নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রানা সোহেল

চাকরী করি, পাশাপাশি পড়ালেখা। পড়তে ভালোবাসি। ঘরকুনো, চা'র কাপে দেশোদ্ধার করি। এই তো...

রানা সোহেল › বিস্তারিত পোস্টঃ

World T20:গ্রুপ পর্ব

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৯

World T20 এর গ্রুপ পর্ব শেষে আমার নিজস্ব কিছু চিন্তা ভাবনাঃ



১। আমাদের পোলাপান খুব একটা খারাপ করেনি। আমরা একটাও ম্যাচ জিততে পারিনি কারন কোন একটা দুর্বোধ্য কারনে অন্য দলগুলো আমাদের বিরুদ্ধে ভালো খেলেছে। আমাদের আরো একটু ভালো খেলা উচিত ছিল। কিন্তু দূর্ভাগ্যজনক ভাবে আমাদের সময়টা ভালো যাচ্ছে না। অবশ্যই ভালো যে আমাদের নিউজিল্যান্ডের ৬০, পাকিস্তান ৮২, অস্ট্রেলিয়া ৮৬, ইংল্যান্ড ৮৮ এর মতো লজ্জা পেতে হয়নি।



২। সহযোগি দলগুলোকে আরো বেশি খেলার সুযোগ করে দেয়া উচিত। নেদারল্যান্ড, নেপাল, আয়ারল্যান্ড, আফগানিস্তান, হংকং এর মতো দেশগুলো যতো সুযোগ পাবে ততো ভালো খেলবে। এই বিশ্বকাপের বিস্ময় নেদারল্যান্ড। কিন্তু তাদের ক্রিকেট ভবিষ্যত নিয়ে এই কথাগুলো খুব কষ্টেরঃ



সামনেই ডাচ ক্রিকেটের জন্য অপেক্ষা করছে ভীষণ কঠিন সময়। ২০১৫ বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে তারা, হারিয়েছে ওয়ানডে মর্যাদা। হারিয়েছে আইসিসির আর্থিক অনুদানও। বোরেন-মাইবার্গরা নিজেরাও জানেন না, সামনে কোন পথে যাবে ডাচ ক্রিকেট। খেলা নেই মানে টাকাও নেই। শৌখিন ক্রিকেটারদের দল থেকে গত কয়েক বছরে খানিকটা পেশাদার রূপ নেওয়া দলটির কজন ক্রিকেটার এখন ক্রিকেট চালিয়ে যাবেন, সেটাও অনিশ্চিত। বাস্তবতা বলছে, নিকট ভবিষ্যতে এই দলকে আবার বিশ্ব আসরে দেখতে পাওয়ার সম্ভাবনা আসলেই কম।



৩। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বাদ পড়ায় খুশি হয়েছি। ইন্ডিয়া সব থেকে ব্যালেন্সড দল এবং শিরোপার দাবীদার। কিন্তু ইন্ডিয়া চ্যম্পিয়ন না হলে খুশি হবো। ICC কে বাপের সম্পত্তির মতো ভাগ-বাটোয়ারা করে নেয়ার পর থেকে এই তিন দলকে একদমই সহ্য করতে পারছিনা!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১২

সবুজ স্বপ্ন বলেছেন:
৪ টা ওয়ার্ল্ড কাপ জয়ী দেশের খেলতে নামছিল যার মধ্যে ২ টা আবার বরতমান চ্যাম্পিয়ন এর থেকে বেশি আর কি আশা করা যায়? বাঙ্গালী বেশি বেশি চায়

০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২০

রানা সোহেল বলেছেন: আমাদের তো চ্যাম্পিয়ন হতে কেউ নিষেধ করেনি ভাই। গ্রুপে কয়টা চ্যাম্পিয়ন দল আছে তার হিসাব করা থেকে বেশি জরুরী আমরা কতোটা পজেটিভ খেলেছি।

২| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৩

নির্ঘুম লযাম্পোস্ট বলেছেন: গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বাদ
পড়ায় খুশি হয়েছি। ইন্ডিয়া সব থেকে ব্যালেন্সড
দল এবং শিরোপার দাবীদার। কিন্তু
ইন্ডিয়া চ্যম্পিয়ন না হলে খুশি হবো। ICC
কে বাপের সম্পত্তির মতো ভাগ-
বাটোয়ারা করে নেয়ার পর থেকে এই তিন
দলকে একদমই সহ্য করতে পারছিনা!

৩| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৫

নির্ঘুম লযাম্পোস্ট বলেছেন: গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বাদ
পড়ায় খুশি হয়েছি। ইন্ডিয়া সব থেকে ব্যালেন্সড
দল এবং শিরোপার দাবীদার। কিন্তু
ইন্ডিয়া চ্যম্পিয়ন না হলে খুশি হবো। ICC
কে বাপের সম্পত্তির মতো ভাগ-
বাটোয়ারা করে নেয়ার পর থেকে এই তিন
দলকে একদমই সহ্য করতে পারছিনা!

৪| ০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৯

সীমানা ছাড়িয়ে বলেছেন: আমারও একই অবস্থা। বিগ থ্রী সহ্য হয় না। বিশেষ করে ইন্ডিয়া তো না-ই। এই মুহুর্তে শ্রীলংকা চ্যাম্পিয়ান হলেই খুশি। তবে হাজার গুন খুশি হতাম যদি বাংলাদেশ গ্রুপে অন্তত একটা খেলাতে জিততে পারত।

১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৮

রানা সোহেল বলেছেন: শ্রীলংকা চ্যাম্পিয়ান হলো।
বাংলাদেশ গ্রুপে অন্তত একটা খেলাতে জিততে পারলে পুরো বাংলাদেশই খুশি হতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.