![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“সোনার বাংলা সোনার হলে, সে বাংলা তোমার,
সোনার গায়ে লাগলে পচন, কে নেবে তার ভার?”
যে ১১ জনের সাফল্য আমরা ১৬ কোটি মানুষ ভাগ করে নেই, তাদের পরাজয়ে কেউ একটু তাদের পাশে যেয়েও দাড়াই না!! আমরা অনেক কিউট না?
ব্যপার না, খারাপ সময় সবারই আসে। হেরে যাওয়ার পর আরো হাজার বার ঘরের বাতি বন্ধ করে চোখের পানি ফেলতে রাজি আছি। কিন্তু গালি দেয়ার কোন ইচ্ছা, আগ্রহ বা অধিকার কিছুই আমার নেই। হেরে যাওয়ার কষ্ট তোমাদের থেকে আমার বেশি না, কখনোই না।
বাংলাদেশ ক্রিকেট দল, সমর্থন সব সময়।
০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:২৬
রানা সোহেল বলেছেন: দলকে সমর্থন আসলে আমরা সবাই মন থেকেই করি। কিন্তু খারাপ সময়ে যে সমর্থনটা বেশি জরুরী এইটা আমরা এখনো বুঝে উঠতে পারিনি।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৮
হেডস্যার বলেছেন:
বাংলাদেশের খারাপ সময় চলছে।
এখন তথাকথিত সমর্থনকারীদের আসল চেহারা উন্মোচিত হবে।