নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রানা সোহেল

চাকরী করি, পাশাপাশি পড়ালেখা। পড়তে ভালোবাসি। ঘরকুনো, চা'র কাপে দেশোদ্ধার করি। এই তো...

রানা সোহেল › বিস্তারিত পোস্টঃ

উন্নয়ন কাজ চলিতেছে!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০১

ঝুম বৃষ্টিতে সব থেকে আনন্দদায়ক কাজ কোনটি? “উন্নয়ন কাজ চলিতেছে” সাইনবোর্ড টানিয়ে রাস্তা খোচাখুচি করা! গত দেড়/দুই সপ্তাহ যাবত যে হারে আশপাশের রাস্তা খোচাখুচি চলছে, এবং মানুষ যে আগ্রহ ও উদ্দীপনার সাথে রাস্তা কেটে ফালাফালা করে ফেলছে, দেখলেও আনন্দ লাগে! আমার বাসার সামনের সাড়ে তিন ফুটের রাস্তা যেটা দিয়ে কোনমতে মানুষ চলাচল করতে পারে, সেটা থেকে শুরু করে মুল সড়ক পর্যন্ত বড়বড় গর্ত করে ‘উন্নয়ন কাজ’ চালানো হচ্ছে! গর্তের যে আকার, তাতে মানুষ চলতে না পারলেও উন্নয়নের জোয়ার ঠিক ঠিক পার হয়ে যাবে সন্দেহ নেই। তবে গত কয়েক দিন বৃষ্টি না থাকায় কাজের উৎসাহে কিছুটা ভাটা পড়েছে দেখলাম। ;)



ঢাকা আছি বেশ কয়েক বছর হলো। এখনো বুঝে উঠতে পারলাম না, সারা বছর পড়ে থাকতে ঠিক বর্ষার সময় কেন রাস্তা খোচা লাগবে? ভাবছি, এরপর যেদিন অনেক বৃষ্টি হবে, একটা গাইতি আর একটা সাইনবোর্ড নিয়ে আশপাশের সুন্দর দেখে কোন রাস্তার মাঝ বরাবর খোচা শুরু করবো! সাইনবোর্ডে লেখা থাকবে, “নিজ মাথার উন্নয়ন কাজ চলিতেছে!” :)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪০

কাঠ পাতা বলেছেন: শুধু আপনার জা্যগাতেই না আমাদের মিরপুর এ টি-টুয়েন্টি বিশ্বকাপ এর আগে কোটি টাকা খরচ করে রাস্তা গুলো প্রসারিত এবং মেরামত করলো, আবার কিছুদিন ধরে আবার রাস্তা গুলোতে খোড়াখুড়ি শুরু করছে পানির না গ্যাসের লাইন বসাবে বলে। অলরেডি বৃষ্টির পানিতে রাস্তা গুলার দুইপাশ ছোটোখাটো পুকুর হয়ে গেছে , চাইলে এখন মাছ চাষ করা যাবে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৬

রানা সোহেল বলেছেন: যেখানে বৃষ্টি সেখানেই খোচাখুচি! বিরাট আনন্দের ব্যাপার! :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.