নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রানা সোহেল

চাকরী করি, পাশাপাশি পড়ালেখা। পড়তে ভালোবাসি। ঘরকুনো, চা'র কাপে দেশোদ্ধার করি। এই তো...

রানা সোহেল › বিস্তারিত পোস্টঃ

যেখানে আমরা হেরে গেছি

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:২৮

মুশফিক বাহিনী হেরে গেছে। মাঠে নিজেদের সবটুকু সামর্থ দিয়ে চেষ্টা করেও হেরে গেছে। হেরে গেলেও তারা শেষ পর্যন্ত চেষ্টা করেছে নিজের দল, পতাকা আর দেশের জন্য। তাই এই পরাজয়ে কোন লজ্জা নেই।



হেরে যাওয়ার লজ্জা আছে। তবে সে লজ্জা মুশফিক বাহিনীর না, সে লজ্জা আমাদের, যারা মাঠে না নেমেই হেরে গেছি। ভারত-পাকিস্তান ম্যাচে কি নির্লজ্জ ভাবেই না আমরা হেরে গেলাম! হেরে গেলাম আফিদ্রির প্রতিটি ছক্কায়, কোহলির ব্যাটে, আশ্বিন আর আজমলের ঘুর্নিতে। আমাদের নির্লজ্জ চিৎকার ফতুল্লার গ্যলারী থেকে ছড়িয়ে গেছে গ্রাম গঞ্জের আনাচে কানাচে!!



৭১’এর লক্ষ শহীদ আর প্রতিদিন সীমান্তে গুলি খাওয়া শত ফেলানীর চোখ ভয়ংকর হতাশা নিয়ে দেখেছে আমাদের সারা শরীরে রং বে রংয়ের পতাকার ছাপ, যেখানে ঢাকা পড়ে গেছে লাল-সবুজের সেই চিরচেনা আঁক গুলো!



৭১ আমাদের কাছে একটা সংখ্যা, ফেলানী একটা নাম! এগুলো আমাদের কাছে কোন অর্থ বহন করে না! আজ মুশফিক বাহিনী আবার মাঠে নামছে। ওরা হয়তো আজ জিতবে, অথবা কাল, অথবা পরশু। যতোদিনই হারুক ওরা নিশ্চই আরেক দেশের পতাকা আকড়ে ধরবে না। ওরা নিজেদের মাথা উচু করেই মাঠ থেকে বের হবে। কিন্তু আমাদের মাথা কি কখনো উচু হবে। তার থেকেও বড়ো কথা, আমরা কি খনো বুঝতে পারবো যে আমাদের মাথা নিচু হতে হতে কোথায় গিয়ে ঠেকেছে??

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: বাংলাদেশ ভালো খারাপ যাই করুক, সাথে আছি সব সময়।

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৮

রানা সোহেল বলেছেন: অবশ্যই, সাথে আছি সব সময়।

২| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:০০

মুদ্‌দাকির বলেছেন: বাংলাদেশ জিন্দাবাদ !! বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !! বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !! বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !! বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !! বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!বাংলাদেশ জিন্দাবাদ !!.........ইনফিনিট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.