নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রানা সোহেল

চাকরী করি, পাশাপাশি পড়ালেখা। পড়তে ভালোবাসি। ঘরকুনো, চা'র কাপে দেশোদ্ধার করি। এই তো...

রানা সোহেল › বিস্তারিত পোস্টঃ

আয়কর মেলা

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৩

“বাকি রাখা খাজনা,

মোটে ভাল কাজ না।”



সরকারকে গালি না দিলে আমাদের পেটের ভাত হজম হয় না! এটা অনেকটা আমাদের Pastime বলা যেতে পারে! কিন্তু গালি দিতে হলে তো নিজের কাজটাও ঠিক মতো করতে হবে তাই না? নিজে ট্যাক্স না দিলে ঠিক গালি দেয়ার অধিকারটা জন্মায় না! অনেকের অফিস থেকেই ট্যাক্সের টাকা কেটে রাখে কিন্তু তারা একটু কষ্টকরে নিজের বাৎসরিক রিটার্নটা জমা দেয় না। রিটার্ন জমা দেয়া নিজের জন্যই জরুরী।



দেশ ব্যাপী আয়কর মেলা চলছে। সারাদেশে মঙ্গলবার থেকে এ মেলা শুরু হয়েছে। রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরগুলোতে মেলা হচ্ছে সপ্তাহব্যাপী। ইচ্ছা আছে মেলায় যেয়ে রিটার্ন জমা দেয়ার। অল্প কিছু টাকা ট্যাক্স দিয়ে দেশের কাজে অল্প হলেও অবদান রাখার চেষ্টা করি। হয়তো এই সামান্য টাকায় কিছুই হবে না। একটা রাস্তার জন্য ২ টা ইট ও যদি কেনা হয়, খারাপ কি? অন্তত নিজের কাছে পরিষ্কার থাকি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৭

একাকী বালক বলেছেন: ছোট ছোট বালু কণা
বিন্দু বিন্দু জল
গড়ে তোলে মহাদেশ
সাগর অতল....

আমাদের সবার উচিত এলিজিবল হলে ইনকাম ট্যাক্স জমা দেওয়া। আপনার মানসিকতা ভাল লাগল। আজকে মেলায় আমার রির্টান দিয়ে আসছি। গত ৩ বছর ধরে মেলাতেই দেই। সরকারকে সাধুবাদ এমন মেলার আয়োজন করার জন্য। আরও খুশি হব যখন পুরাটাই অনলাইনে করা যাবে। http://www.taxmatebd.com/ সাইটের প্রতি আমার একরাশ ধন্যবাদ। আমরা চাই রির্টান জমা এবং টাকা দেওয়া পুরোটাই অনলাইনে যেন হয়। :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫১

রানা সোহেল বলেছেন: আয়কর মেলা যথেষ্ট ভালো উদ্যোগ। আমরা সবাই এগিয়ে এলে দিন বদলাবেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.