নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রানা সোহেল

চাকরী করি, পাশাপাশি পড়ালেখা। পড়তে ভালোবাসি। ঘরকুনো, চা'র কাপে দেশোদ্ধার করি। এই তো...

রানা সোহেল › বিস্তারিত পোস্টঃ

‘একের ভেতর ৯৯’ পদ্ধতি

১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬

ছোটবেলায় একটা প্যারাগ্রাফ পড়েছিলাম। ‘একের ভেতর ৯৯’ প্যারাগ্রাফ। সেখানে পুরো প্যারাগ্রাফের মাঝে কিছু জায়গা ফাকা থাকতো। সেখানে শুধু টপিকের নাম লিখলেই প্যারাগ্রাফ!! যাহা লোডসেডিং তাহাই টাফিক জ্যাম তাহাই ব্রেইন-ড্রেইন! এখনকার বাচ্চা-কাচ্চারা এইসব ফাকিবাজি জিনিস পড়ে না। তারা পরীক্ষার আগে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন পেয়ে তার উত্তর মুখস্ত করে সুন্দর করে খাতায় লিখে আসে! এযুগের ছাত্র জীবনে ‘একের ভেতর ৯৯’ পদ্ধতি কাজ না করলেও দৈনন্দিন জীবনে বেশ কাজ করছে দেখছি।

“আমি আর তুমি” গ্রুপের কাছে দুনিয়ার সকল দিবসের গুরুত্ব, তাৎপর্য ও কর্মসুচি একি, শুধু পোশাকের রং আলাদা।
পহেলা বৈশাখ লাল-সাদা
পহেলা ফাল্গুন- হলুদ
১৬ই ডিসেম্বর – লাল-সবুজ
২১শে ফেব্রুয়ারী- সাদা-কালো... ইত্যাদি ইত্যাদি...
তারপর দিবস-টিবস যাই হোক, চলো ‘আমি আর তুমি’ মিলে ঘুরতে যাই!!

আরেকটা গ্রুপও পেলাম, তারাও দিবসগুলোকে ‘একের ভেতর ৯৯’ পদ্ধতি করে ফেলেছে। তাদের পদ্ধতি হচ্ছে শো-ডাউন। যে দিবস-ই হোক একটা ট্রাক ভাড়া করতে হবে। তার উপরে দাড়িয়ে মিছিল, ডোল, ড্রাম পেটানোর কিছু মানুষ জোগাড় করা। তারপর...
"দিবস মানে একটা ট্রাক,
দিবস মানে একটা মিছিল,
দিবস মানে মিছিল শেষে ১০০ টাকা
আর ১ প্যাকেট খিচুড়ি!(??)"

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৫

পাইলট ভয়েচ বলেছেন: সহমত

০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪১

রানা সোহেল বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.