নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রানা সোহেল

চাকরী করি, পাশাপাশি পড়ালেখা। পড়তে ভালোবাসি। ঘরকুনো, চা'র কাপে দেশোদ্ধার করি। এই তো...

রানা সোহেল › বিস্তারিত পোস্টঃ

লোকাল বাসে

১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫১

লোকাল বাসে যারা নিয়মিত/মাঝেমাঝে যাতায়াত করেন তারা জানেন, বাসে ওঠার সময় অনেক সময়ই হেল্পার জিজ্ঞাস করে, “কই যাবেন?”। কেউ জায়গার নাম বলে, অনেকেই শুধু “সামনে” বলেই উঠে পড়ে। গতদিন ভার্সিটি যাওয়ার সময় দেখলাম ফার্মগেট-এ একটা লোক আমি যে বাসে সেই বাসে ওঠার চেষ্টা করছে।



হেল্পার স্বভাবতই তাকে জিজ্ঞাস করলো “কই যাবেন?”

যাত্রী কারন ছাড়াই গরম দিয়ে বললো, “সামনে, কেন কোন সমস্যা আছে?”

হেল্পারঃ সামনে যাইবেন? আমরাতো বাস ঘুরাইয়া পেছনে যামু! তাই জিগাইতেছিলাম!

যাত্রীঃ (বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে) ও! আমি শাহবাগ যামু, যাওয়া যাবে না?

হেল্পার বেশ উদাস একটা ভাব নিয়ে আকাশের দিকে তাকিয়ে বললোঃ উইঠা যহন পড়ছেন, ভেতরে যান, দেখি কি করা যায়!!



আমরা কেন জানি প্রয়োজন ছাড়াই অন্যের সাথে কঠোর হতে পছন্দ করি! অদ্ভুত!!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৪

বেকার সব ০০৭ বলেছেন: হেল্পারের মাথা আছে বটে

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩০

রানা সোহেল বলেছেন: :)

২| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২১

উদাস কিশোর বলেছেন: হেল্পার রাসাল মানুষ ;)
চরমজ. . . .

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩১

রানা সোহেল বলেছেন: :)

৩| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৮

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: শুধুমাত্র বাসে উঠলেই সবাই কেন অসহিষ্ঞু হয়ে যাই ??

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৪

রানা সোহেল বলেছেন: বাসের সেবা ভালো না, যাত্রীদের জন্য নুন্যতম দাড়ানোর জায়গাও থাকে না, তারপর ভয়াবহ ট্রাফিক জ্যাম, মানুষের আর সহিষ্ঞু হওয়ার জায়গা কই ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.