![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ দেখতে দেখতে ক্লান্ত হয়ে ইচ্ছা হয়েছিল আফ্রিকার জঙ্গলে গিয়ে কিছু অমানুষ মানে পশুপাখি দেখে আসি। কিন্তু সেটার আসলে দরকার নেই। গত কয়েক দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা দেখে মনেহচ্ছে ঘরে বসে থাকলেই সেই সব জন্তু-জানোয়ার দেখা পাওয়া সম্ভব হবে। আমাদের কে যেতে হবেনা, ওরাই আমাদের কে দেখতে আসবে!!
=> ব্যাগ কেড়ে নেয়ার জন্য ব্যাগ সহ একটা মেয়েকে প্রায় ১০০ গজ টেনে নিয়ে যাওয়ার পর মেয়েটি মারা গেছে।
=> দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে রাস্তায় পড়ে যাওয়া আহত যাত্রীদের উপরদিয়ে বাস চালিয়ে দিলেন আরেক বাসের চালক!!
=> বাসে ডাকাতি করে চলে যাওয়ার সময় যাত্রীদেরকে কুপিয়েছে ডাকাতেরা।
কষ্টকরে আফ্রিকার জঙ্গলে যাওয়ার দরকার নেই। আমরা আসলে জঙ্গলেই আছি। সেটা হয়তো আফ্রিকার জঙ্গল না। তবে খুব শীঘ্রই আফ্রিকার জঙ্গল থেকে জন্তু-জানোয়ারেরা আমাদের দেশে আসবে জঘন্য কিছু জন্তু দেখতে। আমাদেরকে দেখে তারা লজ্জা পাবে না খুশি হবে সে প্রশ্নের উত্তর খোজার চেষ্টা নাই বা করি!
©somewhere in net ltd.