নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চতুর্থ দিনের মতো চলছে পাটকল শ্রমিকদের ১১ দফা দাবিতে আমরণ অনশন । পাটকল শ্রমিকদের দাবি অনেক দিনের । সরকারের কোনো মহল এগিয়ে আসতে দেখিনি কোনো অদৃশ্য কারণে । একজনের মৃত্যু হয়েছে ,হাসপাতালে ভর্তি শতাধিক । আসলে পাটকল শ্রমিকরা বোকা। আপনারা বুঝতে পারেন নি আপনাদের দাবি আদায়ে কোন পন্থা সর্বশ্রেষ্ঠ । আগে আপনারা রাস্তায় ধর্মঘট করছেন এখন অহিংস ধর্মঘট করছেন এটাই ভুল । সরকার চাপে না পড়লে সরকার আপোষ করে না । যেখানে মানবিক বাংলাদেশের অভাববোধ করছে প্রত্যেকটি সেক্টর/সম্প্রদায় । এখন অমানবিকদের জয়জয়কার । এ যুদ্ধে না হয় অমানবিকরাই জয় হলো? তবে জেনে রাখুন একদিন মানবিক বাংলাদেশের জয় হবেই হবে । আপনারা ৪১৫০+ বেতন । যখন এটা মনে হয় ,তখন আপনাদের জীবনপট চোখে ফুটে উঠে। কারও ঘরে মেয়ে আছে ,বিয়ে দিবে হবে ,সমাজ চাপ দিচ্ছে । ছেল-েমেয়ের স্কুলে বেতন দিতে হবে । হয়তো যাদের কাছে প্রাইভেট টিউশন পড়ান তারাও অপেক্ষা করছে আপনার বেতনের । সেখানে অনেক স্বপ্ন ঝিইয়ে আছে । অসুস্থ্য বৃদ্ধ মা-বাবাকে ডাক্টার দেখানোর অপেক্ষা করছেন এই বেতনটা পেলেই নিয়ে যাবেন । ছেলেটা এসএসসি পরিক্ষা দিবে সে আশা করতেই পারে নতুন জামার । যুগের চাহিদায় এসএসসি /ইন্টারপাশ ছেলে-মেয়েরা বায়না ধরতেই পারে নতুন মোবাইলের । উৎসব-পার্বণে তারা আশা করতেই পারে এক টুকরো গরুরর মাংসের । আপনি কাদের কাছে দাবি নিয়ে আসছেন ? তারা সালমান-ক্যাটরিনার ড্যান্স দেখার জন্য ব্যস্ত। কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ আয়োজনের মতো মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে ।এভাবেই কি ডিজিটাল বাংলাদেশ স্লোগান প্রতিষ্ঠা করার .বিশ্বাস করানোর সর্বশ্রেষ্ঠ মাধ্যম ? এন্ড্র কিশোররা হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়াই করুক । মনে রাখবেন মরতেই হবে একদিন । তখন চিকিৎসা করালেও মরবেন ,না করালেও মরবেন । আর সরকর কে দোষ দিবেন কি করে রাষ্ট্র ১০ লাখ টাকা দিয়েছে । হিসেবটা লিখে রাখতে পারেন । কখন/কিভাবে খালেদা জিয়ার জামিন হবে সেই চিন্তারই তো অন্ত নেই সেখানে আপনারা কারা ? মুজিব বর্ষ পালনের জন্য নানান আর্ন্তজাতিক ক্রীড়া ক্ষেত্রে আয়োজন করতে কতটুকু সৃজনশীল ও দক্ষতার পরিচয় দিতে হয় জানেন? আর্ন্তজাতিক মহলে গ্রহণযোগ্যতা বাড়াতে হয় ,রাজি করাতে হয় । প্রয়োজনে লবিং করতে হয় । এতসব কাজ করতে হয় যে আপনার মতো মানুষ পাটকল কলে উদয়স্ত থেকে কি করে বুঝবেন। বুঝতে শিখুন অন্যকে । সরকারের মন্ত্রী-সচিবদের অনেক কাজ । নতুন বাংলাদেশের স্বপ্ন বির্নিমানে রাত দিন কাজ করতে হচ্ছে । আপনার অনশন ভাঙ্গানোর সময় কোথায় ? এত বোকা কেন আপনারা? আপনারা কি ভুল ডাক্টারের কাছে চিকিৎসা করার জন্য গেছেন । ভেবে দেখুন। ক্রিড়া ক্ষেত্রে শত শত কোটি টাকার আয়োজন । যেখানে প্রতিবেশী দেশ ভারতে সৌরাষ্ট্র ক্রিকেট কে বলা হয় ভারতে সবচেয়ে অনগ্রসর অঞ্চল । সেই সৌরাষ্ট্রের মত ক্রিকেটীয় অবকাঠামো স্বয়ং বাংলাদেশের হোম অব ক্রিকেট বলে খ্যাত মিরপুরেও নেই । ক্রিকেটের অবকাঠামোই বাংলাদেশের ক্রীড়া জগতে সবচেয়ে ভালো ,সেটারই যদি এই অবস্থা বাকীদের হিসাব মিলিয়েই নিতে পারেন । আমার কাছে এমন আয়োজন প্রশ্নবিদ্ধ ।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ বিজেএমসি আওতায় ২৬টি পাটকলের মধ্যে বর্তমানে চালু আছে ২৫টি। এর মধ্যে ২২টি পাটকল ও ৩টি নন–জুট কারখানা। পাটকলগুলোতে গত বছরের জুন পর্যন্ত ২৭ হাজার ৭২১ জন স্থায়ী শ্রমিক এবং ৩ হাজার ৭৩০ জন কর্মচারী ও কর্মকর্তা ছিলেন। এ ছাড়া তালিকাভুক্ত ২৩ হাজার ২৭৮ জন বদলি শ্রমিক ও ৬ হাজার ৫৪৮ জন দৈনিক ভিত্তিক শ্রমিক কাজ করেন।
লোকসানের চক্র থেকে বের হতে পারছে না রাষ্ট্রায়ত্ত ২২টি পাটকল। ২০১৭-১৮ অর্থবছরে পাটকলগুলো ৪৬৬ কোটি টাকার লোকসান গুনেছে এবং চলতি ২০১৮-১৯ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসেই লোকসান হয়েছে ৩৯৫ কোটি টাকা।
সরকারের এই পাটকলগুলো যদি এভাবে প্রতিবছর লোকসানই দিয়ে যাই তাহলে চালু রেখে লাভ কি । এই শ্রমিকদের শ্রম নিয়ে জিম্মি রেখে কেন কষ্ট দিচ্ছেন । হয় সুদিন ফেরান না হয় বন্ধ করে দিন ।
শ্রমিকদের ঘোষিত দাবির মধ্যে রয়েছে,দাবির একাংশ-
১।সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ সুপারিশ বাস্তবায়ন।
২।অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পিএফ গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকের বীমার বকেয়া টাকা প্রদান।
৩। টার্মিনেশন ও বরখাস্ত শ্রমিকদের কাজে পুনর্বহাল, শ্রমিক-কর্মচারীদের নিয়োগ ও স্থায়ীকরণ, পাট মৌসুমে পাটক্রয়ের অর্থ বরাদ্দ।
৪। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিলগুলোকে পর্যায়ক্রমে বিএমআরই করা।
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অধীনে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা জোনে মোট ২৬টি পাটকল রয়েছে। তার মধ্যে চট্টগ্রাম জোনে রয়েছে আমিন জুট মিলস লিমিটেড ও ওল্ড ফিল্ডস লিমিটেড, গুল আহমেদ জুট মিলস লিমিটেড, হাফিজ জুট মিলস লিমিটেড, এমএম জুট মিলস লিমিটেড, আর আর জুট মিলস লিমিটেড, বাগদাদ-ঢাকা কার্পেট ফ্যাক্টরি লিমিটেড, কর্ণফুলী জুট মিলস লিমিটেড, ফোরাত কর্ণফুলী কার্পেট ফ্যাক্টরি, গালফ্রা হাবিব লিমিটেড ও মিলস ফার্নিসিং লিমিটেড। অপরদিকে খুলনায় রয়েছে ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিল।
অনেক দিনপর ব্লগে আসলাম । আপনারা আশা করছি ভালো ছিলেন । ব্যস্ততার জন্য আসতে পারিনি । তবে ভালো ছিলাম । মিস করেছি আপনাদের ।
তথ্যসূত্র: প্রথম আলো,ইত্তেফাক,ডেইলি স্টার,বণিক বার্তা
১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৫
রাকু হাসান বলেছেন:
হুম সেটাই হোক । এখন পর্যন্ত অনশন ভাঙ্গাতেই আসেনি কেউ । কষ্ট পেয়েছি।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোট ভাই,
অনেকদিন পর ব্লগে তোমার পোস্ট পড়ে আনন্দ পেলাম। যদিও পোস্টটি নিরানন্দের। পাটকল শ্রমিকদের দাবি যুক্তিসংগত। আজকের দিনে চার হাজার টাকার সামান্য বেশি বেতনে সংসার চালানো শুধু সহজ নয় দুঃসাধ্য বৈকি। অথচ স্থায়ী, আস্থায়ী মিলিয়ে 31 হাজারের বেশি শ্রমিক দেশে পাটকলগুলোকে সচল রেখেছেন। এতগুলি পরিবারের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা নিঃসন্দেহ ভাবনার। অচল, অবরোধ করাটা শ্রমিক-মালিক উভয় পক্ষেই ক্ষতিকর। কর্তৃপক্ষ সহানুভূতির সঙ্গে বিষয়টি সমাধানে উদ্যোগী হবেন কামনা করি।
হ্যাঁ আমরা ভালো আছি। আশাকরি তুমিও কুশলে আছো।
শুভকামনা প্রিয় ছোট ভাইকে।
১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১০
রাকু হাসান বলেছেন:
কত দিন কথা নেই । আমি নিশ্চিত ছিলাম তোমাদে;র মত শুভাঙ্খিরা ঠিক মনে রাখবে । আচ্ছা তুমি রাগ করেছে বাবার সাথে ,বাংনা ধরেছ রাতে খাবে না । এমন পরিস্থিতিতে কোনো দিন কি বাবা নিজে খেয়ে ,তোষামোদ না করে ঘুমিয়েছে ? উত্তর নিশ্চয় না । একদল চারটা দিন অনশন করছে অথচ অনশন ভাঙ্গাতে নীতি নির্ধারকরা গেল না !! ভাবা যায় ! দেখ আজ যদি তারা রাজপথ দখন করে রাখতো ঠিক একটা সমাধান বের হয়ে যেত । আমি একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখি । আন্তরিক মন্তব্য রেখেছ। তুমি ভালো আছ জানলাম । মেঘের খবর জানি না অনেক দিন । আরোগ্য ভাইকেও দেখছি না । ভালো কাটুক সময় ।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৪
পদাতিক চৌধুরি বলেছেন: আবার আসা।
দেশব্যাপী একটি সংকটকে সুন্দর উপস্থাপন করেছো।ধর্মঘট চতুর্থ দিনে পড়লো। নিঃসন্দেহে দুর্ভাবনার। বিষয় অনুযায়ী স্যাড বাটনে ক্লিক করতাম। কিন্তু বিকল্প না থাকায় লাইক বাটনে ক্লিক করতে হলো। ধন্যবাদ তোমাকে।
ভালোবাসা সতত।
১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৪
রাকু হাসান বলেছেন:
বুঝতে পারলাম ভাইয়া । আমার ভেতরে খুব কষ্ট হচ্ছিলো তাই কিছু লিখে শান্তি পেলাম । অনশন না হলে এতটা খারাপ লাগতো না । চারদিন পার হলেও তেমন েকোনো টকশোও হয়নি এ নিয়ে । যদিও টকশো করেও লাভ নেই । সংবাদ মাধ্যম কে মনে হয়েছে দ্বায়সাড়া সংবাদ পরিবেশন করছে । ভালোবাসা নিও আবারও আসায় ।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
সহজ সমাধান পাটকলগুলোর লুম মেশিন, ওয়েভিং সহ জেনারেটর অন্যান্য লোহালক্কর স্ক্র্যাপ মার্কেটে কেজি দরে বিক্রি করে মোরগ পোলাও খেয়ে নিলেই লেঠা চুকে যায়।- উদাহরণ:- আদমজী জুট মিল।
১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৭
রাকু হাসান বলেছেন:
এক কথায় সমাধান । এভাবে বন্ধ হলেও একটা জিনিস ভালো হবে যত দিন যাবে পাটকল শ্রমিকরা কোনো না কোনো কর্মসংস্থানে জড়িয়ে পড়বে । প্রতি বছর এত লস কেন দিচ্ছে রাষ্ট্র বুঝি না । পাটের কদর এতই সস্তা যেখানে বিশ্ববাজারে পাটজাত পন্যের চাহিদা দিন কে দিন বাড়ছে এবং বাড়বে ।
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০২
চাঁদগাজী বলেছেন:
প্রশাসনের লোকেরা সৌদীতে নারী পাচারে ব্যস্ত, তারা পাটকল নিয়ে মাথা ঘামায় না
১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৮
রাকু হাসান বলেছেন:
অত্যাচারিত নারীদের অধিকার নিয়ে উচ্চ বাক্য বলতে শুনলাম না প্রসাশনের । সতীত্ব বিক্রি করে রেমিট্যান্স চাই না ।
৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
রাকু ভাই,
আসলে সমগ্র বাংলাদেশে মানুষের কাছে টাকা বেশী হয়ে গেছে টাকার গরমে পেঁয়াজের দাম ২০০/২৫০ পর্যন্ত হয়েছে। টাকার গরম না থাকলে পাটকল, চিনিকল পানির কল সবই ঠিক মতো চলতো। আরেকটি ব্যাপার গত ৩০ বছর ধরে এই জাতিকে টাইট দেওয়ার মতো কোনো সরকার আসেনি। মাঝে ফখরুদ্দিন মইনউদ্দিন সরকার এসে জাতিকে কিছু টাইট দিয়েছেন কিন্তু অজানা রোগে নিজেরাই টাইট হয়ে গেছেন।
১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪০
রাকু হাসান বলেছেন:
ভাসানী,মুজিব,সোহরাওয়ার্দী,হকের মতো নেতাদের বাংলাদেশে যোগ্য নেতা জন্ম নিল না ! যাদের সার্ভিস দরকার । আমরা সেই পরিবেশও করে দিই নি । গণতান্ত্রিক চর্চা না থাকলে যা হয় আর কি । দল পূজা,নেতা পূজা বন্ধ না করলে আগামী ৩০ বছরে আসবে বলে মনে হয় না । তবে আপনার সাথে এক মত আমি । বাঙালিকে টাইট করার জন্য টাইট সরকারের বিকল্প নেই । পর্যাপ্ত সু ব্যবস্থা থাকা সত্বেও দেখিছি মার্স্টাস করা ছেলে ওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা পার হবার চেষ্টা করে । যাক আওয়ামী লীগের শক্ত অবস্থান,খালেদা জিয়ার বিচার ,নড়বড়ে বিএনপি,বিচারহীনতা বিশেষ কিছুর বার্তা দিচ্ছে । ভালো থাক বাংলাদেশ সেই কামনা করছি।
৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৩৩
এমজেডএফ বলেছেন: এই পাটকল হচ্ছে বাংলাদেশ তথা সাবেক পূর্ব পাকিস্তানের প্রথম শিল্প কারখানা। এই শিল্পটি ধুকতে ধুকতে বিএনপির আমলে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ সরকার স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য কয়েকটি পুনরুদ্ধার করলো। এখন দেখি এগুলোও পূর্ণ জীবন ফিরে পাওয়ার আগেই আবার মৃত্যুর দিকে টার্ন নিয়েছে। মিডিয়া, পত্র-পত্রিকা, এমন কি ব্লগেও অবহেলিত পাটকল শ্রমিকদের নিয়ে পোস্ট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। পেয়াঁজের সাময়িক দাম বাড়া নিয়ে ব্লগ হাজার হাজার কবিতা আর শত শত পোস্টে ছয়লাব গিয়েছিল। অথচ এই দরিদ্র পাটকল শ্রমিকদের দুর্দশা নিয়ে এখন কারো কবিতা লেখার ইচ্ছা বা সময় নাই। আসলে আন্তরিকতা নিয়ে কেউ লেখে না। সবই তামাশা , সবই হুজুগ!
১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৫
রাকু হাসান বলেছেন:
লীগ সরকার চেষ্টা করছে সচল রাখার । তবে সরকারের তৃণমূল চাকুরিজীবিরা সঠিক দায়িত্বপালন করলে যতই খারাপ যাক এতটা অধঃপতন হতো না ।
মিডিয়া, পত্র-পত্রিকা, এমন কি ব্লগেও অবহেলিত-এই জন্যই লিখলাম । তাড়াহুড়ো করে লিখা। আমরা জাতিটাই হুজুগে । বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম আশার পর তা স্পষ্ট করে দেখা দিচ্ছে । মানবিক বাংলাদেশ চাই । ভাল থাকবেন ।শুভরাত্রি ইদানীং আপনার লিখছেন এটা বড় সু সংবাদ ।
৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
হুম সেটাই হোক । এখন পর্যন্ত অনশন ভাঙ্গাতেই আসেনি কেউ । কষ্ট পেয়েছি।
কে আসবে? সবাই ব্যস্ত!
১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৬
রাকু হাসান বলেছেন:
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
হুম সেটাই হোক । এখন পর্যন্ত অনশন ভাঙ্গাতেই আসেনি কেউ । কষ্ট পেয়েছি।
কে আসবে? সবাই ব্যস্ত!
জ্বি ভাই। এভাবে মৃত্যুর মুখে ঢেলে দেওয়া যায় । শুভরাত্রি ভাইয়া ।
৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৪
তারেক ফাহিম বলেছেন: পাটকল শ্রমিকদের নিয়ে পোষ্ট পেয়ে ধন্যবাদ জানবেন।
১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৭
রাকু হাসান বলেছেন:
তারেক ভাই আপনাকেও আন্তরিক ধন্যবাদ । অনেক দিন পর পোস্ট দিয়েও দেখা পেলাম । কথা হবে । শুভেচ্ছা মন্তব্যে ।
১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৮
নীল আকাশ বলেছেন: সরকারের তো নিজের দেশের লোকজনকে নিয়ে কোন রকম চিন্তা ভাবনা নেই।
পিয়াজ ২৫০ টাকা, ভারত থেকে মডেল এনে বিপিএল শুরু করো! - এটাই হলো সমাধান।
গরীব পাট শ্রমিকদের বেতন না দিয়ে ক্যট্রিনার নাচ দেখে দেশের প্রধানমন্ত্রী।
ভাগ্য ভালো আমাদের স্টেজে উঠে আবার নাচা শুরু করে দেয় নি!
এই দেশ গনতন্ত্রের অভাবে দিন দিন রসাতলে যাচ্ছে।
১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:২০
রাকু হাসান বলেছেন:
বিপিএল নিয়ে ব্যাপক ক্ষোভ আমার ভাই । স্বয়ং রাাষ্ট্র যখন নিজ দেশের স্ংস্কৃুতিকে মূল্যায়ন করতে শিখে না ,তখন আম জনতারা কি করবে । খুব ব্যয়িত হয়েছি। বাঙালিকে নিজের সংস্কৃতিই চেনাবে বিশ্বে । এমনিতেই আমি হিন্দী বলতে সাচ্ছন্দ করিনা । ঠিক বলেছিলেন অনিয়মিত । আমি আপনার গল্পটা পড়ার আমন্ত্রণ গ্রহণ করলাম । ভালো আছি নীল ভাই । ব্যস্ততা পিছু ছাড়ে না । এমন এক কাজ করি যেখানে সবচেয়ে ব্যস্ততা থাকে ডিসেম্বরে । ঠিক বলতে পারছি না ।
ভালো থাকবেন । শুভরাত্রি ।
১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৪
অন্তরন্তর বলেছেন: রাকু হাসান ভাল একটা বিষয় নিয়ে পোস্ট দিয়েছেন। আমাদের দেশে সরকার বা জনগণ এখন আর মানবতাবাদী নয় তা দিনে দিনে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে।পাটকলগুলো টিকিয়ে রাখা দরকার কারন তা আমাদের ঐতিহ্য এবং অহংকার।সরকারের উচিৎ তড়িৎ এদিকে নজর দেয়া যাতে এ পেশার শ্রমিকদের আর অনশন বা ধর্মঘট করতে না হয়। দেশ আসলে কিভাবে চলছে আমি তাই বুঝি না। শুভ কামনা।
১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:২৩
রাকু হাসান বলেছেন:
পাটকলগুলো টিকিয়ে রাখা দরকার কারন তা আমাদের ঐতিহ্য এবং অহংকার।সরকারের উচিৎ তড়িৎ এদিকে নজর দেয়া যাতে এ পেশার শ্রমিকদের আর অনশন বা ধর্মঘট করতে না হয়। -একমত আপনার সাথে । ভাই আপনার কাছে অনুরোধ আপনার ব্লগে কি ছোট করে হলেও একটি পোস্ট দেওয়া যায় না । যখন মন চাইলো ,বা যখন থাকেন না ,মিস করি তখন একটু খোঁজ নিতে পারি । মাঝখানে আপনি ছিলেন না বেশ কিছু দিন । মিস করেছি । কিন্তু অনুভূতি প্রকাশের সুযোগ ছিল না । ভেবে দেখবেন একটু । আপনাকে আন্তরিক ধন্যবাদ সব সময় পাশে থাকার জন্য । শুভরাত্রি ভাই্
১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৭
হাবিব বলেছেন: রাকু হাসান ভাই, আপনাকে কতদিন পর পেলাম। আশা করি ভাল আছেন............
১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:২৪
রাকু হাসান বলেছেন:
ভাল আছি হাবিব ভাই। নিয়মিত হতে পারছি না । আগের মত মন্তব্য রাখতে পারছি না । তবে চেষ্টা করবো নিয়মিত হতে । উপস্থিতি জানান দিতে । আপনি নিশ্চয় ভালো আছেন । রাতের শুভেচ্ছা ।
১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
আরোগ্য বলেছেন: প্রিয় রাকু ভাই,
আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহভালো আছি। স্ক্রিনের লাইট চোখে সমস্যা করতো তাই এতোদিন বিরতিতে ছিলাম। ব্লগখোরদের মত ব্লগে আর পড়ে থাকবো না। আমি ভাই এনালগ মানুষ ডিজিটাল আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন থেকে সীমা বজায় রাখবো।
পোস্ট সম্পর্কে বলবো, এটা ডিজিটাল বাংলাদেশ। এখানে সব উন্নতি ডিজিটালি হয়, বাস্তবে না। বাস্তব সমাধান এখন মরীচিকা মাত্র।
২০ শে মে, ২০২০ রাত ১:৪৮
রাকু হাসান বলেছেন:
অনেক দিন পর ভাই! কেমন আছেন? দীর্ঘ বিরতি গেল িএকটা ব্লগে। সীমা বজায়টা জরুরি । সহব্লগার হিসাবে খারাপ লাগলেও এটা ভাল সিদ্ধান্ত।
১৪| ০৬ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: আবার এলাম। অনেক দিন ব্লগে না দেখে খুব দুশ্চিন্তায় ছিলাম। গতকাল বাবুকে দেখে খুশি হয়েছি।
জানিনা এখন থেকে ব্লগে আসার নিয়মিত সময় হবে কিনা। অবস্থায় থাকো ভালো থেকো। বাড়ির সকলকে নিয়ে সুখে থাকো, আনন্দে থাকো।
শুভেচ্ছা প্রিয় ছোট ভাইকে।
২০ শে মে, ২০২০ রাত ১:৫০
রাকু হাসান বলেছেন:
তোমরা ভুল নাই।আমার মত মানুষ কে মনে রাখার জন্য ধন্যবাদ দিব না।সবকিছু আর ফরমালিটি দিয়ে হয় না । কিছু জিনিস অমূল্য। সম্পর্কটা তুলনাহীন থাক। নিয়মিত হবার চেষ্টা থাকবে িএবং কিছু লেখার। সাড়া দাও .।কেমন আছে? কিভাবে আছ ?
শুভরাত্রি।
১৫| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩৯
আরোগ্য বলেছেন: প্রিয় রাকু ভাই ,
আশা করি ভালো আছেন সপরিবারে। আমার পোস্টে আপনার লাইক পেয়ে ভাবলাম হয়তো এই মন্তব্যের প্রতিউত্তর এসেছে তাই দেখতে এলাম। মনে হয় ভীষণ ব্যস্ত আছেন। আমিও খুব অনিয়মিত প্রিয় সামুতে কিন্তু রমজানের আগের এই কটাদিন নিয়মিত হবো ভাবছি।
রাকু ভাই সময় হলে আপনার কুশলাদি জানিয়ে নিশ্চিন্ত করবেন। আল্লাহ তায়ালা সবার মঙ্গল করুক।
২০ শে মে, ২০২০ রাত ১:৫৩
রাকু হাসান বলেছেন:
আরোগ্য ভাই। ব্লগে লগ ইন না করতে পারলেও লেখা পড়তাম। হঠাৎ একদিন লগ ইন করতে পারলাম। এতদিন ব্যস্ততা,বাস্তবতা,অনাগ্রও ছিল। সব মিলিয়ে লম্ব গ্যাপ। আপনি কেমন আছেন? আপনার েএলাকার অবস্থা জানাবেন । বাড়িতে থাকুন ,সাবধানে ।থাকুন। ভালোবাসা নিবেন।
১৬| ১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:২৮
খায়রুল আহসান বলেছেন: পাটকল শ্রমিকদের ন্যায্য দাবীদাওয়া এবং অনশন নিয়ে লিখেছেন, এজন্য ধন্যবাদ।
পাট এখন আর আমাদের সোনালী আঁশ নেই , হয়ে গেছে সোনালী ফাঁস! স্বাধীনতার পর থেক ক্রমাগত অবহেলা আর দুর্নীতির কারণে এই সম্ভাবনাময় শিল্প কারখানার সেক্টরটি আজ বিলীন হবার পথে।
২০ শে মে, ২০২০ রাত ১:৫৬
রাকু হাসান বলেছেন:
আমরা বোধহয় নিজের সম্পদকে সম্মান দেখতে খুব কম জানি। এসবের চিত্র হরহামেশায় আমরা দেখতে পায়। পাটকল শ্রমিকদের দুঃখ এখনও লাঘব হয়নি। অনেকদিন আপনার কবিতা পড়ি । পড়বো ইনশাআল্লাহ্। আল্লাহ্ আপনাকে ভাল রাখুক। অবিচার,অত্যাচার ,অনিয়ম ইত্যাদি নিয়ে লিখতে মন চায় , তবে বল কম তো ,তাই সমস্যা । ভালো থাকুন স্যার।
১৭| ২৩ শে মে, ২০২০ দুপুর ১২:৪৬
জুন বলেছেন: এইটা কবে লেখছিলেন রাকু হাসান!
আমি কি এই লেখায় কিছু বলছি
২৩ শে মে, ২০২০ বিকাল ৫:২২
রাকু হাসান বলেছেন:
কুফা সালে লিখেছিলাম । কোথায় আছেন আপু ! দেশে নাকি বাইরে! ভালো থাকুন। অগ্রিম ঈদ মোবারক রইলো।
১৮| ২৪ শে মে, ২০২০ বিকাল ৫:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নতুন পোস্ট কবে আসবে?
২৪ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১৯
রাকু হাসান বলেছেন:
সাজ্জাদ ভাই আশা করছি ভালো আছেন। কিছু একটা লিখছি । গতকাল শুরু করলাম । আশা করছি দুই এক দিনের মধ্যেই পোস্ট করতে পারবো । ঈদ মোবারক ভাই ...ভালো থাকবেন ।
১৯| ২৪ শে মে, ২০২০ রাত ৯:৩৮
ইসিয়াক বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো
২৪ শে মে, ২০২০ রাত ১০:০১
রাকু হাসান বলেছেন:
ইসিয়াক ভাই ,প্রিয়জনদের ভাল থাকুন সেই কামনা করছি।
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩
রাজীব নুর বলেছেন: এই নিউজ গুলো পত্রিকাতে পড়েছি।
আশা করি দ্রুত সমাধান হবে সমস্যার।