![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক লোকের বেশ কিছু পরিমান জমি ছিল। কিন্তু সে কখনো তার জমি চাষ করতোনা বা জত্ন নিতনা। পুরো জমি গাছ এবং আগাছায় ভরে গিয়েছিল। হঠাৎ একদিন তার মনেহলো নিজের জমির ফসল খাবে। যে ভাবা সেই কাজ। সকাল বেলা ঘুম থেকে উঠে ঢাক-ঢোল পিটিয়ে মানুষ নিয়ে জমিতে গিয়ে গাছ এবং আগাছা সব কেটে পরিস্কার করা হলো। অনেক মানুষ কাজে লাগিয়ে দুপুরের মধ্যে জমি চাষ এবং বীজ বপনও শেষ! মালিকের শখ হয়েছে নিজের জমির ফসল খাবে, দেরিতো আর করা যায় না! বিকেলের মধ্যে সার-পানি সব দেয়া হলো এবং সন্ধ্যা নাগাদ দেখা গেল হাড়ি-পাতিল নিয়ে বাবুর্চি বাহিনী রেডি! যেকোন সময় ফসলের চারা উঠে গাছ হয়ে তাতে ফসল ফলবে! আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশিদের দাওয়াতও দেয়া হয়েছে। ...
গল্পের বাকিঅংশ পরে কোন একসময় বলবো। এই গল্পের সাথে কোন মিল নেই, আরেকটি ঘটনা চোখে পড়লো, সেটা নিয়ে দু’কলম লেখা যাকঃ
_________________________________
ফিটনেসবিহীন গাড়ি ধরা শুরু হয়েছে গতকাল থেকে। গতকালের কয়েকটা খবর ছিল এরকমঃ
# ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান। ধরা এবং চড়ার জন্য গাড়ি নেই।
# গাড়ির অভাবে যাত্রীদের চরম দূর্ভোগ
# বি আর টি সি‘র ৭০ ভাগ চালকের বৈধ লাইসেন্স নেই!!
ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান নিঃসন্দেহে একটি ভাল উদ্যোগ। কিন্তু এটি যদি হঠাৎ করে শুরু হয়ে আবার হঠাৎ করে থেমে যায় তাহলে তাতে সাধারন জনগনের হয়রানি ছাড়া আর কিছু হওয়ার সম্ভাবনা নেই। সারা বছর যদি এটি চালু থাকে সেটা অবশ্যই ভালো কিন্তু একটা নিয়ম হঠাৎ করে কার্যকর করা যায় না। এরজন্য পূর্ব প্রস্তুতিরও দরকার আছে। রাস্তায় পর্যাপ্ত পরিমান ফিট গাড়ি এবং লাইসেন্সধারী চালক না থাকলে এইধরনের হুটহাট অভিযান কেবলই ফক্কিকার!
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬
মুগলী নন্টে বলেছেন: জনগনের দূর্ভোগ চরমে...............