক পৃথিবীর শক্তি ভর করেছিলো আমার দেহে ।
শীতল পাঠিতে শীতল নিথর দেহ রাখতেই ,
চারপাশ কান্নাপল্লি হয়ে উঠেছিল !
কান্নাই এঁদের ধর্ম-কর্ম কিংবা জীবিকা ;
কিন্তু আমি পাষণ্ড সে দিন কাদিঁনি !
কারও নয়নধারার বাঁকে হাতও বুলায়নি !
আজ ভুঁরি উৎসব! রন্ধনের গন্ধে ,
আনন্দ উৎসবের ছন্দে,
যেমনি ছিল ছিয়াত্তরের মন্বন্তরে।
র্নিলজ্জ হাসিমাখা মুখ -
গরুটা দাও,মুরগিটা আরেকটু দাও ….
খাও,চেটেপুটে খাও !
বিত্তবান কাঙ্গালের ভিরে ;
কই পাব আমার ফকির ,মিসকীন ,এতিম-অনাথ ভাইরে ?
অদৃশ্যের দৃশ্যগুলো এখনও আঘাত হানে ,
হৃদয় পোড়া গন্ধ বের হয়ে আসে ।
কুলখানির কুল নেই ইসলামে ,
রক্ষা কর জাহানে প্রভু ,এ অন্তজ্বালা থেকে ।
গেঁয়ো সুখ কবিতা
কিছু কথা : অদক্ষ হাতে নিতান্তই চেষ্টা মাত্র । আমি নিশ্চিত আপনারা এই টপিকে ভালো লিখতে পারেন এবং পারবেন। ব্লগে অনিয়মিত । কথা হয়নি অনেকের সাথে। আশা করছি সবাই ভালো আছেন । ইদের শুভেচ্ছা রইলো অগ্রিম ।
৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:০৬
রাকু হাসান বলেছেন:
অনেক ধন্যবাদ বাশার । হ্যাঁ অনেক দিন পর দেখা । হয়তো আমার আপনার ঠিক মতো অবসর হয়ে উঠছে না । তবে ভুলিনি । আলহামদুলিল্লাহ্ ভালো আছি । ইদের শুভ্চ্ছো নিবেন । আপনি ভালো আছেন ভালো লাগছে । ভালোই থাকুন সব সময় ।
২| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:০৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা হয়েছে।
৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:১৩
রাকু হাসান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া ।
৩| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: সাবাস!!! নয়া কবি সাবাস। কবিতা কবিতা সাম্রাজ্যে আপনার লাল কার্পেটে আগমনে মুগ্ধ হলাম।
অভিবাদন হে প্রিয় কবি কে।
৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:৪১
রাকু হাসান বলেছেন:
হাহাহা ....কবি বানিয়ে দিলে । ভাবছিলাম কবিতা সৃষ্টি ,শিল্পও । তাই কিছু একটা কবিতা লিখলে একটু হলেও অন্য দিক থেকে ভালো হবে। তাই লেখা । কিন্তু তোমার এমন মন্তব্যে কি বলবো বুঝতে পারছি না আমি কি কবি হয়েই গেলাম ?
অভিবাদন গ্রহন করলাম যাও ।
৪| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: সেকেন্ডস স্তবকে এসে তো রীতিমতো পারমাণবিক বোমা ফাটালে । দারুন প্রচেষ্টা।তবে আগামীতে এমন প্রচেষ্টা চলতে থাকলে মনিরা আপুদের মতো অনেক কবির যে ভাত মরে যাবে সে কথা হলফ করে বলতে পারি । হা হা হা হা হা
৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:৪২
রাকু হাসান বলেছেন:
আল্লাহ্ মালুম । কবিতা ড্রাফট করবো নাকি ? তেমন কিছু ভেবে লিখি নি্
৫| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:৪৩
নীলপরি বলেছেন: অনেকদিন পর পোষ্ট দিলেন । ভালো লিখেছেন ।
++
শুভকামনা
৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:০২
রাকু হাসান বলেছেন:
হুম আপু অনেক দিন পর । দীর্ঘ বিরতিতে পোস্ট হচ্ছে । সাথে থাকার চেষ্টা করছি । আপনার উপস্থিতি ভালো লাগছে । প্লাসে কৃতজ্ঞতা প্রকাশ করছি ।ধন্যবাদ নিবেন আমার ।
৬| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:০২
মুক্তা নীল বলেছেন:
দুঃখের কবিতার মাঝে প্রতিবাদী কিছু কথা সুস্পষ্ট । ভালো লিখেছেন +++
৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:০৫
রাকু হাসান বলেছেন:
নীল আপু আপনি ঠিক ধরেছেন । আমি প্রতিবাদী কিছু আরও যোগ করতে চেয়েছিলাম ,কেন জানি বর্জন করেছি পরে । প্লাসে ধন্যবাদ নিবেন ইদের শুভেচ্ছা মুক্তাপু । আশা করছি ভালো আছেন । আগমনে খুশি হলাম ।
৭| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:১৬
মনিরা সুলতানা বলেছেন: অপূর্ব !!
দারুণ শব্দ চয়নে অসাধারণ প্রতিবাদ।
চমৎকার লেখার হাত তোমার; অনেক অনেক লিখো আমাদের জন্য।
৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:৩১
রাকু হাসান বলেছেন:
বাপরে ,তালিপরে আমার কুবি হওয়া ঠেকায় কডো (দিস ইস জেডার ভাষা )
লিখতে মন চাই । তোমরা যেমন একটা জিনিস নিয়ে ভাবো পরিশ্রম কর ,সেটা আমি করি না ,তাই সমস্যা । প্রেরণা পেলাম । ইনশাআল্লাহ্ ।
৮| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:১৯
মনিরা সুলতানা বলেছেন: পদাতিক চৌধুরি বলেছেন: সেকেন্ডস স্তবকে এসে তো রীতিমতো পারমাণবিক বোমা ফাটালে । দারুন প্রচেষ্টা।তবে আগামীতে এমন প্রচেষ্টা চলতে থাকলে মনিরা আপুদের মতো অনেক কবির যে ভাত মরে যাবে সে কথা হলফ করে বলতে পারি । হা হা হা হা হা
হাহাহাহা মনিরা আপু দের বয়স হয়েছে ভাত না খাওয়াই ভালো রাকু নিয়মিত লিখলে আমি না হয় কস্ট করে পোলাও বিরিয়ানি ই খাবো। ঠিকাছে ? তাও নিয়মিত লিখ ডিয়ার রাকু।
৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:৩৫
রাকু হাসান বলেছেন: হাহাহাহা মনিরা আপু দের বয়স হয়েছে ভাত না খাওয়াই ভালো রাকু নিয়মিত লিখলে আমি না হয় কস্ট করে পোলাও বিরিয়ানি ই খাবো। ঠিকাছে ? তাও নিয়মিত লিখ ডিয়ার রাকু।
হাহাহাহাহাহা পোলাও,বিরিয়ানিও কষ্ট করে খায় কেউ,সেটা তো আরামছে খাবে । আচ্ছা মানলাম , ,আমি ভাত খেয়ে ওয়ার্ম আপ করি তাহলে
পদাতিক ভাইয়া ,মনিরা আপুদের ভাত মরে গেলেও সমস্যা নেই ,পোলাও খাবে তাঁরা তাও কষ্ট করে
৯| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:৩৪
জুন বলেছেন: কবিতা মারাত্মক হয়েছে। নব্য কবিকে অভিনন্দন জানাই।
+
৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:৪২
রাকু হাসান বলেছেন:
জুন আপু ভাবছিলাম বুঝতে নাকি কারও সমস্যাই হয় ,এখন পর্যন্ত এমন কিছু কেউ বলেনি । ঠিক কঠিন ভাষা লাগেনি তো !
শুভেচ্ছা আপু । কালকেই শুরু হচ্ছে মাস ব্যাপী আপনার নাম গণনা । আরেকটা গোপন কথা শেয়ার করি । আমি যখন প্রথম প্রথম ব্লগে আপনার নাম দেখে ভয় পেতাম অনেকটা । হায় হায় এত এত পাঠক পোস্টের । মন্তব্যও সেই । উনার ব্লগে গিয়ে কি আর মন্তব্য করুম সবাই তো সব কয়ে দেয় । আর ভাবতাম আপনি মডারেটর । আস্তে আস্তে কেটে যায় । এখন তো .........ডরাই না আপনার মিষ্টি দুষ্টমী ব্লগে উপভোগ করি । সুস্থ্য থাকুন সব সময় । শুভকামনা করি ।
১০| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:৪০
চাঁদগাজী বলেছেন:
ওবায়দুল কাদের সাহেব নিশ্চয় বেশী খেয়ে ফেলেছেন!
৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:৪৮
রাকু হাসান বলেছেন:
না তা মনে হয় না । তবে আমার ধারণা তিনি গোশত বেশি পছন্দ করেন । ছবিটা কি বাঞ্চনীয় নয় ?
১১| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:৪১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: চৌধুরী সাহেবকে ধন্যবাদ।
রাকু হাসান, ভাবছো তোমার কবিতা পড়ে চৌধুরী সাহেবকে কেন ধন্যবাদ দিচ্ছি! না, আসলে তোমার কবিতার খবর দিয়ে আমার ঘুমটা চৌধুরী সাহেবই ভাঙিয়ে দিলেন। না হলে ঘুমের তালে কই যে হারিয়ে যেতাম, আর মিস করতাম এমন একটা মনোমুগ্ধকর কবিতা।
তোমার/আমার জাতীয় কবির জন্মদিনে ব্লগে তোমার পোস্ট নেই দেখে আমি সহ অনেকেই অবাক হলাম। এটা নিয়েই চৌধুরি সাহেবের সাথে আলোচনা হচ্ছিল। যাকগে , তুমি যে ব্যস্ততার ফাঁকে এমন একটা কবিতা আমাদের আত্মায় লেপ্টে দিলে সেটাই বা কম কিসে। যেও না, থেকে যেও নিজের (ব্লগ) বাড়িতে।
ভাউ, কুলখানির নামে যে কুসংস্কারানুষ্ঠান আমাদের এই বাঙলায় চলছে তা নিতান্তই নির্বোধ মার্কা কর্মকাণ্ড ছাড়া অন্য কিছু না। ইসলামে এর কোন অস্তিত্ব নেই। তোমার সাথে সুর মিলিয়ে আমি আবারো বলছি, ইসলামে কুলখানির কোন অস্তিত্ব নেই। মানুষের মৃত্যুর পর তার আত্মা চায় কিছু নেক আমল। আর সেই নেক আমল পাঠানোর সর্বোত্তম পন্থা হচ্ছে সদকাহে জারিয়া (প্রবাহমান পুণ্য)। সদকাহের জারিয়ার মধ্যে কুলখানির কোন অস্তিত্ব নেই। এই কুলখানির টাকা ফালতু এভাবে বিনোদনে না লাগিয়ে প্রতিবেশী/আত্মীয় হতদরিদ্রদের মাঝে বিলিয়ে দিলে দারিত্রতা দূরিকরণে যেমন এই অর্থ কাজ দিতো তেমনি অটোমেটিক একটা বিরাট সদকাহে জারিয়ার পুণ্য মৃতের আত্মায় পৌঁছে যেত। এবং এই পুণ্যটা চলমান পৌঁছতেই থাকতো..।
চৌধুরী সাহেবের হলফের সাথে আমিও একমত ♥
৩১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৬
রাকু হাসান বলেছেন: তাজুল ভাইয়া অতি সুন্দর মন্তব্যটি কয়েকবার পড়লাম । সুভাস পেলাম তোমাদের আদর,স্নেহ ভালোবাসা এক কথায় ব্লগীয় মিথস্ক্রিয়ার । হুম ঠিক এই সব কারণেই থেকে যাই ,রয়ে যাই ,আমার নীড়ে ,যেখানে শুধু আমিই আমার মতো বিচরণ করতে পারি । কোথায় যাব ? হয়তো একটু আ্যাক্টিভিটি কিছু সময়ের জন্য কমে যেতে পারে তবে যাওয়ার পথ নেই । যত দিন আছি।
ভাইয়া,আমি কেমন জানি নিজেই জানি না , কিছু একটা লিখলে ভালো হতো অনন্ত আমার জ্ঞানী সহব্লগারদের কথা চিন্তা করে হলেও । সমস্যা আমার নজরুল কে ধারণ করা বা সম্মান জানানো যেন নির্দিষ্ট দিবস কেন্দ্রিক না হয় ,তাই ইচ্ছা করেই বিরত ছিলাম । হ্যাঁ ,গুরুত্বপূর্ণ দিনটিতে একটু লিখে সম্মান জানালে ক্ষতি হতো না । অনেকটা নজরুল প্রেমী হিসোবে দ্বায়ও থাকে ।
কবিতা নিয়েও খুব ভালো মন্তব্য পেলাম। আামরও বক্তব্যও এটা । ইসলাম কত সুন্দর বিধান রেখে গেছেন সেটা না করে উল্টো । এই জন্যই আমাদের অধঃপতন। আত্মীয় হারানোর বেদনা কি এতই সহজ। কিভাবে মৃত্যু উপলক্ষে তথাকপিত কুলখানিতে মানুষ খায় । সংশ্লিষ্ট লোকজনই বা কিভাবে েএই সবের আয়োজন করে । এতটুকু আবেগ/বিবেগে আঘাত দেয় না । কষ্ট হয় ।
অনেক দিন পর ব্লগে এসে প্রিয় ব্লগারদের পেয়ে খুব ভালো লাগছে । দোয়া ,ভালোবাসা রইলো । ইদের শুভেচ্ছা রইলো ভাইয়া ।
১২| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:৪৭
মনিরা সুলতানা বলেছেন: সৈয়দ সাব এবং চৌধুরী সাহেব আপনাদের হলফের সাথে আমি ও সহমত ভাই
তাই আগের পোলাও বুকিং দিয়া রাখছি, ভাত আর খামু ই না।
অনেক অনেক শুভ কামনা রাকু আবার ও !! তোমার চমৎকার সব লেখার অপেক্ষায় রইলাম
৩১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৭
রাকু হাসান বলেছেন:
হাহাহাহাহাহাহাহাহা--তাই আগের পোলাও বুকিং দিয়া রাখছি, ভাত আর খামু ই না।
বুঝছি তবু চাচ্ছ আমি লিখি ।
হ চেষ্টাইয়ুম আমি । আরি ইফতারের সময় হয়ে গেছে । যাই্ যাই পরে আসি। দোয়া প্রার্থী ইফতারে । শুধুই ভালোবাসা রইরো তোমার প্রতি ।
ও সৈয়দ ভাইয়া কে এটা গুগলি মারলে । ভাইয়া ডোন্ট মাইন্ট
১৩| ০১ লা জুন, ২০১৯ রাত ১২:০৫
ল বলেছেন:
প্রতিবাদী কবিতায় মনের যত না বলা অভিব্যক্তি কবিতার চরণে!!
অসাধারণ প্রকাশ।
ভালো লাগলো। শুভ কামনা।
০১ লা জুন, ২০১৯ দুপুর ২:৪৬
রাকু হাসান বলেছেন:
দারুণ ভালো লাগা উপস্থিতিতে । আশা করছি ভালো আছেন ভাইয়া । ইদ কি দেশেই কাটবে ! আনন্দে থাকুন । ইদের শুভেচ্ছা রইলো । দোয়া থাকছে।
১৪| ০১ লা জুন, ২০১৯ রাত ১২:১৬
নাসির ইয়ামান বলেছেন: কুলখানির কুসংস্কার নিয়ে কবিতা লেখে কাজের কাজ করেছেন ভাইয়া!
০১ লা জুন, ২০১৯ দুপুর ২:৪৭
রাকু হাসান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া । আমার ব্লগে প্রথম আসলেন । স্বাগতম আপনাকে । রমজানের পবিত্রতার শুভেচ্ছা নিতে অবশ্যই ভুলবেন না ।
১৫| ০১ লা জুন, ২০১৯ রাত ৩:৫১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপুর অভ্যাস বড্ড চমৎকার। তোমারে নিয়ে যদি পোলাও আর কাচ্ছি বিরানী খেতে যায় তো তুমি শেষ। তোমার চৌদ্দপুরুষ কুরবান করেও বিল কিন্তু তুমি দিতে পারবা না! দেইখো এর সত্যতা আপি স্বীকার করবে না যাকগে, আপু খাইতে চাইছে, ডুবাইয়ের পুলাও না খাওয়ানো যাক, তবে বাঙালিয়ান পুলাও কিন্তু ডুবাইয়ের পাশাপাশি বটে
তয় কথা হচ্ছে গিয়ে, পুলাও কিন্তু আমরাও খেতে পারি কলকাতান চৌধুরী সাহেবও কিন্তু কম পারে না!
বুকিং দিয়ে রাখলুন! তাছাড়া সৈয়দ হওয়ায় খুব একটা সুবিধায় নাই, খেতে গেলেও বাছবিচার করে খেতে হয়, কেউ যাকাত, ফিতরা বা সদকাহ দিয়ে কুলখানির আয়োজন করলো কিনা! এমতাবস্থায় পোলাও পার্টি আমার জন্য জান্নাতী সুখবর বটে। ♥
০১ লা জুন, ২০১৯ দুপুর ২:৫৭
রাকু হাসান বলেছেন:
তাই নাকি । তাইলে আপু হাত করতেই হয় । আমি কিন্তু পোলাও খোরও বটে । কিন্তু যেভাবে বড়জনেরা পোলাও খাওয়ার জন্য দাঁত ধার দিচ্ছে সেখানে কি পিচ্চিপোলাপানতের স্থান হইবে । সাদা ভাত দিয়েই সন্তুষ্ট রাখতে চাচ্ছে । হুম বাঙালির পোলাও আমাার কাছে বেস্ট ।
পুলাও কিন্তু আমরাও খেতে পারি কলকাতান চৌধুরী সাহেবও কিন্তু কম পারে না!
বুকিং দিয়ে রাখলুন!
হাহাহাহাহা । খাদক পার্টি দেখছি । সমস্যা নেই ,বড় খেলে আমিও কিছু িনা কিছু পাব ,এখন সাদা ভাতের কথা বললেও পরে তো না দিয়ে পারবে না হাহাহা ।
হ্যাঁ,এসব হিসাব আমাদেরও করতে করা উচিত । কুলখানি আমি বিগত ক বছর ধরে এড়িয়ে চলছি । এ নিয়ে বিব্রতকর অবস্থায়ও পড়তে হয়েছে । আরেকটি কথা এসব আয়োজন করতে এক শ্রেণির মোল্লাদের ব্যাপক উদ্দীপনা দেখা যায় । তাদের সঠিক েইসলাম পোঁছানোর দায়িত্বপালন করা উচিত ।
আল্লাহ্ আমাদের সঠিক ইসলাম পালনের সুযোগ দান করুক । আমীন । সত্যি মজা পাচ্ছি ব্লগীয় আনন্দের জন্য । ভালো নিরন্তর .....ইদ ভালো কাটুক ভাইয়া ।
১৬| ০১ লা জুন, ২০১৯ সকাল ১০:১৩
খায়রুল আহসান বলেছেন: "কুলখানির কুল নেই ইসলামে" - এই কথাটা ক'জনাই বা জানে, এবং মানে?
কবিতার মাধ্যমে একটি প্রাসঙ্গিক বিষয় চমৎকারভাবে তুলে ধরেছেন। চল্লিশ দিনের মধ্যেই কান্নার মাতম ভুঁড়িভোজে পরিণত হয়ে যায়। সে ভোজে বিত্তবান কাঙালরাই সোল্লাসে অংশগ্রহণ করে থাকে। সত্যিকারের কাঙালদের সেখানে থাকেনা কোন প্রবেশাধিকার।
"কিছু কথা" ভাল লেগেছে। আপনাকেও জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা!
০১ লা জুন, ২০১৯ বিকাল ৩:০৯
রাকু হাসান বলেছেন:
আসসালামু আলাইকুম স্যার । আপনার দীর্ঘ দিনের অনুপস্থিতিতে দুচিন্তায় ছিলাম । এখন অবশ্য কেটে গেছে । আপনি যে সু্স্থ্য আছেন সে খবর জানিয়ে ছিল সাঞ্জি ভাইয়া । আমাদের দেশে প্রচুর ইসলামের আলোচনা হয় । কিন্তু এখনও কুলখানির ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে পারেন নি । বরং এসব লোকদের পৃষ্ঠপোষকতায় এগুলো হচ্ছে । আরেকটি বিষয় লোক দেখানোর জন্য কুলখানি হয় । কতজন খাওয়াতে পারলো সেই প্রতিযোগিতা চলে । যত বেশি খাবে তত সুনাম । অদ্ভুদ মানসিকতা । বের হয়ে আসতে হবে । অথচ আমার ইসলাম কত সুন্দর বিধান রেখে গেছে। বিত্তবান কাঙালরা সোল্লাসে অংশগ্রহণ করে থাকে
আপনি একদম সঠিক বলেছেন । কুলখানিগুলোতে লক্ষ্য করলেই বোঝা যায় । কোনো কোনো কুলখানিতে দরিদ্রদের অংশ গ্রহণ দেখা গেলেও ,সেটা নিতান্ত কম । তাঁদের জন্য প্রায় সময়ই আলাদা বসার ব্যবস্থা করা হয় । থাকে সন্তুষ্ট মূলক আচরণও । পরিচায়কও সঠিক মূল্যায়ন করার অভাব দেখিছি । অথচ প্রকৃত মেহমান তারাই ছিল । কুলখানি নবি (সা.) পালন করেন নি । সঠিক দলিল ,প্রমাণও নেই । আমি বলবো হিন্দুয়ানি সংস্কৃতির একটা প্রবেশ এটা ।
প্রাণবন্ধ মন্তব্যে কৃতজ্ঞতা আপনার প্রতি । ঈদের শুভেচ্ছা গ্রহণ করায় ধন্যবাদ স্যার । পবিত্র মাসের পবিত্রতা আপনার জগত জুড়ে ছোঁয়ে যাক । এনে দিক স্বর্গীয় প্রশান্তি । ভালো থাকবেন ।
১৭| ০১ লা জুন, ২০১৯ দুপুর ২:১৩
পদাতিক চৌধুরি বলেছেন: রাকু, তোমার কুলখানিতে মনিরা আপু ও তাজুল ভাইয়ের সৌজন্যে এত সুন্দর কাচ্চি বিরিয়ানি, পোলাও এর ব্যবস্থা থাকবে ভাবতে পারেনি। আমি রোজার কটা দিন আর সাদা ভাত খামু না। শুধু পোলাও খেয়ে যাব হা হা হা হা হা।
০১ লা জুন, ২০১৯ বিকাল ৩:২১
রাকু হাসান বলেছেন:
আমি রোজার কটা দিন আর সাদা ভাত খামু না। শুধু পোলাও খেয়ে যাব হা হা হা হা হা।
হাহহাহাহাহাহাহহাহ । তোমাদের রোজার তো বারোটা বাজবে না ?
যেভাবে প্রস্তুতি নিচ্ছ । বাপরে বাপ
আমি না হয় পারমানবিক বোম্ব ফাটালাম কবিতায় কিন্তু তুমি দেখছি হাইড্রোজেন বোম্ব ফাটালে পোলায়ের কথা এনে । হাহাহ।
উপভোগ করছি ।
ব্লগটা এই সব কারণেই ভালো লাগে খু্ব । যেন আমার নিজ ঘর । ঠিকানা । কথা হবে । ভালো থাক সব সব সব সব সময় । ভাইপোর খবর নেই নি অনেক দিন । সে কেমন আছে ? ইদে কোনো প্লান টোন আছে নাকি কোথাও যাওয়ার । গেলে ছবি ব্লগ তো পাবই । জানিও কোনো এক ফাঁকে । ভালোবাসা ও শ্রদ্ধা থাকছে ।
০২ রা জুন, ২০২০ দুপুর ১২:১৩
রাকু হাসান বলেছেন:
ভাইয়া নিজের পুরাতন কবিতা পড়ি , আবারও কি চেষ্টা করা যায় লিখতে কিছু ?
১৮| ০১ লা জুন, ২০১৯ বিকাল ৪:৩৫
জাহিদ অনিক বলেছেন: প্রতিবাদী কবিতা। হিপোক্রেসি সব জায়গায়তেই আছে। কেউ কিছে জানে না বুঝে না ভান করে শুধু খেয়েই যাচ্ছে----
ভালো লেগেছে।
ঈদের অগ্রিম শুভেচ্ছা রাকু হাসান
০১ লা জুন, ২০১৯ রাত ৯:১৬
রাকু হাসান বলেছেন:
হিপোক্রেসি সব জায়গায়তেই আছে।--
হুম অবশ্যই । তবে যতটা শোধরাতে পারবো তত ভালো ফল আমরাই ভোগ করবো । আমার সচেতনতা বাড়াতে হবে । অন্য উপায়ে আমরা অধিক সওয়াবের কাজ করতে পারি ।
ঈদের শুভেচ্ছা আপনাকেও ।
১৯| ০১ লা জুন, ২০১৯ বিকাল ৪:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অস্মভব সুন্দর লিখেছেন যা বাস্তব সত্য। কিয়ের কূলখানি, আনন্দ উৎসব করে মানুষ, মৃত ব্যক্তির জন্য নিজের সন্তান ও আত্মীয় স্বজনের দোয়াই কবুল হয়
০১ লা জুন, ২০১৯ রাত ১০:৩৩
রাকু হাসান বলেছেন:
ইসলাম সেটাই বলছে । আমরা বানিয়ে নিচ্ছি আমাদের মতো করে।সুন্দর মন্তব্য করেছেন । ধন্যবাদ ফাতেমা আপু
২০| ০১ লা জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২৫
ওমেরা বলেছেন: সব্বাই আপনার কবিতার এত এত প্রশংসা করছে আপনি ফুলে টুলে ঢুল হয়ে গিয়েছেন । আমি আসলাম ফুটো করে দিতে ———
না পারলাম না , আসলেই কবিতা ভালো লিখেছেন । আরো বেশী বেশী লিখুন ।
ধন্যবাদ ।
০১ লা জুন, ২০১৯ রাত ১০:৩৬
রাকু হাসান বলেছেন:
হাহাহাহা........ফুটো করে দিলেও অখুশি হতাম না । ধন্যবাদ ওমেরা আপু । পাশে রাখবেন । যখন মন চাবে তখন তো কি বোর্ড চাপবোই। শুভকামনা ।
২১| ০১ লা জুন, ২০১৯ রাত ৯:০৩
আহমেদ জী এস বলেছেন: রাকু হাসান,
অদক্ষ হাতে দক্ষ এক অনাচার দেখিয়ের প্রতিবাদী কবিতা।
"ভুল সময়ে খসে পড়া ফুল" লাইনটিতে অনেক অনেক কষ্টের কথা লুকানো।
"বিত্তবান কাঙালের ভিড়ে" লাইনটিও দক্ষ চোখের সঠিক অনুধাবন।
একাধারে কোনও কুল এবং কূল নেই এখন আর ইসলামে। এটা এখন যার যার মতো বানানো ফতোয়া নির্ভর। ইসলামের জীবনধারার পরিপূর্ণতা, সৌম্যতার ছোঁয়া নেই কোথাও।
ঈদের অগ্রিম শুভেচ্ছা আপনাকেও।
০১ লা জুন, ২০১৯ রাত ১০:৪৯
রাকু হাসান বলেছেন: থমেই সালাম জ্ঞাপন করছি । আপনার মন্তব্য মানেই অন্যরকম কিছু ,সেটা ইতিবাচক কিংবা নেতিবাচক দিক দিয়েই হোক।আমি ইতিবাচক ভাবেই দেখি।
অদক্ষ হাতে দক্ষ এক অনাচার দেখিয়ের প্রতিবাদী কবিতা---আমার ইচ্ছা ছিল কিছু একটা প্রতিবাদ করাবো কবিতার মাধ্যমে । আপনার মন্তব্যে বুঝতে পারলাম কিছুটা হলেও স্বার্থক হয়েছি। চেষ্টা করার তাড়না আপনারাই বাড়িয়ে দিলেন ।
ভুল সময়ে খসে পড়া ফুল" লাইনটিতে অনেক অনেক কষ্টের কথা লুকানো। ----না,অস্বীকার করবো না । এই লাইনটি সত্যিই অনেক কষ্টের ।
এটা এখন যার যার মতো বানানো ফতোয়া নির্ভর--কিছু পেটুক মানুষের জন্যই এসব।এটা যেন ফ্যাশন । মান -
সম্মানের মানদন্ড।
ইসলামের জীবনধারার পরিপূর্ণতা, সৌম্যতার ছোঁয়া নেই কোথাও। --হাজারবার একমত ।
এন্টিবায়োটিক নিয়ে নতুন পর্ব এসেছে । লিখেছেন । এড়িয়ে গিয়েছিল । আজ দেখলাম শেষ পর্ব নিয়ে আরেকটি লেখা আছে । সিরিজটি আমার দারুণ ভালো লাগছে।
খুব খুব সুন্দর মন্তব্য উপহার দেওয়ার জন্য কৃতজ্ঞতা । আরেকটা অনুরোধ করবো ,আমার মনে হয় আপনি যথেষ্ট জ্ঞান আমাদের মতো ব্লগারদের টেকনিক্যাল দিকনির্দেশনামূলক পরামর্শ দিতে। আমার যে কোনো লেখায় সমালোচনা মূলক ,নির্দেশনামূলক মন্তব্য আসলেও বিন্দুমাত্র মাইন্ড করবো না ।
আপনার সুস্থ্যতা কামনা করছি । সব সময় ভালা থাকুন । শুভেচ্ছা ।
২২| ০১ লা জুন, ২০১৯ রাত ১০:১৫
আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার একটা প্রতিবাদী চোখে আঙুল তুলে দেখানো পোস্ট....
অনেক সংস্কৃতিই আমাদের রন্ধ্রে প্রবেশ করেছে নানা কালে....
তারই মূর্ত প্রতিবাদ করেছেন এ কবিতায়....
লাইনে লাইনে করেছেন ভুলকে সংহার...
কবিতায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ন্যায় ভালোলাগা....
১০ ই জুন, ২০১৯ বিকাল ৪:০৬
রাকু হাসান বলেছেন:
গ্রেট ! এত সুন্দর মন্তব্য আমার ব্লগে । খুব আন্তরিক মন্তব্য রেখেছেন ভাই। কবিতা ভালো লাগায় ধন্যবাদ রইলো । ভালো থাকুন সব সময় ।
২৩| ০৫ ই জুন, ২০১৯ সকাল ৯:০৯
নজসু বলেছেন:
১০ ই জুন, ২০১৯ বিকাল ৪:০৮
রাকু হাসান বলেছেন:
নজসু ভাই। আশা করছি ইদ খুব ভালো কাটিয়েছেন ।
২৪| ০৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:২৭
আরোগ্য বলেছেন: প্রিয় রাকু ভাই ,
ঈদ মোবারক। আশা করি ভালো আছেন। সবাই ভালো আছে নিশ্চয়ই।
কবিতাখানি সেদিনই পড়েছি কিন্তু লগইন করিনি। আপনার পোস্ট আর পদাতিক ভাইটির পোস্ট কিভাবে মিস করতে পারি।
সাটায়ার কিন্তু খুব ভালো হয়েছে। সবসময়ের মত ভালোলাগা রইলো।
১০ ই জুন, ২০১৯ বিকাল ৪:১২
রাকু হাসান বলেছেন:
আরোগ্য ভাই আশা করছি ভালো আছেন । শুভকামনা ছিল ইদ যেন ভালো কাটে পরিবারের সাথে ।
আপনার পোস্ট আর পদাতিক ভাইটির পোস্ট কিভাবে মিস করতে পারি। বাহ কত ভালোবাসায় জড়োনো কথাটি । শুধুই ভালোবাসা রইলো ।
সাটায়ার কিন্তু খুব ভালো হয়েছে।---অনেক অনেক ধন্যবাদ ভাই। মন্তব্য ও পাঠে কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
২৫| ০৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:২৮
আরোগ্য বলেছেন: খেলা দেখছেন তো?
১০ ই জুন, ২০১৯ বিকাল ৪:১৫
রাকু হাসান বলেছেন:
দুঃখপ্রকাশ করছি দেরিতে উত্তর দেওয়াতে। হুম সব খেলায় কিছু না কিছু দেখছি । বাংলাদেশের হলে পুরো খেলা দেখার চেষ্টা করি । বাংলাদেশর জন্য দোয়া প্রার্থী। কালকে শ্রীলংকার সাথে ম্যাচ আছে । দেখার অগ্রিম দাওয়াত দিলাম ।
২৬| ০৭ ই জুন, ২০১৯ সকাল ৮:০৬
চাঙ্কু বলেছেন: এইরাম প্রতিবাদী কোবতে!!
শব্দচয়নডা ননাফসুসিত হইছে!!
১০ ই জুন, ২০১৯ বিকাল ৪:১৬
রাকু হাসান বলেছেন:
হাহাহা.......থিংকু জেডা ,অনেক দিন পর জেডাকে ব্লগে বেশ স্বাভাবিক দেখলাম অনেক পোস্টের মন্তব্যে দেখে ভালো লাগছে । জেডা একটা কোবতে লিখুন
২৭| ১১ ই জুন, ২০১৯ দুপুর ১২:৫৬
নজসু বলেছেন:
প্রিয় রাকু হাসান ভাই।
আপনার কবিতা পাঠ শেষ করার পরও প্রথমাংশে আবারও চোখ চলে গেলো।
কবিতার উপমাগুলো আমাকে মন্ত্রমুগ্ধের মতো টানলো যেন।
প্রথম শব্দটাই চুম্বক যেন। বিকেলের সাথে সোনালু। সোনালু বিকেল মানে অন্যরকম একটি বিকেল।
পড়ন্ত আলো, সূর্যের মলিনাভাব, উদাসী মনের আকুলতায় নিমজ্জিত থাকে যেন।
কবিতাটা যদিও দীর্ঘশ্বাসের, হতাশা আর প্রতিবাদের।
কিন্তু একবার ভাবুন তো কোন এক বিকেলে এক পশলা বৃষ্টির পর সোনালী রোদে আকাশ ঝলমল করে উঠলো।
কেমন লাগবে তখন? হয়তো বিষন্ন মন আরও বিষন্ন হবে। নয়তো আলোকিত মন আরও খুশিতে ভরে যাবে।
আপনার কবিতার রেশ ধরেই বলি, হতাশার আলো কেটে, অজ্ঞতার বেড়াজাল পেরিয়ে এক পশলা বৃষ্টির পরে সোনালী রোদ সত্যি একদিন মন আন্দোলিত করবে।
ভুড়ি ভোজের আয়োজনে কাক শালিকের আনগোনায় বিত্তবানরা শোকের অনুষ্ঠানকে হতো আনন্দময় করে তুলতে চায়।
কবিতার বেশ কিছু শব্দ আমাকে ভাবাচ্ছে। শেষে এসে ভাবাচ্ছে হৃদয় পোড়া গন্ধ।
এই হৃদয় পোড়া গন্ধ কি তাদের নাকে গিয়ে পৌঁছায়? যারা লৌকিকতা করছে।
আমরা যেদিন আমাদের লোক দেখানো প্রতিযোগিতা, অজ্ঞতার কুলখানি করতে পারবো সেদিন হয়তো আমাদে বিবেক জাগ্রত হবে, মুক্তি মিলবে।
১২ ই জুন, ২০১৯ রাত ৮:৪০
রাকু হাসান বলেছেন:
নজসু ভাই ,আপনার বিশ্লেষণমূলক মন্তব্যটি কয়েকবার পড়েছি । সময় নিয়ে মন্তব্য করলাম । এমন মন্তব্য যে একজন পোস্টকারীকে কতটা আনন্দ দিতে পারে সেটা পোস্টকারীই বুঝবে । কবিতার স্বার্থকতাও সেখানেই খোঁজে পাই ,শক্তিটাও এখানেই আামর । আপনি আপনার মন্তব্য দিয়ে ইতমধ্যে একটা সম্মানজনক স্থান লাভ করে ফেলেছেন ,না এটা শুধু আমার পোস্টেই না । অন্য পোস্টেও আমার মন্তব্যগুলো আমাকে ভালোলাগা দেয় । একজন ভালো পাঠক যে আপনি সেটায় কোনো প্রকার সন্দেহ নেই । আমারও না এমনকি ব্লগের কারও । কবিতার রস কষ অনেকাই আপনার মন্তব্যেই উঠে এসেছে । আবেগটাও ধরে ফেলেছেন ।
বিকেলের সাথে সোনালু। সোনালু বিকেল মানে অন্যরকম একটি বিকেল।
পড়ন্ত আলো, সূর্যের মলিনাভাব, উদাসী মনের আকুলতায় নিমজ্জিত থাকে যেন।
--হুম হাজারো ভাগ একমত । এমন একটা দিনে প্রকৃতি ও কবিতাপ্রেমী মানুষ মাত্রই মনের অজান্তেই কবিতার বাক্যমালা হানা দেয় । দারুণ সময়টা তখন উপভোগ করাটাই মুখ্য হয় আমার জন্য । কিন্তু এমনটা একটা সময়েই যদি হারানো আঘাতে
হৃদয়ে জখম হয় ! কেমন লাগবে ! হ্যাঁ প্রত্যেকটি এমন বিকেলেই যেন ভেসে উঠে সেইসব দৃশ্য । উপরের অংশেই মূলভাব আপনি মন্তব্যেই তুলে ধরেছেন ।
কবিতাটা যদিও দীর্ঘশ্বাসের, হতাশা আর প্রতিবাদের। --হুম কবিতার স্তম্ভ মূলত এই তিনটিই । দীর্ঘশ্বাস ও হতাশার জন্যই প্রতিবাদটা এসেছে । এরা ক্রমানয়ে এসেছে ।
হৃদয় পোড়া গন্ধে ওদের বিবেক জাগবে কিনা জানি না ।ওদের সেই ক্ষমতা প্রভু দিয়েছে বলেও মনে হয় না ।
আপনার সেই বাক্যটিই এই কবিতার প্রত্যাশা । অসাধারণ মন্তব্য করেছেন নজসু ভাই । আপনার জন্য আমার দোয়া ও ভালোবাসা রইলো । অবশ্যই আপনি ভালো থাকবেন আপনি ও আপনার পরিবার নিয়ে । শুভকামনা ।
২৮| ১৩ ই জুন, ২০১৯ রাত ১১:৩৯
চাঙ্কু বলেছেন: দেশে কুবির সংখ্যা ভয়ানক বেঁড়ে গেছে, আমি কুবিতা লেখে আর ঝামেলা বাড়াতে চাই না
১৪ ই জুন, ২০১৯ রাত ৮:০৩
রাকু হাসান বলেছেন:
হাহাহাহা । মনে হচ্ছে ভাত মেরে দিবেন মনিরা আপুদের
। জেডার জন্য দারুণ ভিডিও শেয়ার করলাম ।
https://www.youtube.com/watch?v=mBnQ-4MCkRo
২৯| ১৫ ই জুন, ২০১৯ সকাল ৮:১৮
চাঙ্কু বলেছেন: ভিডিওর জন্য বন্যবাদ তুমারে। কুমিল্লাতে নজরুল এর স্মৃতি বিজড়িত অনেক কিছু আছে। এখন কেউ এইগুলার যত্ন নিলেই হয়।
২০ শে জুন, ২০১৯ বিকাল ৪:১১
রাকু হাসান বলেছেন:
অযত্নে রয়েছে কাজী নজরুল স্মুতি বিজড়িত অনেক কিছুই । রাজধানীতেই আছে এমন স্থান । জায়গাটির নাম ভুলে গেছি । জেডা আজ যেন খেয়ায় জয় পায় । দোয়া করবেন । জিতলে কোবতে উপহার দিমু
৩০| ২০ শে জুন, ২০১৯ বিকাল ৩:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন লেখা চাই
২৬ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪২
রাকু হাসান বলেছেন:
ছবি আপু নোটিফিকেশন জটিলতায় উত্তর দিতে দেরি হওয়াতে দুঃক প্রকাশ করছি ।
পোস্ট তো দিলাম । কবিতা আসছে না ।
৩১| ২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৫২
অর্ক বলেছেন:
দারুণ! সোনালু ফুল ও ফুলে ছাওয়া গাছ বিধাতার অপূর্ব সৃষ্টি। ঢাকার রমনা পার্কে আছে; বসন্তে ফুলে ছেয়ে যায়- সত্যি দারুণ লাগে! সোনালু বিকেল পড়ে খুব মনে পড়লো।
শুভেচ্ছা নিরবচ্ছিন্ন।
২৬ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
রাকু হাসান বলেছেন:
আহ! দারুণ এক ছবি নিয়ে মন্তব্য করেছেন ভাইয়া । সোনালু বিকেলটা খুব মিস করি । এখনও বিকেল হয় সোনালু বিকেলের খোঁজ পাই না ব্যস্ততার জন্য।
অনেক কৃতজ্ঞতা ভাইয়া । শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
৩২| ২৬ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
করুণাধারা বলেছেন: অল্প কথায় কি চমৎকার করে কুলখানি নিয়ে লিখেছেন! কেন এটা আগে চোখে পড়েনি জানিনা! এখন যখন আমি কুলখানির অপ্রয়োজনীয়তা, আর বিরক্তিকর অভিজ্ঞতা নিয়ে ভাবছিলাম, তখনই চোখে পড়লো!!
২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৪০
রাকু হাসান বলেছেন:
ব্যস্ততায় বা কোনো কারণে চোখ এড়িয়ে যেতেই পারে । তবে আপনি শেষ পর্যন্ত কবিতা পড়ছেন এবং মন্তব্য রেখে তার জন্য ভালো লাগছে আমার । ঠিক সময়ে চোখে পড়লো তাহলে । কুলখানি নিয়ে জনসচেতনতামূলক লেখা প্রয়োজন । ভালো থাকবেন আপু । শুভরাত্রি ।
৩৩| ২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:২৯
ইসিয়াক বলেছেন: চমৎকার প্রতিবাদি কবিতা।
ভালো লাগা রেখে গেলাম।
নিরন্তর শুভকামনা।
# এই কবিতা যখন লেখা তখন আমার ব্লগে জন্মই হয়নি। হা হা হা।
০২ রা জুন, ২০২০ দুপুর ১২:০৯
রাকু হাসান বলেছেন:
ধন্যবাদ আমন্ত্রণ গ্রহণ করার জন্য। # এই কবিতা যখন লেখা তখন আমার ব্লগে জন্মই হয়নি। হা হা হা
ভালো থাকবেন ভাই। পড়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
৩৪| ১০ ই জুন, ২০২০ বিকাল ৪:৪৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার, চমৎকার এবং অতি উচুঁমানের চমৎকার ভাল লাগার একটি বাস্তব কবিতা। স্যালুট কবি। আমার কাছে এই ধরনের কবিতা ভীষণ ভাল লাগে --আহা, অনেক দিন পরে মনের স্বাধ মিটলো ----শুভকামনা নিরন্তর
০১ লা জানুয়ারি, ২০২১ দুপুর ১:২৪
রাকু হাসান বলেছেন:
ক্ষমা চাচ্ছি আমার এই কবিতায় আপনার মন্তব্যের সঠিক সময়ে উত্তর দিতে পারিনি বলে।আজ পুরান লেখা, মন্তব্য পড়তে পড়তে চোখে আসল এই মন্তব্য।সত্যই আপনার মন্তব্য উৎসাহ যুগাল।আপনার কবিতাগুলো ভাবনার খোরাক দেয় আমায়।সময় পেলেই চুপি চুপি যায় আপনার ব্লগে পড়তে। ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:০৩
এ.এস বাশার বলেছেন: অসামান্য লিখেছেন রাকু ভাই,,,,,,,,,,,
অনেকদিন পর দেখা কেমন আছেন....
আমি ভালো আছি.....