নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রানা সোহেল

চাকরী করি, পাশাপাশি পড়ালেখা। পড়তে ভালোবাসি। ঘরকুনো, চা'র কাপে দেশোদ্ধার করি। এই তো...

রানা সোহেল › বিস্তারিত পোস্টঃ

চাকুরীর আবেদনঃ মজার অভিজ্ঞতা

১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৫

আমি অনেক দিন Finance-এর পাশাপাশি HR-এ সাপোর্ট দিয়েছি। এখানে অনেক মজার/আজগুবি ঘটনা আছে। অল্প কিছু শেয়ার করতে ইচ্ছা করছে। CV submission এর গল্প দিয়েই শুরু করা যায়ঃ



আমার বর্তমান কোম্পানীতে ১২ মাস recruitment চলতে থাকে। প্রায়-ই আমরা Bdjobs-এ circular দেই। মাঝে মাঝে দৈনিক পত্রিকাতে। প্রতি পদের বিপরীতে অবিশ্বাস্য রকম আবেদন পড়ে। টেকনিক্যাল চাইলে ১ পদের বিপরীতে ৪০০-৫০০ আর বিবিএ/এমবিএ চাইলে ১ পদের বিপরীতে ৪০০০-৫০০০!! সব CV দেখা সম্ভব হয়না। তাই অনেকে অনেক ভাবে দৃষ্টি আকর্ষনের চেষ্টা করে।



১. একবার একটা circular-এর পর একলোক প্রতিদিন ১৫-২০ বার CV পাঠানো শুরু করলো! ৩ দিন দেখার পর তাকে ফোন দিয়ে বলতে হয়েছিল , “ভাই, আমরা আপনার CV টা দেখেছি। দয়া করে আর পাঠায়েন না”!!



২. এক জন আছে, সে এখনো প্রতি সপ্তাহে একবার করে CV পাঠায়!



৩. একবার একটা CV তে একটা ছবি দেখার পর একটু অবাক হলাম। খুব চেনা চেনা লাগছিল। পরে দেখলাম সে নিজের ছবির যায়গায় নায়িকা পূর্নিমার ছবি দিয়ে দিয়েছে!!

(চলবে)



-রানা সোহেল

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২

হেডস্যার বলেছেন:
কি চলবে?? /:)

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৫

রানা সোহেল বলেছেন: @হেডস্যারঃ গল্প চলবে। :)

২| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩

শাওন১৯৮২ বলেছেন: ভাই আমার বোন এর একটা চাকরি দরকার। একটু সাহায কি করা যাবে।

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬

রানা সোহেল বলেছেন: ভাই আমি নিজেও ছোট চাকুরীজীবী। আমিতো চাকুরী দিতে পারিনা। আমি শুধু CV দেখে requirement এর সাথে শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতা মিললে পরবর্তী পর্যায়ের জন্য forward করতে পারি। আপনার বোনের জন্য শুভকামনা রইলো।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২

শিপু ভাই বলেছেন:
+++++++++ চলুক

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭

রানা সোহেল বলেছেন: ধন্যবাদ শিপু ভাই।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮

হেডস্যার বলেছেন: চালিয়ে যান, আছি B-)

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭

রানা সোহেল বলেছেন: হেডস্যার যখন বলছেন, তখন তো চালিয়ে যেতেই হয়!

৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯

ভিটামিন সি বলেছেন: ভাই আমারে আপনার সহকারী নিয়োগ দেন। এইখানেই ঘুষ খাইয়া বড়লোক হইয়া যাইমু।

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯

রানা সোহেল বলেছেন: ঘুষ না, 'ভিটামিন সি' খান। বড়লোক হওয়ার থেকে স্বাস্থ ভালো থাকা বেশি দরকার। :)

৬| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এজন্যই তো।
বিডি জবস এর মাধ্যমে অন্তত ১০০ এপ্লাই করেও কোনো সাড়া পাই না।
মেজাজ ই খারাপ হয়।

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪২

রানা সোহেল বলেছেন: আগে আমিও গালি দিতাম কেউ CV দেখে না এই জন্য। এখন বুঝি কেন দেখে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.