নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রানা সোহেল

চাকরী করি, পাশাপাশি পড়ালেখা। পড়তে ভালোবাসি। ঘরকুনো, চা'র কাপে দেশোদ্ধার করি। এই তো...

রানা সোহেল › বিস্তারিত পোস্টঃ

খাবারে বিষ, আমাদের পরিচ্ছন্ন মুখোশ!

২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৩

গতকাল অনলাইনে দেখছিলাম “তরমুজ খেয়ে ২ শিশু নিহত ২০ জন হসপিটালে” আজ কোথাও নিউজটা চোখে পড়লো না। গরিবের ছেলে মেয়ে, তারা ভালো গান গায় না, ভালো ছবি তোলে না, ভালো লেখে না। আবার মারা গেছে কি না তরমুজ খেয়ে! তরমুজে বিষাক্ত কিছু মেশানো, এটা নিয়ে লেখার কি আছে? এটা তো স্বাভাবিক।



আমরাতো সারাদিন-ই বিষ মেশানো খাবার খাই। তারা যদি সমুদ্রে নেমে মারা যেত সেটা নিয়ে লেখা যেত, তিন-চার-পাচ তারা হোটেলের সুইমিংপুলে সাতার শিখতে যেয়ে মারা গেলেও না হয় ‘সচেতনতা তৈরীর’ জন্য লেখার দরকার পড়তো। খাবারে ভেজাল নিয়ে লেখার কিছু নেই, গরীব মানুষ মারা গেলেও লেখার কিছু নেই। সব কিছু নিয়ে কথা বললে, আমাদের পরে থাকা মুখোশটা বড় নোংরা হয়ে যায়!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৩

সত্য৭৮৬ বলেছেন: "তরমুজ খেয়ে শিশুর মৃত্যু, আহত ২০"- বাংলাদেশ প্রতিদিন- ৯ পৃষ্ঠা-
তরমুজ বিক্রেতা রেজাউল হককে আটক করা হয়েছে।

যারা খাদ্যে বিষ/ ভেজাল দেয় তাদের কঠিন শাস্তি চাই-

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৩

রানা সোহেল বলেছেন: যাক! তাও খুজে পাওয়া গিয়েছে!
যারা খাদ্যে বিষ/ ভেজাল দেয় তাদের কঠিন শাস্তি চাই।

২| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৩

ম্যাংগো পিপল বলেছেন: অপরিমিত সার আর বিষের কারনে পুরা জাতি আজ অসুস্থ ।

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৪

রানা সোহেল বলেছেন: প্রতিদিন একটু একটু করে বিষ খাওয়া,
প্রতিদিন একটু একটু করে মারা যাওয়া.।।

৩| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০১

আজীব ০০৭ বলেছেন: যারা খাদ্যে বিষ/ ভেজাল দেয় তাদের কঠিন শাস্তি চাই-

যারা খাদ্যে বিষ/ ভেজাল দেয় তাদের কঠিন শাস্তি চাই-

যারা খাদ্যে বিষ/ ভেজাল দেয় তাদের কঠিন শাস্তি চাই-

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৬

রানা সোহেল বলেছেন: যারা খাদ্যে বিষ/ ভেজাল দেয় তাদের কঠিন শাস্তি চা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.