![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল বেলা ওয়াইফাই অন করতে একটা ইনবক্স দেখে আমার চুলকানি বেড়ে গেল
তাই চুলকানির মলম হিসেবে বাধ্য হয়ে লিখতে বসলাম
আপু ঃ শুভ বসন্ত ভাইয়া
আমিঃ আপনে ক্যাডা ?
আপুঃ অনেকক্ষণ চুপ ছিল (মনে মনে হয়ত ভাবছে পার্ট মারতেছি)
যাইহোক ৫ মিনিট পরে উত্তর দিল এটা কি ধরণের প্রশ্ন
আপনি আমাকে চিনেন না ?
আমিঃ হ্যা চিনি, চিনব না কেন ।
আপুঃ তাহলে
আমিঃ জানতে চাইলাম আপনি বাঙালী না বাংলাদেশী, না বাংলিশ, না উৎসবভোজী ?
আপুঃ বুঝি নাই
আমিঃ মানে আপনি মুসলিম না হিন্দু, বৌদ্ধ বা খৃষ্টান ?
আপুঃ আর এ ভাই এসব কি লিখেন , আমি (......) এবং বাঙালী সেটা আপনি ভাল করে জানেন, তাহলে এত প্রশ্ন কেন ?
আমিঃ না ইনবক্স চেক করে দেখলাম, প্রতিটি উৎসবে আপনি আমাকে উইশ করেছেন , আপনার উৎসব কয়টা? ( ১লা বৈশাখ, শুভ জন্মদিন, ২ ঈদ, দিওয়ালী, ক্রিসমাস, থার্টিফাস্টনাইট, ২ টা নিউ ইয়ার, মিলাদুন্নবী, রোজ ডে, শুভ বসন্ত এমনকি কোন উৎসব বাদ যায় নি।
কিন্তু আমি জানতে চাই আসলে আপনি কি ঝগা খিচুড়ি উৎসব পালন করেন, না সবদিনই আপনার কাছে উৎসব ?
আপু ঃ সীন ......... কিন্তু চুপ
আমিঃ আর যেভাবে উইশ করা শুরু করেছেন কাল ভালবাসা দিবসে না আবার শুভ ভালবাসা দিবস কইয়া ইনবক্স করেন সেই ভয়ে আছি।
আপুঃ............
আপুঃ ...............
আমিঃ শুনেন আমি একটা দিবস নিয়ে খুব ভয়ে থাকি তাই নতুন করে আর কোন দিবস আমার মাথায় ঢুকে না, সেটা হচ্ছে হাশরের দিবস, ঐ দিবসে আমার কি হবে ?
আমি কি করিব ?
আমার প্রতিটা কর্ম বা কদমের হিসাব দিতে হবে, আপনি যে আমাকে এত খিচুড়ি ডে এর উইশ করেন সেটার জন্য ও দিতে হবে।
এসব আমাকে সবসময় ভাবিয়ে তোলে, তাই দয়া করে আর কোন দিবসের উইশ করবেন না ।
আপু ঃ ......।
আপুঃ চুপ, তুই একটা বেয়াদপ, আনস্মার্ট, গ্রাম্যকেত, মেয়েদের সম্মান দিতে জানস না (৫ মিনিট পর যা লিখল )
আপুঃ তুই বেইয়াদপরে যে কেন এতদিন আমার লিস্টে রাখছি
আমিঃ উওর দিতে গিয়ে দেখলাম, আমি ব্লক ।
জাতির কাছে এখন আমার প্রশ্ন হচ্ছে
আপনি মুসলিম হলে আপনার উৎসব ২ ঈদ, (অন্য ধর্মের হলে দুর্গাপুজা, কঠিন চীবরদান বা ক্রিস্টমাস)
বাংলাদেশি হলে ২১ শে ফেব্রুয়ারী বা ১৬ ই ডিসেম্বর
বাঙালী হলে ১লা বৈশাখ বা ফ্লগুন বুঝলাম ।
কিন্ত এতো তারিখে অমুক ডে। তেতো তারিখ তমুক ডে। সেতো তারিখ সমুক ডে। আহা! কী আনন্দ আকাশে বাতাসে।
কিভাবে আপনি ১লা বৈশাখ বা বসন্ত পালন করে আবার থার্টিফাস্ট নাইট বা হ্যাপি নিউ ইয়ার বা ঈদে মিলাদুন্নবী পালন করেন ?
কিভাবে আপনি ঘুড়ি ও নৌকা বাইচ উৎসব পালন করে , রোজ ডে, হাগ ডে, কিস ডে এবং সর্বোপরি বিছানা ডে পালন করেন ?
কিভাবে আপনি ২ ঈদ পালন করে আবার দুর্গাপুজা, ক্রিস্টমাস বা হ্যালুইন উৎসব পালন করেন
আপনার বা আপনাদের ভাবটা যদি এরকম হয় তাহলে আমি কি বুঝে নিব জাতি হিসেবে আপনি শংকর ?
আসলে ডে , ফে কিছু না আপনি একজন উৎসবভোজী, বিভিন্ন ডে উপলক্ষে বিভিন্ন ছেলে বা মেয়েদের একসাথে ল্যাঠানো বা ঘুরাটাই আপনার নেশা,
এসব ডে মদ, গাজা, বাবা ও বিভিন্ন ককটেল পার্টির একটা উপলক্ষ্য মাত্র ।
আপনি যেটাকে আজ বসন্ত মনে করে হলুদ সাজ নিচ্ছেন জানেন স্বৈরাচার এরশাদ এর আমলে ১৩ ও ১৪ ই ফেব্রুয়ারী রক্তাক্ত ও বিষাদময় দিন ছিল । ১৯৮৩ সালের এই দিনে স্বৈরাচারী এরশাদ হত্যা করেছিল জাফর, জয়নাল আর দিপালী সাহাদের। সেই ধারাবাহিকতায় ১৯৮৫ সালের এই দিনে শহীদ হয়েছিলেন রউফুন বসুনিয়া। এ দেশে ছাত্র আন্দোলনের ইতিহাসে ১৪ই ফেব্রুয়ারী দ্রোহ প্রতিরোধ আর রক্তাত্ব দিন। মনে রাখা ভালো- বসুনিয়া ছিলেন জাতীয় ছাত্রলীগের নেতা, জাফর-জয়নাল ছিলেন মুজিববাদী ছাত্রলীগ নেতা, আর দিপালী সাহা ছিলো একটি শিশু ।
শুধু হুজুগে এবং হয়ে এই ডে সেই ডে না করে এবং নিজের রুপ পরিবর্তন না করে, মনযোগ দিয়ে কাজ করেন, ডে এর পিছনে না ছুটে কাজের পিছনে ছুটেন ।
Follow me মোহাম্মদ ইউসুফ রানা
©somewhere in net ltd.