নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রানা সোহেল

চাকরী করি, পাশাপাশি পড়ালেখা। পড়তে ভালোবাসি। ঘরকুনো, চা'র কাপে দেশোদ্ধার করি। এই তো...

রানা সোহেল › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ার হারিয়ে যাওয়া বিমান ও মোল্লা নাসিরুদ্দিনের গল্প

২৬ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৪

মোল্লা নাসিরুদ্দিন যে রাজ্যে যায় সেখানেই জনগন খেপিয়ে তোলে। তাই রাজার কানে যখন গেল যে মোল্লা তার রাজ্যে প্রবেশ করেছে, সে ব্যাস্ত ভাবে মন্ত্রীকে ডাকলো অবস্থা জানতে। মন্ত্রী যেমন হয় আর কি, নিজের আনন্দে থাকে, দেশের খবর রাখে না। রাজার সামনে তো কিছু একটা বলতে হবে। না হলে গর্দান যাবে।



সুতরাং মন্ত্রী রাজাকে জানালোঃ “অসম্ভব রাজা মশাই! মোল্লা আমাদের রাজ্যে আসার প্রশ্নই ওঠে না। কারন গত মাসের ১ তারিখে দক্ষিনের রাজা তাকে জনসম্মুখে দড়িতে ঝুলিয়ে ফাসি দিয়েছে, ৫ তারিখে হয়েছে শিরচ্ছেদ, ৭ তারিখে সৈন্যদের সাথে এক যুদ্ধে নিহত হয়েছে, ১২ তারিখে গনপিটানিতে মারা গেছে, ২০ তারিখে উত্তরের রাজ্যে প্রবেশের সময় সীমানায় গুলি করে মারা হয়েছে!! এভাবে গত ২ মাসেই অন্তত ১৫ বার তাকে হত্যা করা হয়েছে!! আমাদের রাজ্যে সে আসে কি ভাবে!!”। রাজা এতো বোকা হলে দেশ চালাতে পারতো না। সুতরাং সে বুঝলো, কোথাও একটা সমস্যা হয়েছে বা হতে যাচ্ছে, বিরাট কোন সমস্যা।



প্রায় ২৫০ যাত্রী নিয়ে হারিয়ে যাওয়া মালয়েশিয়ার বিমানটি নিয়ে খুব উৎকন্ঠা নিয়ে মিডিয়ায় চোখ রাখছিলাম। একবার তাকে মালদ্বীপে দেখা গেল, তারপর থাইল্যান্ডের রাডারে ধরা পড়লো, চীনের উপগ্রহে কিছু একটা পাওয়া গেল, অষ্ট্রেলিয়া কিছু ধংসাবশেষ পেল, ফ্রান্সের রাডারে কিছু ভাসমান জিনিস ধরা পড়লো, চীনের উইঘুরেরা ছিনতাই করার খবর আসলো, তারপর আন্দামান নিকোবরে নিয়ে যাওয়ার খবরও পাওয়া গেল!! অবশেষে মালয়েশিয়া বিমানটি ভারত মহাসাগরে বিদ্ধস্ত হওয়ার ঘোষনা দিলেও প্রমান এবং রুটের বাইরে ঐ দিকে যাওয়ার কারন দেখাতে ব্যার্থ! ঠিক যেন মোল্লা নাসিরুদ্দিনের গল্প!



অসংখ্য উপগ্রহ আর আধুনিক প্রযুক্তির রাডার কে ফাকি দিয়ে এতোবড় একটা বিমান হারিয়ে যেতে পারেনা। মনেহচ্ছে কোথাও একটা সমস্যা হয়েছে বা হতে যাচ্ছে, বিরাট কোন সমস্যা।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩৮

আলী খান বলেছেন: প্রায় ২৫০ জন যাত্রী না.. B:-) বিমান ক্রু সহ ২৩৯ জন :P

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩২

রানা সোহেল বলেছেন: ২৩৯ জন। ধন্যবাদ। কিছুটা সরলিকরনের জন্য 'প্রায় ২৫০ জন' লিখেছিলাম।

২| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: ভজঘটতো আছেই। তথ্যে এবং বাস্তবে।।

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৩

রানা সোহেল বলেছেন: হুম। এখনো সেটাই মনে হচ্ছে।

৩| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫৪

নিরীহ বালক বলেছেন: তারা ভালো থাকুক , শান্তিতে থাকুক :( :|

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৪

রানা সোহেল বলেছেন: "তারা ভালো থাকুক , শান্তিতে থাকুক"

৪| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৯

নতুন বলেছেন: Click This Link



৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৪

রানা সোহেল বলেছেন: ধন্যবাদ।

৫| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ১১:১২

এহসান সাবির বলেছেন: বিরাট কোন সমস্যা আছে......!! :(

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৫

রানা সোহেল বলেছেন: তাই মনে হচ্ছে।

৬| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অসংখ্য উপগ্রহ আর আধুনিক প্রযুক্তির রাডার কে ফাকি দিয়ে এতোবড় একটা বিমান হারিয়ে যেতে পারেনা। মনেহচ্ছে কোথাও একটা সমস্যা হয়েছে বা হতে যাচ্ছে, বিরাট কোন সমস্যা।

৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৫

রানা সোহেল বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.