![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারী জোটে ১৪ দল, বিরোধী জোটে ২০ দল। নতুন আরেকটা জোট হচ্ছে, সেই জোটে ১১ দল। এইসব জোটের বাইরেও নিশ্চই আরো কিছু রাজনৈতিক দল আছে। জোটের বাইরের দলগুলোর কথা যদি বাদও দেই, তিন জোটে মোট দলের সংখ্যা ১৪+২০+১১=৪৫!
আমি প্রতিদিন ২ টা দৈনিক পত্রিকার পাশাপাশি কিছু অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক, ব্লগে ঢু মারি। সেই হিসাবে নিজেকে দেশের মোটামুটি সচেতন নাগরিকের কাতারে ফেলতে পারি মনেহয়। সেই আমি অনেক চেষ্টা করেও ৪৫টার অর্ধেক অর্থাৎ ২২/২৩ টা দলের নামও মনে করতে পারলাম না! অন্যদের অবস্থাও আমার চেয়ে ভালো হওয়ার কথা না! দেশে কতটা রাজনৈতিক দল আছে তাতে আমার কোন সমস্যা থাকার কথা না, নেই ও। কিন্তু রাজনীতি ব্যাপারটা যদি মানুষের জন্য হয়, আর সেই মানুষই যদি রাজনৈতিক দলের নাম না জানে তাহলে “এমন দল লইয়া আমরা কি করিবো”!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২
রানা সোহেল বলেছেন: ধন্যবাদ।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০০
অগ্নি সারথি বলেছেন: সত্য।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫
রানা সোহেল বলেছেন: আমি ভাবছি আমরা ৩ বন্ধু মিলে ৩ টা আলাদা দল খুলবো। তারপর একটা জোট করবো "৩ দলীয় জোট"। তারপর সুযোগ বুঝে বড় কোন জোটের সাথে যোগদান করবো! :p
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১
আত্মার অতৃপ্তা বলেছেন: সহমত