নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রানা সোহেল

চাকরী করি, পাশাপাশি পড়ালেখা। পড়তে ভালোবাসি। ঘরকুনো, চা'র কাপে দেশোদ্ধার করি। এই তো...

রানা সোহেল › বিস্তারিত পোস্টঃ

একদেশের গল্প (৪)

১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৭

একবার এক দেশ ছিল। সেই দেশের জনগন শতশত বছর পরাধীন অবস্থায় দখলদারদের দ্বারা শাসিত ও শোষিত হতো। তারপর সেই দেশের কিছু সুর্য্যসন্তান দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখলো। তারা অবিশ্বাস্য ভাবে থ্রি-নট-থ্রি আর বাশের লাঠি নিয়ে যুদ্ধ করে তৎকালীন পৃথিবীর অন্যতম প্রশিক্ষিত একটি সেনাবাহিনীকে হারিয়ে দিয়ে দেশ স্বাধীন করে ফেললো!



এরপর সবাই মিলে দেশ গড়ার কাজ শুরু করা উচিত ছিল। কিন্তু কেন জানি তারা সেটা না করে যারা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্য দিয়েছিল তাদেরকে হত্যা করা শুরু করলো! এবং একদিন তারা একজন একজন করে তাদের সব বীর সন্তানদের মেরে ফেললো!! :(



না, এটা কোন সত্যি ঘটনা না। কোন দেশের মানুষ তাদের নেতাদের হত্যা করে জাতিকে নেতৃত্য শুন্য করতে পারেনা। কোন দেশের মানুষ সেই দেশের সাথে এত বড় বিশ্বাস ঘাতকতা করতে পারে না। এই গল্প আসলে অবাস্তব কাহিনীর এক রুপকথার গল্প। এই গল্প, এক দেশের গল্প! :(

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৬

ভিটামিন সি বলেছেন: এই রুপকথাটা আমারও কেমন যেন পরিচিতি পরিচিত লাগে। এমন গল্প শুনলে মস্তিষ্কের কোথায় যেনো সুক্ষ্ম এক ব্যাথা অনুভব করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.