![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা দোকান দেব। বুদ্ধির দোকান (আমার আবার অনেক বুদ্ধিতো, কিছু বেঁচে দেব! ) দোকানের নাম হবে “দি নিউ বুদ্ধি হাউজ”! সাইন বোর্ডে লেখা থাকবে “এখানে পাইকারি ও খুচরা বুদ্ধি বিক্রয় করা হয়!” আর দোকানের ভেতরে খুব কিউট করে গোট্টাগোট্টা অক্ষরে লেখা থাকবে “বাকি চাহিয়া লজ্জা দেবেন না”!!
দোকানের বিজ্ঞাপন হিসাবে আজকে একটা ফ্রি বুদ্ধিঃ
সমস্যাঃ সকাল বেলা অফিস আসছেন। প্রচন্ড বৃষ্টিতে জুতা মোজা ভিজে জবজব করছে। জুতা পরে থাকতে হবে। খুলতে পারছেন না। ওদিকে আবার পানিতে পা ভেজা থাকায় ঠান্ডা লাগছে, শরীর খারাপ হতে পারে। কি করবেন?
সমাধানঃ ছোট ছোট ২ টা পলিথিনের ব্যাগ জোগাড় করেন (তরকারির দোকান থেকে ১০ টাকার কাচা মরিচ কিনলে যে সাইজের ব্যাগ দেয় সেই সাইজ!) । আশপাশের ছোট খাট দোকানে পাবেন। প্রথমে ২ পায়ে পলিথিন পরে নেন। তারপর মোজা পরেন, তারপর জুতা। পা ভেজা থাকবে না, ঠান্ডাও কম লাগবে।
সতর্কতাঃ পা একটু পিচ্ছিল হবে। সুতরাং সাবধানে হাটতে হবে। আর এইভাবে কোন অবস্থাতেই রাস্তায় বের হবেন না। দূর্ঘটনা ঘটতে পারে।
বুদ্ধির দোকানে স্বাগতম!!
২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৪
রানা সোহেল বলেছেন: ধন্যবাদ। হালখাতায় দাওয়াত দেব!
২| ২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৮
না পারভীন বলেছেন: "দি নিউ বুদ্ধি হাউজ " নামটি ভাল হয়েছে
২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৫
রানা সোহেল বলেছেন:
৩| ২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৩
সরদার হারুন বলেছেন: আপনাকে আমার ওলড বুদ্ধির হাটে একটি দোকান খোলার অনুরোধ করছি।
ধন্যবাদ।
২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৭
রানা সোহেল বলেছেন: বললেন যখন, একটা ব্রাঞ্চ দিবোনে!!
৪| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮
আজমান আন্দালিব বলেছেন: আর কি কি বুদ্ধি আছে বিক্রি করার মতো!
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২০
রানা সোহেল বলেছেন: আর ফ্রি দেব না। এরপর দোকানে আসতে হবে!
৫| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
bakta বলেছেন:
বুদ্ধি দিয়ে যাচাই করে
নিলাম তোমার বুদ্ধি টা,
লাগলে কামে তবেই হবে
তোমার আত্ম শুদ্ধি তা ।
এমন বুদ্ধি বিনে পয়সায়
কেই বা দেবে এ বাজারে ?
পাবেই নাকো এমন ছেলে
শ'য়ে কিমবা হাজারে ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২১
রানা সোহেল বলেছেন: সুন্দর ছড়া, খুব ভাল লাগলো। (y)
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল বুদ্ধি। ফ্রিজে রাখলাম যাতে নষ্ট না হয়ে যায়।
ব্যবসা ভাল হলে একটা পার্টি দিয়েন।