![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই দুধে ধোয়া তুলসি পাতা, পীর, দরবেশ ধরনের লোকজন। কেউ কোন অন্যায় করিনা। আর অন্যায় করলেও ক্যমেরার সামনেতো কখনোই না! ক্যামেরার সামনে আমরা সব মহাপুরুষ থেকে এক কাঠি উপরে!
সাকিব যেটা করেছে সেটা অন্যায়, অবশ্যই অন্যায়। সাকিব এখনকার কিশোর তরুনদের রোল মডেল। তার কাছ থেকে এই ধরনের আচরন কেউ আশা করে না। সবই ঠিক আছে। তার জন্য তার শাস্তি হয়েছে, সে ক্ষমা চেয়েছে। এইখানেই সব থেমে গেলে ভালো হতো।
অনলাইনে যেভাবে কিছু লোক ব্যাপারটা নিয়ে ত্যানা পেচাচ্ছে আর পেচাচ্ছে, আর আরো অনেক লোক তাতে সমর্থন দিচ্ছে তাতে খারাপ লাগে।
আসলেই আমরা নিজেরা বড়ো হওয়ার যোগ্যতা নিয়ে জন্মাইনি। তাই কেউ হঠাৎ উপরে উঠে গেলে তারও যেমন মাথা ঠিক থাকেনা, আর তাকে টেনে না নামানো পর্যন্ত আমাদেরও মাথা ঠিক হয় না!!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৫
রানা সোহেল বলেছেন: অন্যায়ের শাস্তি হওয়া উচিত। না হলে ভবিষ্যতে আরো বড়ো ভুলের সম্ভবনা তৈরী হয়।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
চাকিব ছাড়া বাংলাদেশ কোন ম্যাচ জেতেনি? আন্নেরা কেন ত্যানা প্যাচাইতেছেন?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৯
রানা সোহেল বলেছেন: ভাই, আমি বলিনি তাকে ক্ষমা করে দলে নেয়া হোক। আমি বলেছি অন্যায়ের শাস্তি হওয়ার পর বা ক্ষমা চাওয়ার পর সেটা নিয়ে আর জল ঘোলা না করাই ভালো। নোংরা বেশি ঘাটলেতো কোন লাভ নেই, শুধু দুর্গন্ধ ছড়াবে।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
পৃথিবীর আলো বলেছেন: সাকিবের ওইটা কি কাইট্টা দিছে? আহারে পোলাডায় নতুন বিয়া করছিল, কয়ডা দিনও যাইতে পারলো না। থাউক ..... এমনেই যাইব আর তেনা পেচামু না?
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩২
কামরুল ইসলাম রুবেল বলেছেন: tena to apne pechaitechen? notun to kichu janina. Behuda post.
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১০
রানা সোহেল বলেছেন: আমার চোখে পড়েছে বলেই লিখলাম। আপনার কাছে বেহুদা লাগায় দুঃখিত।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০১
মুদ্দাকির বলেছেন: সাকিবকে ক্ষমা করা হউক!!!
ঘটনার পরথেকে সবাই তার যে পরিমান সমালোচনা করেছে, তাতেই তার মত সুপার স্টারের শাস্তি হয়ে যাবার কথা !!!!!!!!